স্টুই ডেম্পস্টার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জিত রূপ
২৯ নং লাইন:
| deliveries = balls
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 10
| runs1 = 723
৪২ নং লাইন:
| fivefor1 = 0
| tenfor1 = 0
| column2 = [[Firstপ্রথম-শ্রেণীর class cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 184
| runs2 = 12145
৫৩ নং লাইন:
| fivefor2 = 0
| tenfor2 = 0
| best bowling2 = 2-/4
| catches/stumpings2 = 94/2
| date = ২৬ এপ্রিল
৬০ নং লাইন:
}}
 
'''চার্লস স্টুয়ার্ট স্টুই ডেম্পস্টার''' ({{lang-en|Stewie Dempster}}; [[জন্ম]]: [[১৫ নভেম্বর]], [[১৯০৩]] - [[মৃত্যু]]: [[১৪ ফেব্রুয়ারি]], [[১৯৭৪]]) ওয়েলিংটনে জন্মগ্রহণকারী বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও কোচ ছিলেন। [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। এছাড়াও, ডানহাতে স্লো বোলিং করতেন '''স্টুই ডেম্পস্টার'''। ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটন, স্কটল্যান্ড এবং প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|লিচেস্টারশায়ার]] ও ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন।
 
== প্রারম্ভিক জীবন ==
৬৮ নং লাইন:
১৯২১-২২ মৌসুমে ওয়েলিংটনের সদস্যরূপে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষেক ঘটে স্টুই ডেম্পস্টারের। নববর্ষের দিনে ব্যাসিন রিজার্ভে ক্যান্টারবারির বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় তিনি ১০ ও ১ রান তুলেছিলেন। ১৯২৭ সালে নিউজিল্যান্ড দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। তবে ঐ সফরে কোন টেস্ট খেলায় অংশ নেয়নি তাঁর দল। তবে সফরে দলের প্রথম-শ্রেণীর খেলাগুলোয় অংশ নিয়ে ব্যাটিং গড়ে দলের শীর্ষ রান সংগ্রাহক হন। শুরুর দিকে দলের বাইরে ছিলেন। কিন্তু দল নির্বাচকমণ্ডলী আকস্মিকভাবে তাঁকে দলে অন্তর্ভূক্ত করে মূলতঃ দ্বিতীয় শ্রেণীর খেলায় তাঁর চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে।<ref>Cricketer Spring Annual 1927</ref>
 
১৯২৯-৩০ মৌসুমে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি দল]] নিউজিল্যান্ড সফরে আসে। ডেম্পস্টার ও [[John Mills (cricketer, born 1905)|জন মিলমিলস]] প্রথম ইনিংসে ব্যাটিং উদ্বোধনে নামেন ও ২৭৬ রান তুলেন। তাঁদের সংগৃহীত এ রান ১৯৭২ সাল পর্যন্ত টিকেছিল। ১৯৩১ সালে নিউজিল্যান্ড দল ইংল্যান্ড সফরে যায়। লর্ডস টেস্টে ১২০ রানের ইনিংস উপহার দেন। ২৩০ রানে নিউজিল্যান্ড দল পিছিয়ে ছিল। তৃতীয় উইকেটে [[কার্লি পেজ|কার্লি পেজের]] সাথে ১১৮ রান তুলেন।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/13/13925.html England v New Zealand, Lord's, 1931]</ref>
 
১৯৩২-৩৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। খেলায় তিনি অপরাজিত ৮৩ রান তুলেছিলেন।
৮৫ নং লাইন:
১৯৩২ সালে উইজডেন কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] সম্মাননায় অভিষিক্ত হন তিনি।
 
খেলার জগৎ থেকে অবসর নেয়ার পর ওয়েলিংটনে অনেকগুলো বছর প্রথিতযশা কোচের মর্যাদা লাভ করেন। তন্মধ্যে, [[ব্রুস এডগার]] ও [[Ianইয়ান Smithস্মিথ (Newক্রিকেটার, Zealandজন্ম cricketer১৯২৫)|ইয়ান স্মিথের]] ন্যায় খেলোয়াড়েরা তাঁর ছাত্র হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে জনপ্রিয়তা লাভ করেছেন।
 
== পরিসংখ্যান ==