নেদারল্যান্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:পশ্চিম ইউরোপের রাষ্ট্র যোগ
Kubaski (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৭৫ নং লাইন:
 
প্রাচীনকালে নেদারল্যান্ডসে [[কেল্টীয় জাতি|কেল্টীয়]] ও [[জার্মানীয় জাতি|জার্মানীয়]] গোত্রের লোকেরা বাস করত। [[রোমান]]রা অঞ্চলটি বিজয় করার পর এখানে শিল্প-বাণিজ্যের বিকাশ ঘটে। খ্রিস্টীয় ৩য় শতকে পুনর্জাগরিত জার্মান গোত্রদের আক্রমণে ও সমুদ্রের করালগ্রাসে রোমানদের শক্তি হ্রাস পায়। শেষ পর্যন্ত ৫ম শতকে এক জার্মানীয় আক্রমণ রোমান শক্তির অবসান ঘটায়। প্রথমে [[মেরোভিঙ্গীয় রাজবংশ|মেরোভিঙ্গীয়]] ও পরে ৭ম শতকে [[কারোলিঙ্গীয় রাজবংশ]] এখানে শাসন করে এবং শেষোক্ত রাজারা দেশটির জনগণকে [[খ্রিস্টধর্ম।|খ্রিস্টধর্মে]] ধর্মান্তরিত করেন। ৮১৪ সালে রাজা [[শার্লমাইন]] বা মহান চার্লসের মৃত্যুর পরে এটি মধ্যযুগীয় [[লোথারিঙিয়া]] রাজ্যের অন্তর্গত হয়। এখানে [[রাজকীয় গির্জা]] নামের একটি ধর্মনিরপেক্ষ গির্জার অনুসারী সম্প্রদায় গড়ে ওঠে, যারা [[পবিত্র রোমান সাম্রাজ্যের]] অধীনস্থ ছিল না। ১২শ শতকের শুরু থকে সমুদ্রবাঁধ বা [[ডাইক]] নির্মাণ শুরু হয়ে এবং বড় আকারে সমুদ্র থেকে [[ভূমি পুনরুদ্ধারকরণ]] প্রক্রিয়া শুরু হয়। এসময় [[ফ্লান্ডার্স]] অঞ্চলটি বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে। ১৪শ শতকের শেষভাবে [[বুর্গোইনের ডিউকেরা]] এবং তার পরে ১৬শ শতকের শুরুতে স্পেনের [[হাবসবুর্গ রাজবংশ]] দেশটি শাসন করেন। মৎস্যশিকার ও জাহাজনির্মাণে ওলন্দাজদের জুড়ি ছিল না। ১৭শ শতকে ওলন্দাজ জাতি অসাধারণ সমৃদ্ধি অর্জন করে। [[ইয়ান ফান আইক]], [[কেম্পিসের টমাস]] এবং [[দেসিদেরিউস এরাসমুস|দেসিদেরিউস এরাসমুসের]] মত বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম হয় এবং [[ক্যালভিনবাদ]] ও [[অ্যানাবাপ্টিস্টবাদের]] মত মতবাদগুলি জনপ্রিয়তা লাভ করে। ১৫৮১ সালে ক্যালভিনবাদীদের নেতৃত্বে উত্তরের ৭টি প্রদেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৬৪৮ সালে ত্রিশ বছরের যুদ্ধ শেষে স্পেন [[নেদারল্যান্ডসের স্বাধীনতা|ওলন্দাজদের স্বাধীনতা]]কে স্বীকৃতি দেয়। ১৭শ শতকে [[ওলন্দাজ সভ্যতা]]র স্বর্ণযুগে [[স্পিনোজার বেনেডিক্ট]] এবং [[রনে দেকার্ত]] বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা উপভোগ করেনে এবং চিত্রশিল্পী [[রেমব্রান্ট]] ও [[ইয়োহানেস ফারমিয়ার]] তাদের সর্বোৎকৃষ্ট চিত্রকর্মগুলি এসময় সৃষ্টি করেন। [[ওলন্দাজ পূর্ব ভারত কোম্পানি]] [[এশিয়া]]তে উপনিবেশ স্থাপন করে এবং দেশের জীবনযাত্রার মান উঁচু হতে থাকে। ১৮শ শতকে ওলন্দাজদের সামুদ্রিক শক্তি হ্রাস পায়। [[ফরাসি বৈপ্লবিক যুদ্ধ]]গুলির সময় [[ফরাসি]]রা অঞ্চলটি বিজয় করে। ১৮০৬ সালে [[নেপোলিয়ন|নেপোলিয়নের]] অধীনে এটি [[হল্যান্ড রাজ্য]] নামে পরিচিত হয়। ১ম বিশ্বযুদ্ধে এটি নিরপেক্ষ ভূমিকা পালন করে। ২য় বিশ্বযুদ্ধে নিরপেক্ষতা ঘোষণা করলেও জার্মানি অঞ্চলটি দখল করে। যুদ্ধের পরে ১৯৪৯ সালে দেশটি [[নেদারল্যান্ডস ভারতীয় দ্বীপপুঞ্জ]] (বর্তমান [[ইন্দোনেশিয়া]]) এবং ১৯৬২ সালে [[নেদারল্যান্ডস নতুন গিনি]]র (বর্তমান [[ইরিয়ান জায়া]]) উপর কর্তৃত্ব হারায়। ১৯৪৯ সালে দেশটি নেটোতে যোগদান করে। ২১শ শতকের শুরুতে এসে দেশটি অভিবাসনজনিত সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করছে।
[[ফাইল: মইনহো পারক হিস্টোরিকো কারাম্বি.জেজিপি | 250 পিএক্স | থাম্ব | কারাম্বি হিস্টোরিকাল পার্ক মিল ও দ্য ড্যাচ আর্কিটেকচারের ঘরগুলি দেখুন]]
 
== রাজনীতি ==