মোর্ডেকাই শেরউইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ফুটবলে অংশগ্রহণ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৫১ নং লাইন:
}}
 
'''মোর্ডেকাই শেরউইন''' ({{lang-en|Mordecai Sherwin}}; [[জন্ম]]: [[২৬ ফেব্রুয়ারি]], [[১৮৫১]] - [[মৃত্যু]]: [[৩ জুলাই]], [[১৯১০]]) নটিংহ্যামশায়ারের গ্রিজলে এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও পেশাদার ফুটবলার ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[Nottinghamshire County Cricket Club|নটিংহ্যামশায়ারের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক|উইকেট-রক্ষকের]] দায়িত্ব পালন করতেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
৬৫ নং লাইন:
লীগের একটিমাত্র খেলায় অংশ নিয়েছেন মোর্ডেকাই শেরউইন। ১০ নভেম্বর, ১৮৮৮ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অ্যাক্রিংটনের বিপক্ষে খেলেন। ১৮৮৮-৮৯ মৌসুমের এফ.এ. কাপের তিনটি খেলায় অংশ নিয়েছিলেন। সবকটিতেই তাঁর দল জয় পেয়েছিল। ৮ ডিসেম্বর, ১৮৮৮ তারিখে স্টেভলির রিক্রিয়েশন গ্রাউন্ডে আয়োজক দল স্টেভলির বিপক্ষে সর্বশেষ খেলায় অংশ নেন। খেলায় তাঁর দল ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল।<ref>{{cite web | title= English National Football Archive| first=| last=| url=http://www.enfa.co.uk//| accessdate=2018-02-25}} (registration & fee required)</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
[[আর্থার কোনান ডয়েল|আর্থার কোনান ডয়েলের]] স্মরণীয় চরিত্র [[শার্লক হোমস|শার্লক হোমসকে]] আংশিকভাবে শেরউইন ও [[Frank Shacklock|ফ্রাঙ্ক শ্যাকলককে]] ঘিরে নামকরণ করা হয়েছে বলে জানা যায়।
 
ব্যক্তিগত জীবনে বিবাহিত মোর্ডেকাই শেরউইনের মেরি, উইলিয়াম, এমা, এলেন, মোর্ডেকাই ও ফ্রেডেরিক নামীয় কমপক্ষে ছয় সন্তানের জনক ছিলেন। ৩ জুলাই, ১৯১০ তারিখে নটিংহামে ৫৯ বছর বয়সে মোর্ডেকাই শেরউইনের জীবনাবসান ঘটে।
 
== তথ্যসূত্র ==