রিচার্ড স্টলম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎প্রাথমিক জীবন: কিছু বিষয় আরও বিস্তৃতভাবে বর্ণনা করা হলো
৩০ নং লাইন:
 
== প্রাথমিক জীবন ==
রিচার্ড স্টলম্যান [[১৯৫৩]] সালের ১৬ [[মার্চ]] [[নিউ ইয়র্ক সিটি|নিউ ইয়র্ক সিটিতে]] একটি ইহুদি পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা ড্যানিয়েল স্টলম্যান একজন প্রিন্টিং প্রেস ব্রোকার এবং মা এলিস লিপম্যান একজন স্কুল শিক্ষিকা। স্টলম্যানের সাথে তার মা-বাবার সম্পর্ক খুব একটা ভাল ছিলো না, কারণ তার বাবা একজন নেশাগ্রস্থ লোক ছিলেন, যিনি প্রায়ই ছোটখাটো কারণে তার মায়ের গায়ে হাত তুলতেন। খুব অল্প বয়স থেকে তিনি কম্পিউটারের প্রতি আগ্রহী ছিলেন। সত্যিকারের কম্পিউটারের সাথে তার প্রথম অভিজ্ঞতা [[আইবিএম]] নিউ ইয়র্ক সায়েন্টিফিক কেন্দ্রে, তখন তিনি একজন হাই-স্কুলের ছাত্র। তাকে ১৯৭০ সালে একটি কম্পিউটার প্রোগ্রাম লিখার জন্যে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, যা তিনি কয়েক সপ্তাহের মধ্যেই সমাপ্ত করেন। তিনি তার বাকী সময়, আইবিএম সিস্টেম/৩৬০-তে এপিএল প্রোগ্রামিং ভাষায় পিএল/আই প্রোগ্রামিং ভাষার জন্যে একটি টেক্সট এডিটর লিখে কাটান। তিনি প্রথম [[কম্পিউটার প্রোগ্রাম|প্রোগ্রামটি]] লিখেন হাই স্কুল উত্তীর্ণ হবার কিছুদিন পরে। তখন তিনি রকফেলার ইউনিভার্সিটিরবিশ্ববিদ্যালয়ের [[জীববিজ্ঞান]] বিভাগের গবেষণাগারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। তবে ইতিমধ্যে তার কর্মজীবন [[গণিত]] এবং [[পদার্থবিজ্ঞান|পদার্থবিজ্ঞানের]] পথেই এগিয়ে গেছে, যদিও তার তত্ত্বাবধায়ক শিক্ষকরা মনে করতেন তিনি হয়তো জীববিজ্ঞানেই উচ্চশিক্ষা গ্রহণ করবেন।
 
সত্যিকারের কম্পিউটারের সাথে তার প্রথম অভিজ্ঞতা [[আইবিএম]] নিউ ইয়র্ক সায়েন্টিফিক কেন্দ্রে, তখন তিনি একজন হাই-স্কুলের ছাত্র। তাকে ১৯৭০ সালে একটি কম্পিউটার প্রোগ্রাম লিখার জন্যে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, যা তিনি কয়েক সপ্তাহের মধ্যেই সমাপ্ত করেন। তিনি তার বাকী সময়, আইবিএম সিস্টেম/৩৬০-তে এপিএল প্রোগ্রামিং ভাষায় পিএল/আই প্রোগ্রামিং ভাষার জন্যে একটি টেক্সট এডিটর লিখে কাটান।
১৯৭১ সালের জুন মাসে [[Harvard University|হাভার্ড বিশ্ববিদ্যালয়ের]] প্রথম বর্ষের ছাত্র হিসেবে তিনি [[এমআইটি|ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির]] [[কৃত্রিম বুদ্ধিমত্তা]] গবেষণাগারে একজন [[কম্পিউটার প্রোগ্রামার|প্রোগ্রামার]] হিসেবে কাজ করার সুযোগ লাভ করেন। একজন [[হ্যাকার]] হিসেবেও তার হাতেখড়ি হয় সেখানেই। তখন কম্পিউটার এবং এর নিরাপত্তা সম্পর্কে যারা খুব দক্ষ ছিলেন তাদেরকে [[হ্যাকার]] বলা হতো। হ্যাকিংয়ের যাত্রা শুরু [[এমআইটি|এমএইটির]] [[কৃত্রিম বুদ্ধিমত্তা]] গবেষণাগারেই। স্টলম্যান "RMS" নামে খুব অল্প দিনের মাঝে এমআইটি-র হ্যাকার সমাজে জনপ্রিয় হয়ে ওঠেন। উল্লেখ্য, "RMS" তার পুরো নাম রিচার্ড ম্যাথু স্টলম্যান-এর আদ্যক্ষর নিয়ে তৈরি করা সংক্ষিপ্ত রূপ। হ্যাকার হিসেবে তার বেশ কিছু আলোচিত ঘটনাও আছে। ১৯৭৭ সালে এমএইটির [[কম্পিউটার বিজ্ঞান]] বিভাগের গবেষণাগারে প্রত্যেক ছাত্রকে কম্পিউটারে লগইন করার জন্য আলাদা আলাদা [[পাসওয়ার্ড]] দেয়া হয়। স্টলম্যানের এই পাসওয়ার্ডের শৃঙ্খল মোটেও পছন্দ হয় নি। তিনি পাসওয়ার্ড ভেঙ্গে সবার পাসওয়ার্ড তুলে দিয়ে সবাইকে ই-মেইলে জানিয়ে দিলেন।