নেদারল্যান্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
ভূমিকা সংশোধন ও সম্প্রসারণ
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন, উইকিসংযোগ
৫৮ নং লাইন:
}}
 
'''নেদারল্যান্ডস''' ({{lang-nl|Nederland}} {{IPA-nl|ˈneːdərlɑnt||Nl-Nederland.ogg}}) উত্তর-পশ্চিম [[ইউরোপ|ইউরোপের]] একটি রাষ্ট্র। দেশটিকে অনেক সময় হল্যান্ড (Holland ''হলান্ট্‌'') নামেও ডাকা হয়, যদিও [[হল্যান্ড]] মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম। [[ক্যারিবীয় নেদারল্যান্ডস|ক্যারিবীয় নেদারল্যান্ডসের]] তিনটি দ্বীপকে নিয়ে এটি নেদারল্যান্ডস রাজ্য (Koninkrijk der Nederlanden ''কোনিংক্রেইক্‌ ডের্‌ নেড্যর্লান্ডেন্‌'') গঠন করেছে।
 
নেদারল্যান্ডস [[নেদারল্যান্ডসের প্রদেশসমূহ|১২টি প্রদেশ]] নিয়ে গঠিত। দেশটির সাথে পূর্বে [[জার্মানি]] ও দক্ষিণে [[বেলজিয়াম|বেলজিয়ামের সাথে]] স্থলসীমান্ত আছে। দেশটি [[উত্তর সাগর|উত্তর সাগরের]] উপকূলে অবস্থিত; পশ্চিমে বেলজিয়াম ও [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] সাথে ও পূর্বে জার্মানির সাথে দেশটির সামুদ্রিক সীমান্ত আছে।<ref>{{cite web |url=http://www.defensie.nl/english/topics/hydrography/contents/maritime-zones-and-boundaries/netherlands-boundaries-in-the-north-sea |title=Netherlands boundaries in the North Sea |publisher=Ministry of Defence |accessdate=15 August 2014 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20140819083824/http://www.defensie.nl/english/topics/hydrography/contents/maritime-zones-and-boundaries/netherlands-boundaries-in-the-north-sea |archivedate=19 August 2014 |df=dmy-all }}</ref> নেদারল্যান্ডসের রাজধানী শহরের নাম [[আমস্টারডাম]]। এছাড়া [[রটারডাম]], [[হেগ]], [[উট্রেখট]] ও [[আইন্ডহোফেন]] চারটি বৃহৎ শহর।<ref>{{cite web |last=Dutch Wikisource |title=Grondwet voor het Koninkrijk der Nederlanden |trans-title=Constitution for the Kingdom of the Netherlands |language=Dutch |url=http://nl.wikisource.org/wiki/Grondwet_voor_het_Koninkrijk_der_Nederlanden |at=[http://nl.wikisource.org/wiki/Nederlandse_grondwet/Hoofdstuk_2#Artikel_32 Chapter 2, Article 32] |quote=''... de hoofdstad Amsterdam ...'' |accessdate=3 July 2013}}</ref>
 
"নেদারল্যান্ডস" কথাটির আক্ষরিক অর্থ হল "নিম্নভূমি"। এ নামকরণটি যথার্থ, কারণ দেশটির মাত্র ৫০% ভূখণ্ড সমুদ্র সমতলের[[সমুদ্রসমতল|সমুদ্রসমতলের]] ১ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত।<ref name="Eupedia">{{cite web|url=http://www.eupedia.com/netherlands/trivia.shtml |title=Netherlands Guide – Interesting facts about the Netherlands |publisher=Eupedia |date=19 April 1994 |accessdate=29 April 2010}}</ref> সমুদ্রসমতলের নিচে অবস্থিতদেশটির বেশির ভাগ ভূখণ্ডই দেশটিসমুদ্রসমতলের নিচে অবস্থিত, যা [[ভূমি পুনর্দখল]] প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করেছে।করা হয়েছে। দেশটির বর্তমান আয়তনের প্রায় ১৭% [[সাগর]][[হ্রদ]] থেকে পুনর্দখল করা হয়েছে, এই অঞ্চলগুলিকে স্থানীয় [[ওলন্দাজ ভাষায়ভাষা]]য় পোল্ডার বলা হয়। নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্ব অঞ্চলগুলির বেশিরভাগই সমতল ভূমি নিয়ে গঠিত যেগুলিতে খুব স্বল্পসংখ্যক উঁচু পাহাড় পাওয়া যায়। দেশের উত্তর ও পশ্চিমভাগ নিম্নভূমি, যা মূলত [[রাইন নদী|রাইন]], [[মোজ নদী|মোজ]][[শেল্ডে নদী]] তিনটির সম্মিলিত ব-দ্বীপ। যুইডারজেতে[[জুইডারজে]]-তে পোল্ডার আছে। উপকূলীয় এলাকাগুলি সম্পূর্ণ সাগরের নিচে এবং এগুলিকে চর ও কৃত্রিম সমুদ্রবাঁধের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে।
 
দেশটির জনসংখ্যা ১ কোটি ৭২.৫ লক্ষ। নেদারল্যান্ডস একটি অত্যন্ত উচ্চ জনঘনত্ববিশিষ্ট[[জনঘনত্ব]]বিশিষ্ট দেশ। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৪১৫ জনের বাস। বৃহৎ জনসংখ্যাবিশিষ্ট দেশগুলির মধ্যে কেবল [[বাংলাদেশ]], [[দক্ষিণ কোরিয়া]][[তাইওয়ান|তাইওয়ানের]] জনঘনত্ব এর চেয়ে বেশি। উচ্চ জনঘনত্বের দেশ হলেও এটির [[জন্মহার]] নিম্ন। নেদারল্যান্ডসের সিংহভাগ জনগণ [[ওলন্দাজ জাতিভুক্ত।জাতি]]ভুক্ত। [[ওলন্দাজ]] একমাত্র সরকারী ভাষা কিন্তু [[ইংরেজি]] ব্যাপকভাবে প্রচলিত। [[খ্রিস্টধর্ম]] ([[রোমান ক্যাথলিক]][[প্রতিবাদী ঘরানা]]) মূল ধর্ম, তবে [[ইসলাম]] বৃহত্তম সংখ্যালঘু ধর্ম।
 
নেদারল্যান্ডস একটি [[সাংবিধানিক রাজতন্ত্র।রাজতন্ত্র]]। এর আইনসভাটি[[আইনসভা]]টি একটি দুই কক্ষবিশিষ্ট [[সংসদীয় ব্যবস্থা।ব্যবস্থা]]। ১৮৪৮ সাল থেকে নেদারল্যান্ডসে সংসদীয় গণতন্ত্র বিদ্যমান; এটি বিশ্বের ৩য় প্রাচীনতম সংসদীয় সরকারব্যবস্থা। [[নেদারল্যান্ডসের রাজা]] রাষ্ট্রপ্রধান এবং [[নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী|প্রধানমন্ত্রী]] সরকার প্রধান। হেগ শহরে নেদারল্যান্ডসের দ্বিকাক্ষিক আইনসভা, মন্ত্রীসভা ও সর্বোচ্চ আদালত অবস্থিত।<ref>{{cite web|url=http://netherlandsmission.org/article.asp?articleref=AR00000154EN&categoryvalue=netherlands&subcategoryvalue=nlgeneralinfo |author=Permanent Mission of the Netherlands to the UN |title=General Information |accessdate=26 June 2013 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131005025411/http://netherlandsmission.org/article.asp?articleref=AR00000154EN&categoryvalue=netherlands&subcategoryvalue=nlgeneralinfo |archivedate=5 October 2013 }}</ref>
 
নেদারল্যান্ডসে একটি [[মিশ্র|মিশ্র অর্থনীতি]], নিয়ন্ত্রিত [[বাজার ব্যবস্থারব্যবস্থা]]র অর্থনীতি বিদ্যমান, যার সিংহভাগ [[আর্থিক সেবা]], হালকা ও ভারী শিল্প এবং বাণিজ্যের উপর ভিত্তি করে গঠিত। দেশটির মুদ্রা ইউরো।[[ইউরো]]। [[অর্থনৈতিক স্বাধীনতার সূচক]] অনুসারে দেশটি ১৭৭টি দেশের মধ্যে ১৭তম স্থান অধিকার করেছে।<ref>{{cite web |url=http://www.heritage.org/index/country/netherlands |title=Netherlands |accessdate=10 May 2013 |deadurl=bot: unknown |archiveurl=https://web.archive.org/web/20130510115657/http://www.heritage.org/index/country/netherlands |archivedate=10 May 2013 |df=dmy }}, [[Index of Economic Freedom]]. heritage.org.</ref> [[আন্তর্জাতিক মুদ্রা তহবিল|আন্তর্জাতিক মুদ্রা তহবিলের]] হিসাব অনুযায়ী এটি বিশ্বের ১৩তম সর্বোচ্চ মাথাপিছু [[স্থুল আভ্যন্তরীণ উৎপাদনধারীউৎপাদন]]ধারী ([[ক্রয়ক্ষমতা সাম্য|ক্রয়ক্ষমতা সাম্যের]] বিচারে) দেশ। ২০১৭ সালে জাতিসংঘের [[বিশ্ব সুখ প্রতিবেদন|বিশ্ব সুখ প্রতিবেদনে]] দেশটির বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ সুখী দেশের মর্যাদা দেওয়া হয়, যা দেশটির জীবনযাত্রার উচ্চমানের প্রতিফলন। <ref>{{cite book |author=Helliwell |first=John |author2=Layard |first2=Richard |author3=Sachs |first3=Jeffrey |url=http://worldhappiness.report/wp-content/uploads/sites/2/2017/03/HR17.pdf |title=World Happiness Report 2017 |publisher=[[United Nations]] [[SDSN-SEA|Sustainable Development Solutions Network]] |date=20 March 2017 |isbn=978-0-9968513-5-0 |accessdate=18 June 2017}}</ref>২০১৮ সালের [[ওইসিডি]] প্রকাশিত [[উন্নততর জীবন সূচক]] অনুযায়ী নেদারল্যান্ডস কাজ-জীবন ভারসাম্যের বিচারে বিশ্বের ১ম স্থান অধিকারী রাষ্ট্র।<ref>[https://www.iamsterdam.com/en/business/news-and-insights/news/2018/the-netherlands-ranks-first-in-the-world-for-work-life-balance The Netherlands ranks first in the world for work-life balance], iamsterdam.com, 8 March 2018.</ref> মার্কিন যুক্তরাষ্ট্রের পরে নেদারল্যান্ডস বিশ্বের ২য় বৃহত্তম কৃষি ও খাদ্যপণ্য রপ্তানিকারক রাষ্ট্র।<ref>{{cite web|url=http://www.freshplaza.com/article/133941/Netherlands-Agricultural-exports-top-80-billion-Euros|title=Netherlands: Agricultural exports top 80 billion Euros|publisher=}}</ref><ref name="hollandtrade.com">{{cite web|url=http://www.hollandtrade.com/sector-information/agriculture-and-food/?bstnum=4909|title=Agriculture and food|first=Netherlands Enterprise Agency|last=(RVO)|work=hollandtrade.com|accessdate=26 August 2016}}</ref> মাটির উর্বরতা, মৃদ্য জলবায়ু এবং অত্যন্ত উন্নত নিবিড় কৃষিপদ্ধতির কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। [[রটারডাম বন্দর]]টি ইউরোপের বৃহত্তম এবং এশিয়ার বাইরে বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দর<ref>{{cite press release |date=1 June 2014 |title=Port Statistics 2013 |url=https://www.portofrotterdam.com/sites/default/files/Port-statistics-2013.pdf |page=8 |publisher=Rotterdam Port Authority |accessdate=28 June 2014}}</ref>
 
নেদারল্যান্ডস একটি উদার জনকল্যাণরাষ্ট্র[[জনকল্যাণমূলক রাষ্ট্র]] যেখানে সমস্ত নাগরিককে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, সরকারী প্রতিষ্ঠানে শিক্ষা এবং পরিবহন অবকাঠামো ব্যবহারের সুবিধাসহ আরও বহু ধরনের সামাজিক সুবিধা দেওয়া হয়েছে। অর্থনৈতিক বৈষম্যের সাথে সামঞ্জস্য বিধান করে গণনা করা [[মানব উন্নয়ন সূচক|মানব উন্নয়ন সূচকের]] তালিকায় এটি অস্ট্রেলিয়া সাথে যৌথভাবে ৩য় সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। উদারপন্থী দেশটিতে [[পতিতাবৃত্তি]], [[গর্ভপাত]][[যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যু]] আইনসম্মত কর্মকাণ্ড। একই সাথে দেশটির ওষুধ ও মাদক নীতিও অনেক উদার। ১৮৭০ সালে দেশটি মৃত্যুদণ্ড বেআইনি ঘোষণা করে এবং ১৯১৭ সালে [[নারীর ভোটাধিকার|নারীদের ভোটদানের ক্ষমতা]] প্রদান করে। ২০০১ সালে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে এটি সমকামীদের বিবাহ আইনসিদ্ধ করে।
 
নেদারল্যান্ডস [[ইউরোপীয় ইউনিয়ন]], [[ইউরোজোন]], [[জি১০]], [[নেটো]], [[ওইসিডি]] এবং [[বিশ্ব বাণিজ্য সংস্থারসংস্থা]]র প্রতিষ্ঠাতা সদস্যরাষ্ট্রগুলির একটি। এছাড়া এটি [[শেঙেন এলাকা]] ও ত্রিপাক্ষিক [[বেনেলাক্স ইউনিয়নের]] অংশ। দেশটিতে [[রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা]], [[আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত]], [[ইউরোপীয় ইউনিয়নের অপরাধ অনুসরণ সংস্থা]], [[জাতিসংঘ আটক ইউনিট]] অবস্থিত। "[[সীমান্তহীন সংবাদ প্রতিবেদক]]" সংস্থার প্রকাশিত [[সংবাদপত্র স্বাধীনতা সূচকে]] দেশটি বিশ্বে ২য় স্থান অধিকার করেছে। <ref>{{cite web|url=https://rsf.org/en/ranking|title=2016 World Press Freedom Index - RSF|date=1 February 2017|website=Rsf.org|deadurl=bot: unknown|archiveurl=https://web.archive.org/web/20170201195036/https://rsf.org/en/ranking|archivedate=1 February 2017|df=dmy-all}}</ref>
 
প্রাচীনকালে নেদারল্যান্ডসে [[কেল্টীয় জাতি|কেল্টীয়]][[জার্মানীয় জাতি|জার্মানীয়]] গোত্রের লোকেরা বাস করত। রোমানরা[[রোমান]]রা অঞ্চলটি বিজয় করার পর এখানে শিল্প-বাণিজ্যের বিকাশ ঘটে। খ্রিস্টীয় ৩য় শতকে পুনর্জাগরিত জার্মান গোত্রদের আক্রমণে ও সমুদ্রের করালগ্রাসে রোমানদের শক্তি হ্রাস পায়। শেষ পর্যন্ত ৫ম শতকে এক জার্মানীয় আক্রমণ রোমান শক্তির অবসান ঘটায়। প্রথমে মেরোভিঞ্জীয়[[মেরোভিঙ্গীয় রাজবংশ|মেরোভিঙ্গীয়]] ও পরে ৭ম শতকে কারোলিঞ্জীয়[[কারোলিঙ্গীয় রাজবংশ]] এখানে শাসন করে এবং শেষোক্ত রাজারা দেশটির জনগণকে [[খ্রিস্টধর্ম।|খ্রিস্টধর্মে]] ধর্মান্তরিত করেন। ৮১৪ সালে রাজা [[শার্লমাইন]] বা মহান চার্লসের মৃত্যুর পরে এটি মধ্যযুগীয় [[লোথারিঙিয়া]] রাজ্যের অন্তর্গত হয়। এখানে [[রাজকীয় গির্জা]] নামের একটি ধর্মনিরপেক্ষ গির্জার অনুসারী সম্প্রদায় গড়ে ওঠে, যারা [[পবিত্র রোমান সাম্রাজ্যের]] অধীনস্থ ছিল না। ১২শ শতকের শুরু থকে সমুদ্রবাঁধ বা [[ডাইক]] নির্মাণ শুরু হয়ে এবং বড় আকারে সমুদ্র থেকে [[ভূমি পুনরুদ্ধারকরণ]] প্রক্রিয়া শুরু হয়। এসময় [[ফ্লান্ডার্স]] অঞ্চলটি বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে। ১৪শ শতকের শেষভাবে [[বুর্গোইনের ডিউকেরা]] এবং তার পরে ১৬শ শতকের শুরুতে স্পেনের [[হাবসবুর্গ রাজবংশ]] দেশটি শাসন করেন। মৎস্যশিকার ও জাহাজনির্মাণে ওলন্দাজদের জুড়ি ছিল না। ১৭শ শতকে ওলন্দাজ জাতি অসাধারণ সমৃদ্ধি অর্জন করে। [[ইয়ান ফান আইক]], [[কেম্পিসের টমাস]] এবং [[দেসিদেরিউস এরাসমুস|দেসিদেরিউস এরাসমুসের]] মত বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম হয় এবং কালভিনবাদ[[ক্যালভিনবাদ]][[অ্যানাবাপ্টিস্টবাদের]] মত মতবাদগুলি জনপ্রিয়তা লাভ করে। ১৫৮১ সালে ক্যালভিনবাদীদের নেতৃত্বে উত্তরের ৭টি প্রদেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৬৪৮ সালে ত্রিশ বছরের যুদ্ধ শেষে স্পেন [[নেদারল্যান্ডসের স্বাধীনতা|ওলন্দাজদের স্বাধীনতাকেস্বাধীনতা]]কে স্বীকৃতি দেয়। ১৭শ শতকে [[ওলন্দাজ সভ্যতারসভ্যতা]]র স্বর্ণযুগে [[স্পিনোজার বেনেডিক্ট]] এবং [[রনে দেকার্ত]] বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা উপভোগ করেনে এবং চিত্রশিল্পী [[রেমব্রান্ট]][[ইয়োহানেস ফারমিয়ার]] তাদের সর্বোৎকৃষ্ট চিত্রকর্মগুলি এসময় সৃষ্টি করেন। [[ওলন্দাজ পূর্ব ভারত কোম্পানি]] এশিয়াতে[[এশিয়া]]তে উপনিবেশ স্থাপন করে এবং দেশের জীবনযাত্রার মান উঁচু হতে থাকে। ১৮শ শতকে ওলন্দাজদের সামুদ্রিক শক্তি হ্রাস পায়। [[ফরাসি বৈপ্লবিক যুদ্ধগুলিরযুদ্ধ]]গুলির সময় ফরাসিরা[[ফরাসি]]রা অঞ্চলটি বিজয় করে। ১৮০৬ সালে [[নেপোলিয়ন|নেপোলিয়নের]] অধীনে এটি [[হল্যান্ড রাজ্য]] নামে পরিচিত হয়। ১ম বিশ্বযুদ্ধে এটি নিরপেক্ষ ভূমিকা পালন করে। ২য় বিশ্বযুদ্ধে নিরপেক্ষতা ঘোষণা করলেও জার্মানি অঞ্চলটি দখল করে। যুদ্ধের পরে ১৯৪৯ সালে এটিদেশটি [[নেদারল্যান্ডস ভারতীয় দ্বীপপুঞ্জ]] (বর্তমান [[ইন্দোনেশিয়া]]) এবং ১৯৬২ সালে নেদারল্যান্ড[[নেদারল্যান্ডস নতুন গিনি]]র (বর্তমান [[ইরিয়ান জায়া]]) উপর কর্তৃত্ব হারায়। ১৯৪৯ সালে দেশটি নেটোতে যোগদান করে। ২১শ শতকের শুরুতে এসে দেশটি অভিবাসনজনিত সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করছে।
 
== রাজনীতি ==
৯১ নং লাইন:
 
<!--নেদারল্যান্ডসের প্রধান ধর্মগুলি হল [[খ্রিস্টধর্ম]] ও [[ইসলাম]]। খ্রিস্টানদের বেশির ভাগই [[প্রোটেস্ট্যান্ট মতবাদ|প্রোটেস্ট্যান্ট]] ১০,০০০০ [[রোমান ক্যাথলিক]]দের মধ্যে গির্জা অনুযারীদের বেশি মুসলমানদের সবচেয়ে বেশির ভাগ মানুষ তুর্কী, বসনীয়, মরক্কোন, সোমালি ও ইরাকী বংশোদ্ভূত ১০০, ০০ %।-->
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
 
== আরও দেখুন ==