চার্লটন হেস্টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

মার্কিন অভিনেতা
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৯:২৬, ৪ অক্টোবর ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

চার্লটন হেস্টন (ইংরেজি: Charlton Heston; জন্ম: জন চার্লস কার্টার, ৪ অক্টোবর ১৯২৩ - ৫ এপ্রিল ২০০৮)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।[২] হলিউডের তারকা অভিনেতা হেস্টন তার ৬০ বছরের অভিনয় জীবনে এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মহাকাব্যিক দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬) চলচ্চিত্রে মোজেস চরিত্রে অভিনয় করে তার প্রথম সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৫৯ সালে তিনি বেন-হার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। পরবর্তীকালে তিনি টাচ অব ইভল (১৯৫৮), এল সিড (১৯৬১), প্ল্যানেট অব দ্য এপস (১৯৬৮), দ্য গ্রেটেস্ট শো অন আর্থ (১৯৫২), সিক্রেট অব দি ইনকাস (১৯৫৪), দ্য বিগ কান্ট্রি (১৯৫৮) এবং দ্য গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড (১৯৬৫) চলচ্চিত্রে অভিনয় করেন।[৩]

তথ্যসূত্র

  1. এলিয়ট, মার্ক (২০১৭)। Hollywood's Last Icon: Charlton Heston। হারপার কলিন্স। পৃষ্ঠা ১১–১২। আইএসবিএন 978-0-06-242043-5 
  2. রেমন্ড, এমিলি (২০০৬)। From My Cold, Dead Hands: Charlton Heston and American Politics। পৃষ্ঠা ৪–৫, ৩৩। 
  3. বার্কবিস্ট, রবার্ট (৬ এপ্রিল ২০০৮)। "Charlton Heston, Epic Film Star and Voice of N.R.A., Dies at 84"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ