স্বরূপনগর বিধানসভা কেন্দ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎১৯৭৭-২০০৬: সম্প্রসারণ
১২৭ নং লাইন:
===১৯৭৭-২০০৬===
২০০৬, ২০০১, ১৯৯৬ এবং ১৯৯১ সালে নির্বাচনে, সিপিআই (এম) -এর মুস্তফা বিন কাসেম স্বরূপনগর কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের নারায়ণ গোস্বামী, ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের স্বরাজ মিশ্র, ১৯৯৬ সালে কংগ্রেসের দীপ্তি জানা এবং ১৯৯১ সালে কংগ্রেসের আব্দুল হাই সিদ্দিকি। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) -এর আনিসুর রহমান বিশ্বাস ১৯৮৭ সালে কংগ্রেসের আব্দুল হাই সিদ্দিকিকে পরাজিত করেন, ১৯৮২ সালে কংগ্রেসের হারসিত ঘোষকে এবং ১৯৭৭ সালে কংগ্রেসের চন্দ্রনাথ মিশ্রাকে পরাজিত করেন।
===১৯৫১-১৯৭২===
কংগ্রেসের চন্দ্রনাথ মিশ্রা ১৯৭২ এবং ১৯৭১ সালে জয়ী হন। সিপিআই এর যামিনি রঞ্জন সেন ১৯৬৯ এবং ১৯৬৭ সালে জয়ী হন। কংগ্রেসের আবদুল গফুর ১৯৬২ সালে জয়ী হন। কংগ্রেসের মহম্মদ ইশাক ১৯৫৭ এবং ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে জয়ী হন।
 
==তথ্যসূত্র==