জিরাট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Jirat" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
 
"Jirat" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
১ নং লাইন:
জিরাট ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর। এটি হুগলি নদীর পশ্চিমে অবস্থিত। জিরাট থেকে কলকাতার দূরত্ব থেকে ৭১ কিলোমিটার (৪৪ মাইল)। এখান থেকে কলকাতায় যাওয়ার জন্য ১ ঘন্টা, ২৫ মিনিট সময় লাগে। জিরাট এবং কলকাতার ড্রাইভিং দূরত্ব প্রায় ২৭ কিমি বা ৪৪.১ মাইল অথবা ৩৮.৩ নটিক্যাল মাইল। জিরাট বলাগড় ব্লকের সদর দপ্তর, বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়, বলাগড় বিডিও অফিস এবং জিরাট হাসপাতাল জিরাটে অবস্থিত।
 
স্যার আশুতোষ মুখার্জী এবং শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি জিরাটে অবস্থিত ছিল। পঞ্চানন কর্মকার (মারা যান ১৮০৪ খ্রিস্টাব্দ) একজন ভারতীয় বাঙালি শিল্পী। তিনি বাংলা অক্ষরের আবির্ভাব করেন। 1780১৭৮০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি সরলীকৃত সংস্করণ চালু করার সময় তাঁর কাঠের বাংলা বর্ণমালা ও টাইপফেস ব্যবহার করা হতো। বাংলা ছাড়াও কর্মকার ১৪ টি ভাষায় আরবি, ফার্সি, মারাঠি, তেলেগু, বার্মিজ এবং চীনা সহ প্রকারের টাইপ করেছে। তাঁর পূর্বসূরিরা প্রথমে জিরাটে বসবাস করতেন, তারপর ১৭৭৮ সালে তারা ত্রিবেণীতে গিয়ে বসবাস শুরু করেন। গত কয়েক বছরে জিরাট দুর্গা পূজার জন্য বিখ্যাত হয়েছে। এখানে দুর্গা পূজা ছাড়াও, কালী পূজা, জগধাত্রী পূজা এবং ক্রিসমাস-ডে ও অনুষ্ঠিত হয়।
 
== ভৌগোলিক দিক ==
৭ নং লাইন:
 
== জনমিতি ==
ভারতের  ২০১১[[ভারতের জনগণনা ২০১১|2011  সালের আদমশুমারি]] অনুুযায়ী জিরাটের মোট জনসংখ্যার ছিল ৭,৪৩০। এরমধ্যে ৩,৮২৪ (৫১%) ছিল পুরুষ এবং ৩,৬০৬ (49%) ছিল নারী। <ref name="census2011">{{cite web|url=http://censusindia.gov.in/pca/cdb_pca_census/Houselisting-housing-WB.html|title=C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)|work=2011 census: West Bengal – District-wise CD Blocks|publisher=Registrar General and Census Commissioner, India|accessdate=10 June 2016}}</ref>
 
== পরিবহন ==
জিরাট রেলওয়ে স্টেশন ব্যান্ডেল-কাটোয়া শাখার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। হাইওয়ে ৬ (পশ্চিমবঙ্গ) জিরটের সাথে সংযুক্ত। জিরাটে কোনো বিমানবন্দর নেই, নিকটস্থ বিমানবন্দর হল নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর যা ৫৮ কিলোমিটার দূরে জিরট থেকে। কলকাতা থেকে জিরটে আসতে সড়কপথে এটি ১ ঘন্টা, ২৫ মিনিট সময় লাগে। কলকাতা এবং জিরটের মধ্যে আনুমানিক ড্রাইভিং দূরত্ব হল ৭১ কিমি বা ৪৪.১ মাইল অথবা ৩৮.৩ নটিক্যাল মাইল।  জিরাট চুচুড়া থেকে বাস-এ (বাস রুট 8) এর মাধ্যমেও সংযুক্ত।
 
== উল্লেখযোগ্য ব্যক্তি ==
• [[আশুতোষ মুখোপাধ্যায় (শিক্ষাবিদ)|স্যার আশুতোষ মুখোপাধ্যায়]]
 
•পঞ্চানন[[পঞ্চানন কর্মকার| কর্মকার]]<ref><nowiki>{{</nowiki>https://en.wikipedia.org/wiki/Panchanan_Karmakar?wprov=sfla1<nowiki>}}</nowiki></ref> (মারা c. 1804১৮০৪) ছিলেন একজন ভারতীয় [[বাঙালি জাতি|বাঙালি]] উদ্ভাবক. তিনি উদ্ভাবিত বাংলা ফন্ট.
 
• '''Charuchandra ব্যানার্জি''' (কবি)
২৫ নং লাইন:
 
 
[[আশুতোষ মুখোপাধ্যায় (শিক্ষাবিদ)|স্যার আশুতোষ মুখোপাধ্যায়]] এবং শ্যামা[[শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়|Shyama  প্রসাদ মুখোপাধ্যায়]]'র পৈতৃক বাড়ি ছিল স্মৃতিমন্দির''' বালিকা বিদ্যালয়''',Jirat
 
== মন্দির ==
৩২ নং লাইন:
• '''সিদ্ধেসরী কালী মাতা'''
 
•'''মহাকাল ভৈরব''' (Kaliagarh)
 
• '''শ্রী সর্বমঙ্গল্লা কালী মাতা মন্দির''' (Asanpur)
 
•ধর্মরাজ''' মন্দির''' (Mundukhola)
 
•বুড়ো''' শিব মন্দির'''(Panchpara)
 
হল এখানকার প্রাচীনতম মন্দির।
৪৬ নং লাইন:
 
== শিক্ষা ==
Balagarh বলাগড় বিজয় কৃষ্ণ Mahavidyalaya মহাবিদ্যালয় (কলেজ)
 
• জিরাট''' কলোনী উচ্চ বিদ্যালয়''' ( বেসরকারী সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল)