ওয়াই-ফাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rayhan36 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Borhanz-এর করা 3017958 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে: ধংসপ্রবণতা। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১ নং লাইন:
'''ওয়াই-ফাই''' হল ওয়াই ফাই অ্যালায়েন্সের বাণিজ্য-চিহ্ন বা [[ট্রেডমার্ক]]। [[আই ই ই ই ৮০২.১১]] আদর্শের তারহীন স্থানীয় এলাকা নেটওয়ার্ক বা ওয়্যারলেস [[লোকাল এরিয়া নেটওয়ার্ক]] ([[ডব্লিউ এল এ এন]]) ডিভাইস ব্র্যান্ড করার জন্য উৎপাদনকারীরা এই বাণিজ্য-চিহ্ন ব্যবহার করে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত ডব্লিউ এল এ এন ক্লাশ হল আই ই ই ই ৮০২.১১। ওয়াই ফাই শব্দটি প্রায়ই আই ই ই ই ৮০২.১১ এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। <ref>[http://www.webopedia.com/TERM/W/Wi_Fi.html ওয়াই ফাই]</ref><ref>[http://www.techpluto.com/wifi-info/ ওয়াই ফাই ও এর অগ্রগতি]</ref>
 
ওয়াই ফাই এলায়েন্স হল একটি বিশ্বব্যপী প্রতিষ্ঠানের দল যা ডব্লিউ এল এ এন প্রযুক্তি বিস্তার করে এবং ইন্টেরোপেরাবিলিটির আদর্শ সমন্বিত ডিভাইসকে প্রত্যয়ন করে। ইন্টেরোপেরাবিলিটি হল [[তথ্য বিনিময় ও ব্যবহার করার ক্ষমতা]]। অনেক সময় খরচ কমানোর জন্য সকল ৮০২.১১-উপযোগী ডিভাইস ওয়াই ফাই এলায়েন্স প্রত্যয়নের জন্য দেয়া হয় না। কোন ডিভাইসে ওয়াই ফাই লাগানো থাকে মানে এই না যে ডিভাইসটি ওয়াই ফাই সমর্থন করে না।
 
সাধারণত সকল [[ল্যাপটপ]], [[পেরিফেরাল ডিভাইস]], [[প্রিন্টার]], [[স্মার্ট ফোন]], [[এম পি থ্রী প্লেয়ার]], [[ভিডিও গেম কনসোল]] এবং [[ব্যক্তিগত কম্পিউটার|ব্যক্তিগত কম্পিউটারে]] ব্যবহার করা যায়।
 
== ইতিহাস ==
১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিকম নিয়ন্ত্রক ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) কর্তৃক বেনামে বর্ণমালার কয়েকটি ব্যান্ড খোলার জন্য অনুমতি দেয় যা ওয়াই-ফাই নামে পরিচিত । যেখানে সরকারি লাইসেন্সের প্রয়োজন ছাড়াই ব্যবহার করতে অনুমতি দেয়া হয়েছিল । ঐ সময় এই পদক্ষেপ সম্পর্কে খুব কম লোকই জানত ; এছাড়া হ্যাম-রেডিও চ্যানেলটি ছিল লাইসেন্সহীন একটি বর্ণালী। কিন্তু এফসিসির কর্মচারী, মাইকেল মার্কাস ছিল স্বপ্নদর্শী প্রকৌশলী যিনি শিল্প, বৈজ্ঞানিক ও চিকিৎসা ব্যান্ড থেকে তিন ভাগের এক ভাগ স্পেকট্রাম গ্রহণ করেন এবং যোগাযোগ উদ্যোক্তাদের কাছে তাদেরকে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।
১৪ ⟶ ২০ নং লাইন:
 
কোম্পানিগুলো 802.11 বি- এর সাথে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলি নির্মাণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু স্পেসিফিকেশনটি এত দীর্ঘ এবং জটিল ছিল যে - এটি প্রায় ৪০০ পৃষ্ঠা পূরণ করেছে। সামঞ্জস্য সংক্রান্ত জটিলতাগুলি তখনও বিদ্যমান ছিল। অতএব আগস্ট ১৯৯৯ সালে, ছয় কোম্পানি-ইনটারসিল, 3 কম, নকিয়া, এয়ারনেট (সিএসও দ্বারা কেনা), Symbol and Lucent (যার ফলে এজ্রে সিস্টেম তৈরির উপাদান বিভাগটি বন্ধ হয়ে গিয়েছিল) সম্মিলিতভাবে ওয়্যারলেস ইথারনেট কম্প্যাটিবিলিটি অ্যালায়েন্স WECA) তৈরি করেছিল। সম্পাদনা মোঃ শাহাদাত হোসেন
 
== ব্যবহার ==
অনেক ধরনের বেতার প্রযুক্তি আছে যেখানে আমরা ওয়াই-ফাই ব্যবহার করতে পারি। যেমন AM এবং FM রেডিও, টেলিভিশন, ল্যাপটপ, সেলুলার ফোন,স্যাটেলাইট সিগন্যালগুলি যেমন জিপিএস এবং টেলিভিশন, দুই পাশ বিশিষ্ট রেডিও এবং ব্লুটুথের কথা বলা যায়।
 
=== ইন্টারনেটে প্রবেশ ===
 
=== ছাদে স্থাপিত ওয়াই ফাই এন্টেনা ===
[[File:Cisco Aironet - RJIL Wi-Fi Antenna - Chowringhee-Park Street Crossing - Kolkata 2015-02-18 2868.JPG|thumb|150px|আউটডোর ওয়াই ফাই এন্টেনা চৌরঙ্গী-পার্ক স্ট্রিট ক্রসিং এলাকায়, কলকাতা।]]
ইন্টারনেটে সংযুক্ত নেটওয়ার্কের সীমানার মধ্যে থাকলে একটি ওয়াই ফাই ডিভাইস যেমন ব্যক্তিগত কম্পিউটার, ভিডিও গেম কনসোল, মোবাইল ফোন, এম পি থ্রী প্লেয়ার বা [[পিডিএ]] সহজেই ইন্টেরনেটে সংযুক্ত হতে পারে। পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে "হটস্পট" বলে। একটি হটস্পট কয়েকটি কক্ষ নিয়ে হতে পারে বা কয়েক মাইল বিস্তৃত হতে পারে। বিস্তৃত এলাকায় এর লভ্যতা নির্ভর করে প্রবেশ বিন্দু গুলোর উপর যাদের সীমা পরস্পরকে অতিক্রম করে। ওয়াই ফাই প্রযুক্তি তারহীন [[মেশ নেটওয়ার্ক|মেশ নেটওয়ার্কে]] ব্যবহৃত হয়। লন্ডনে এরুপ নেটওয়ার্ক আছে।<ref>[http://news.bbc.co.uk/2/hi/technology/6577307.stm ওয়াই ফাই এর বিস্তৃতি]</ref>
 
বাসা ও অফিসের সাথে সাথে ওয়াই ফাই বিভিন্ন হটস্পটে সাধারণ জনগনকে ইন্টারনেটে প্রবেশ করতে দিতে পারে। এই প্রবেশ বিনামূল্যে হতে পারে বা কোন বাণিজ্যিক সুবিধার কারণে হতে পারে। যেমন অনেক সপিং মল তাদের ক্রেতাদের বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দিয়ে থাকে। এটা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য করা হয়ে থাকে। ২০০৮ সালে ৩০০ এর বেশি মেট্রোপলিটন-বিস্তৃত ওয়াই ফাই ([[মিউনি ওয়াই ফাই]]) প্রকল্প চালু হয়েছে। <ref>[http://www.muniwireless.com/initiatives/2008/01/02/7483/ শহুরে উদ্যোগ]</ref> ২০১০ সালের ভিতর [[চেক প্রজাতন্ত্র|চেক প্রজাতন্ত্রে]] ১১৫০ টি ওয়াই ফাই ভিত্তিক [[ইন্টারনেট সুবিধা প্রদানকারী]] বা আই এস পি গড়ে উঠেছে।<ref>[http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fwww.internetprovsechny.cz%2Fwifi-poskytovatele.php&hl=cs&ie=UTF8&sl=cs&tl=en তারহীন সুবিধা প্রদানকারী ]</ref><ref>[http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fwww.bezdratovepripojeni.cz&hl=cs&ie=UTF8&sl=cs&tl=en তারহীন ইন্টারনেট সুবিধা ]</ref>
 
==== শহর-বিস্তৃত ওয়াই ফাই ====
২০০০ সালের গোড়ার দিকে অনেক শহর শহর-বিস্তৃত ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরীর নকশা করলেও অধিকাংশই ব্যর্থ হয়ে যায়। খুব কম শহর সাফল্য লাভ করে। যেমন ২০০৫ সালে ক্যালিফোর্নিয়ার সানভ্যালি ইউ এস এর মধ্যে প্রথম শহর-বিস্তৃত বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দিতে সমর্থ হয়েছিল। <ref>[http://www.unstrung.com/document.asp?doc_id=85119&WT.svl=wire1_1 সানভ্যালির মেট্রোফাই ]</ref>
 
২০১০ সালের মে মাসে লন্ডনের মেয়র বরিস জনসন ২০১২ সালের মধ্যে লন্ডন-বিস্তৃত ওয়াই ফাই প্রদানের প্রতিজ্ঞা করেন। <ref>[http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/london/8692103.stm লন্ডন-বিস্তৃত ওয়াই ফাই ]</ref> তবে ইতোমধ্যে লন্ডন ও ইলিংটন শহরে বর্ধিত বাইরের ওয়াই ফাই সুবিধা আছে। <ref>[http://www.govtech.com/dc/118717 সবচেয়ে আধুনিক ওয়াই ফাই লন্ডনে ]</ref>
 
==== প্রাঙ্গন-বিস্তৃত ওয়াই ফাই ====
১৯৯৪ সালে যখন ওয়াই ফাই ব্রান্ডিং শুরু হয় নি তখন [[কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়]] তাদের পিটসবার্গ প্রাঙ্গনে তারহীন ইন্টারনেট নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। <ref>[http://www.cmu.edu/homepage/computing/2009/summer/wi-fi-origins.shtml ওয়াই ফাই এর যাত্রা ]</ref> অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গন
ওয়াই ফাই সুবিধা দিয়ে থাকে। [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] [[ছাত্র-শিক্ষক কেন্দ্র]] বা টি এস সি তে বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দেয়া হয়।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== বহিঃসংযোগ ==
* [http://wi-fi.org/ ওয়াই ফাই অ্যালায়েন্স]
 
{{ইন্টারনেট অ্যাক্সেস}}
 
[[বিষয়শ্রেণী:ওয়াই-ফাই]]