বব টেলর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কাউন্টি ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
→‎কাউন্টি ক্রিকেট: + সম্প্রসারণ
১০২ নং লাইন:
 
== কাউন্টি ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৬৩৯টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন বব টেলর। ১,৪৭৩টি [[Caught (cricket)|কট]] ও ১৭৬টি [[স্ট্যাম্প (ক্রিকেট)|স্ট্যাম্পড]] নিয়ে সর্বমোট ১,৬৪৯টি ডিসমিসাল ঘটিয়ে অদ্যাবধি প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর এ অর্জন অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে।<ref name="Perfection in gauntlets" /> ব্যাট হাতে তিনি মাত্র ১৬.৯২ গড়ে রান তুলেছিলেন। দুইজন খেলোয়াড়ের একজন হিসেবে ১০,০০০ [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রহ করলেও প্রথম-শ্রেণীর ক্রিকেটে কোন [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরির]] সন্ধান পাননি তিনি। অবশ্য এরপর ১৯৮১ সালে শেফিল্ডে [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ারের]] বিপক্ষে ঠিক ১০০ রান করেছিলেন যা তাঁর একমাত্র প্রথম-শ্রেণীর সেঞ্চুরি ছিল।<ref name="cricpro">{{cite web|url=http://www.cricinfo.com/ci/content/player/21494.html|title=Player Profile: Bob Taylor|last=Thicknesse|first=John|date=October 2004|publisher=CricInfo|accessdate=7 May 2010}}</ref> এছাড়াও, বোলার হিসেবে একটি প্রথম-শ্রেণীর [[উইকেট]] লাভ করেছিলেন।
 
১ জুন, ১৯৬০ তারিখে সফরকারী দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অভিষেক ঘটে বব টেলরের। মাইনর কাউন্টিজ একাদশের সদস্যরূপে তিনি উইকেট-রক্ষক হিসেবে অংশ নেন। খেলায় তিনি ১১ ও [[শূন্য রান]] করেন। তবে, স্ট্যাম্পের পিছনে অবস্থান করে কোন ক্যাচ গ্লাভস বন্দী করতে পারেননি।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/24/24120.html|title=Scorecard: Minor Counties v South Africans – South Africa in England 1960|publisher=Cricket Archive|accessdate=7 May 2010}}</ref> [[Cliff Gladwin|ক্লিফ গ্ল্যাডউইনের]] বদান্যতায় [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপে]] খেলার সুযোগ পান। পরের বছর ৭ জুন তারিখে ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ডার্বিশায়ারের পক্ষে অভিষেক ঘটে তাঁর। আবারও তিনি শূন্য রান ও আট রান তুলেন। পাশাপাশি [[ফলাফল (ক্রিকেট)|ড্র]] হওয়া খেলায় [[Sussex County Cricket Club|সাসেক্সের]] বিপক্ষে দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সাসেক্সের [[Ken Suttle|কেন সাটল]] তাঁর প্রথম শিকারে পরিণত হয়েছিলেন।<ref name="Perfection in gauntlets" /> তবে, বেশ কয়েকজন খেলোয়াড় লক্ষ্য করেছিলেন যে তাঁকে আরও শিখতে হবে; বেশ কয়েকজন [[বোলিং (ক্রিকেট)|বোলার]] স্ট্যাম্পের পিছনে দণ্ডায়মান থাকা ও [[ক্রিকেট ব্যাট|ব্যাটের]] প্রান্ত স্পর্শ করে বল তালুবন্দী না করতে পারার বিষয়টি তুলে ধরেন।<ref name="Wisden Cricketers of the Year" /> তাস্বত্ত্বেও, ১৯৬১ সালের অভিষেক [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] ১৭ খেলায় অংশ নিয়ে ১১.৩৮ গড়ে রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেন ৪৮; ৪৭ ক্যাচ ও ৬ স্ট্যাম্পড করেন।<ref name="First-class Batting and Fielding in Each Season by Bob Taylor">{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Players/1/1376/f_Batting_by_Season.html|title=First-class Batting and Fielding in Each Season by Bob Taylor|publisher=Cricket Archive|accessdate=7 May 2010}}</ref>
 
পরের বছর ১৯৬০ সালে ২৯ খেলায় অংশ নেন। তাঁর ব্যাটিং তেমন আকর্ষণীয় ছিল না। ১০.৭১ গড়ে ৩০০ রান করেন। সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন। তবে, স্ট্যাম্পের পিছনে বেশ নির্ভরযোগ্যতার পরিচয় দেন ও সকলের নজর কাড়েন। ৭৭ ক্যাচ ও তিনটি স্ট্যাম্পিং করেছিলেন তিনি।<ref name="First-class Batting and Fielding in Each Season by Bob Taylor" />
 
== তথ্যসূত্র ==