গ্র্যান্ডস্ল্যাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
The Senior FM (আলোচনা | অবদান)
সম্প্রসারণ, বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ
১ নং লাইন:
গ্র্যান্ডস্ল্যাম হলো পেশাদার কুস্তি তথা রেসলিংয়ের একটি অর্জন। গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন তথা বিজয়ী বলা হয় ঐ রেসলার তথা কুস্তিগীরকে যে তার রেসলিং জীবনে কোনো জাতীয় পর্যায়ের রেসলিং প্রমোশন(যেমনঃডাব্লিউডাব্লিউই,টিএনে,রিং অব অনার,নিউ জাপান প্রো রেসলিং,অল জাপান প্রো রেসলিং) এর নির্দিষ্ট বা প্রধান চারটি টাইটেল অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে।মূলত এই চারটি টাইটেলের মধ্যে তিনটি হয় একক টাইটেল আর একটি হয় দ্বৈত টাইটেল।
গ্র্যান্ডস্ল্যাম হলো পেশাদার কুস্তির একটি অর্জন। যে কুস্তিগীর তার কুস্তি জীবনে চারটি চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে তাদের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন বলা হয়। জাতীয় পর্যায়ের কুস্তি প্রোমোশন যেমন - [[ডাব্লিউডাব্লিউই]], [[ইমপেক্ট রেসলিং]], [[রিং অব অনার]] এবং উল্লেখযোগ্য স্বাধীন প্রোমোশন যেমন [[ফ্লোরিডা চ্যাম্পিয়নশীপ রেসলিং]] এ চ্যাম্পিয়নশীপ জিতলে তাদের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন বলা যায়। গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন জিততে হলে তিনটি চ্যাম্পিয়নশীপ এবং সাথে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপও জিততে হয়।
 
গ্র‍্যান্ডস্ল্যাম এ একক টাইটেল হিসেবে প্রধানত তিন শ্রেণীর টাইটেলকে বিবেচনা করা হয়।যথা- কোনো প্রমোশনের প্রধান/মূখ্য টাইটেল, দ্বিতীয় পর্যায়ের টাইটেল ও তৃতীয় পর্যায়ের টাইটেল।
 
প্রমোশনগুলো আবার তাদের এই টাইটেলসমূহের প্রয়োজনীয়তা ও যোগ্যতা সময়ে সময়ে বদলাতে তথা একটা দিয়ে আরেকটাকে প্রতিস্থাপন কিংবা যুক্ত করতে থাকে।
 
যেমনঃ এক সময় ডাব্লিউডাব্লিউই তে "ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ"কে গ্র‍্যান্ডস্ল্যাম এর অন্তর্ভুক্ত টাইটেল হিসেবে বিবেচনা করা হতো, পরে "হার্ডকোর চ্যাম্পিয়নশীপ" কেও গ্র‍্যান্ডস্ল্যাম এর অন্তর্ভুক্ত করা হয়।অর্থাৎ এদের মধ্যে যেকোনো একটি অর্জন করলেই হয়ে যেতো।
 
২০১৫ সাল থেকে গ্র‍্যান্ডস্ল্যাম টাইটেল হিসেবে নতুন করে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশীপ টাইটেলকেও অন্তর্ভুক্ত করা হয় যেহেতু আগের হার্ডকোর এবং ইউরোপিয়ান টাইটেল সমূহকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আবার ২০১৬ সালে ব্র্যান্ড বর্ধিতের পর র (Raw) এর মুখ্য টাইটেল ইউনিভার্সেল টাইটেল এবং স্ম্যাকডাউন(Smackdown) এর ট্যাগ টাইটেলকেও গ্র‍্যান্ডস্ল্যাম এর জন্য গ্রহণীয় টাইটেল হিসেবে উল্লেখ করা হয়।
 
=== বর্তমানে ডাব্লিউডাব্লিউই তে গ্র‍্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন হয়ার জন্য যোগ্যতা হলো- ===
<nowiki>*</nowiki>স্ম্যাকডাউনের ডাব্লিউডাব্লিউই এবং র এর ইউনিভার্সাল টাইটেলের যেকোনো একটির চ্যাম্পিয়ন হয়া।
 
<nowiki>*</nowiki>র এবং স্ম্যাকডাউন এর ট্যাগ টাইটেলের যেকোনো একটির চ্যাম্পিয়ন হয়া।
 
<nowiki>*</nowiki>ইউনাইটেড স্টেটস টাইটেলের চ্যাম্পিয়ন হয়া।
 
<nowiki>*</nowiki>ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের চ্যাম্পিয়ন হয়া।
 
.
 
ডাব্লিউডাব্লিউই র প্রথম গ্র‍্যান্ডস্ল্যাম টাইটেলধারী হলেন- শন মাইকেলস আর নতুন গ্র‍্যান্ডস্ল্যাম বিজেতা হলেন-ডিন এম্ব্রোস।
 
অপরদিকে টিএনএ(TNA) র একমাত্র গ্র‍্যান্ডস্ল্যাম টাইটেলধারী যিনি গ্র‍্যান্ডস্ল্যাম টাইটেল হিসেবে যোগ্য,স্থলাভিষিক্ত হয়া তাদের সকল টাইটেল ই অর্জন করেছেন তিনি হলেন-এজে স্টাইলস।
 
==জাতীয় পর্যায়ের প্রোমোশন==