ব্রায়ান রোজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক প্রদান
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
৮৮ নং লাইন:
'''ব্রায়ান চার্লস রোজ''' ({{lang-en|Brian Rose}}; [[জন্ম]]: [[৪ জুন]], [[১৯৫০]]) কেন্টের ডার্টফোর্ডে জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।<ref name="Cap">{{cite book |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page= 142 }}</ref> ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮১ সময়কালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে [[সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব|সমারসেটের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন ‘রোজি’ ডাকনামে পরিচিত '''ব্রায়ান রোজ'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৪ ডিসেম্বর, ১৯৭৭ তারিখে [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] অভিষেক ঘটে ব্রায়ান রোজের।
বালকদের উপযোগী ওয়েস্টন-সুপার-মেয়ার গ্রামার স্কুলে ব্রায়ান রোজ অধ্যয়ন করেন।<ref>{{cite web | url= http://www.somersetcountycc.co.uk/player/brian-rose/ | publisher= Somerset County Cricket Club | title= Squad: Brian Rose | accessdate= 1 February 2011 | deadurl= yes | archiveurl= https://web.archive.org/web/20120616035703/http://www.somersetcountycc.co.uk/player/brian-rose/ | archivedate= 16 June 2012 | df= dmy-all }}</ref> শিক্ষাজীবন শেষে শিক্ষক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
 
এরপর সমারসেটের সদস্যরূপে সফলতার সাথে [[কাউন্টি ক্রিকেট]] জীবন সম্পন্ন করেন তিনি। বামহাতি [[ব্যাটিং অর্ডার|উদ্বোধনী ব্যাটসম্যান]] হিসেবে ১৯৭৮ সালে [[ব্রায়ান ক্লোজ|ব্রায়ান ক্লোজের]] পরিবর্তে দল পরিচালনা করার সুযোগ পান। ১৯৭৯ সালে দলের ইতিহাসে প্রথমবারের মতো [[Gillette Cup (England)|জিলেট কাপের]] শিরোপা জয়ে [[অধিনায়ক (ক্রিকেট)|নেতৃত্ব]] দেন। একই সালে [[John Player League|জন প্লেয়ার লীগের]] শিরোপা পায় তাঁর দল। ঐ দলটিতে তখন [[ইয়ান বোথাম]], [[ভিভ রিচার্ডস]] ও [[জোয়েল গার্নার|জোয়েল গার্নারের]] ন্যায় বিশ্বমানের খেলোয়াড়ের অন্তর্ভূক্তি ছিল। ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা লাভ করেন তিনি।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে ২৭০টি [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর খেলায়]] অংশ নিয়ে ৩৩.২৫ গড়ে ১৩,২৩৬ রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেন ২০৫ রান।
 
১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনে সরব উপস্থিতি ছিল ব্রায়ান রোজের। এ সময়ে তিনি নয়টি টেস্ট ও দুইটি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন। ১৪ ডিসেম্বর, ১৯৭৭ তারিখে [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] অভিষেক ঘটে ব্রায়ান রোজের।
 
== তথ্যসূত্র ==