রাধা বিনোদ পাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
103.106.58.118-এর সম্পাদিত সংস্করণ হতে Wakim32-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১৮ নং লাইন:
}}
 
'''ডঃ রাধাবিনোদ পাল''' (২৭ জানুয়ারি ১৮৮৬ - ১০ জানুয়ারি ১৯৬৭) একজন [[বাঙালি]] আইনবিদ এবং [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় [[জাপানি যুদ্ধাপরাধী|জাপানি যুদ্ধাপরাধীর]] প্রতিশ্রুতিবদ্ধ [[দূরপ্রাচ্যর ট্রায়াল জন্য আন্তর্জাতিক সামরিক আদালত|দূরপ্রাচ্যর ট্রায়াল জন্য আন্তর্জাতিক সামরিক আদালতের]] বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি "জাপান-বন্ধু বাংলাদেশীভারতীয়" বলে খ্যাত। জাপানিদের ইতিহাসে রাধা বিনোদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। [[জাপান|জাপানের]] [[টোকিও]] শহরে তাঁর নামে রয়েছে জাদুঘর, রাস্তা, রয়েছে স্ট্যাচু। এমনকি [[জাপান বিশ্ববিদ্যালয়|জাপান বিশ্ববিদ্যালয়ে]] একটি রিসার্চ সেন্টার রয়েছে। তিনি আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচনা করেন।
 
== প্রাথমিক জীবন ==
৩০ নং লাইন:
 
== সম্মান ==
তিনি জাপান-বন্ধু বাংলাদেশীভারতীয় বলে খ্যাতি অর্জন করেন।<ref name="prothom-alo">[http://archive.prothom-alo.com/detail/date/2011-12-02/news/205535 জাপানিদের রাধা বিনোদ পাল]</ref> রাধাবিনোদ পালকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় নিহোন বিশ্ববিদ্যালয়ের তরফে ১৯৬৬ সাল। জাপান সম্রাট [[হিরোহিতো]]<nowiki/>র কাছ থেকে জাপানের সর্বোচ্চ সম্মানীয় পদক ‘কোক্কা কুনশোও’ গ্রহণ করেছিলেন। জাপানের রাজধানী [[টোকিও]] তে তার নামে রাস্তা রয়েছে। [[কিয়োটো]] শহরে তাঁর নামে রয়েছে জাদুঘর, রাস্তার নামকরণ ও স্ট্যাচু<ref name=":0" />। টোকিও ট্রায়াল টেলিসিরিয়ালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের ট্রায়াল নিয়ে নির্মিত হলে তার চরিত্রে অভিনয় করেন ভারতীয় অভিনেতা [[ইরফান খান]]।
 
 
== মৃত্যু ==