অ্যাপল ইনকর্পোরেটেড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯৬ নং লাইন:
'''অ্যাপল ইনকর্পোরেটেড''' ({{lang-en|Apple Inc.}}) একটি বিখ্যাত [[আমেরিকান]] [[বহুজাতিক কোম্পানি|বহুজাতিক]] [[প্রযুক্তি কোম্পানি]], যেটি কনজুমার ইলেকট্রিক, [[কম্পিউটার সফটওয়্যার]], এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে। কোম্পানিটির [[কম্পিউটার হার্ডওয়্যার|হার্ডওয়্যার]] পণ্যের মধ্যে [[আইফোন]] স্মার্টফোন, [[আইপ্যাড]] ট্যাবলেট কম্পিউটার, [[ম্যাকিন্টশ|ম্যাক]] ব্যক্তিগত কম্পিউটার, [[আইপড]] বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, [[অ্যাপল ওয়াচ]] স্মার্টওয়াচ, ও [[অ্যাপল টিভি]] ডিজিটাল মিডিয়া প্লেয়ার। অ্যাপলের সফটওয়্যারের মধ্যে রয়েছে [[ম্যাক ওএস]] এবং [[আইওএস]] [[অপারেটিং সিস্টেম]], [[আইটিউন্স]] মিডিয়া প্লেয়ার, [[সাফারি (ওয়েব ব্রাউজার)|সাফারি]] ওয়েব ব্রাউজার, এবং আইলাইফ ও [[আইওয়ার্ক]] সৃজনশীল ও প্রোডাক্টিভিটি স্যুট, সাথে সাথে রয়েছে প্রফেশনাল এপ্লিকেশন— [[ফাইনাল কাট প্রো]], লজিক প্রো, এবং এক্সকোড। তাদের অনলাইন সেবার মধ্যে রয়েছে আইটিউন্স স্টোর, আইওএস অ্যাপ স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও [[আইক্লাউড]]।
 
এপ্রিল [[১৯৭৬]] সালে [[স্টিভ জবস]], [[স্টিভ ওজনিয়াক]] ও রোনাল্ড ওয়েন ওজনিয়াকের অ্যাপল ১ ব্যক্তিগত কম্পিউটার ডেভেলপ ও বিক্রির জন্যে অ্যাপল গঠন করেন। জানুয়ারি [[১৯৭৭]] সালে এটি "অ্যাপল কম্পিউটার, ইংক" হিসেবে ইনকর্পোরেটেড হয়। কিছু বছরের মধ্যেই, জব ও ওজনিয়াক কম্পিউটার ডিজাইনের একজন কর্মী নিয়োগ দেন। ১৯৮০ সালে অ্যাপলএপল আকস্মিক অর্থনৈতিক সফলতার জন্যে আইপিও-এর ঘোষণা দেয়। আর পরের কিছু বছর, অ্যাপলএপল ইনোভেটিভ [[গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস]]সহ নতুন কিছু কম্পিউটার বের করলো, যেমন— [[১৯৮৪]] সালের [[ম্যাকিন্টশ]] কম্পিউটার। অ্যাপলেরএপলের বিপণন বিজ্ঞাপনগুলোও বেশ প্রশংসা কুড়োয়। যাইহোক, পণ্যের উচ্চমূল্য, ও সীমাবদ্ধ সফটওয়্যার সমস্যার সৃষ্টি করে, সাথে সমস্যার সৃষ্টি করে নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার লড়াই। ১৯৮৫ সালে ওজনিয়াক অ্যাপলএপল থেকে সরে দাঁড়ায় ও জব অন্য কিছু কর্মচারীসহ চাকরি ছেড়ে দেয় ও নিজের কোম্পানি [[নেক্সট]] গঠন করে।
 
ব্যক্তিগত কম্পিউটারের বাজার বৃদ্ধির সাথে সাথে, অন্যান্য প্রতিযোগীদের কমদামী পণ্য, বিশেষত [[মাইক্রোসফট উইন্ডোজ]] চালিত পণ্যগুলোর কারণে এপল কম্পিউটারের বিক্রি হ্রাস ফেলো।
আরও কিছু নির্বাহী কর্মকর্তা তাদের চাকরি ছাড়তে লাগলেন। ১৯৯৭ সালে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা গিল এমেলিও নেক্সট ক্রয় করে [[স্টিভ জবস|স্টিভ জবসকে]] ফিরিয়ে আনা পর্যন্ত এটি চলতেই থাকলো। অই কোম্পানিতে জব তার নেতৃত্ব ফিরে পান ও কিছুদিন পরেই কোম্পানির নতুন সিইওতে পরিণত হন। এপলের পূর্বাবস্থা ফিরিয়ে আনার জন্যে তিনি একটি প্রক্রিয়ার শুরু করলেন, যার মধ্যে ছিলো ২০০১ সালের মধ্যে এপলের নিজস্ব রিটেল স্টোর খোলা, অনেকগুলো সফটওয়্যার কোম্পানি অধিগ্রহণ করে একটি পোর্টফলিও তৈরি করা, এবং তাদের কম্পিউটারের কিছু হার্ডওয়্যারে পরিবর্তন আনা। ফলে এপল আবার সফলতার দেখা ফেলো।
 
== ইতিহাস ==