ভিক্টোরিয়া মেমোরিয়াল হল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন, রচনাশৈলী
→‎চিত্রাবলি: পরিষ্কারকরণ,
২৮ নং লাইন:
ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্স ওয়ে, ডান্সিং ফাউন্টেন, তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান; দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর সেঠ সুখলাল কারনানি ওরফে পিজি হাসপাতাল; পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস্ ক্যাথিড্রাল গির্জা, বিড়লা তারামণ্ডল, আকাদেমি অব ফাইন আর্টস্ এবং রবীন্দ্র সদন; আর পশ্চিমে কলকাতা রেসকোর্স ময়দান। স্মৃতিসোধ ভবনের উত্তর এবং দক্ষিণ দু-দিকেই বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দু-দিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে। যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের প্রেমিকপ্রেমিকা-ই রীতিমতো নস্টালজিক হয়ে যায়! সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড়ো বড়ো গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমীযুগলের অবস্থানে গোধূলিতে মৌনমুখরতার আবেশ পাওয়া যায় আজো! শ্বেতপাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণকার্য শুরু হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় ১৯২১ খ্রিস্টাব্দে। সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগল-ধারিণী [[এঞ্জেল অফ ভিক্টরি|বিজয়দূতীর]] একটি কালো ব্রোঞ্জমূর্তি রয়েছে। বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল-বিয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি [[হাওয়ামোরগ|হাওয়ামোরগের]] কাজ করে। [[আই আই ই এস টি]]-প্রাক্তনী এ সি মিত্র ভিক্টোরিয়ার নির্মাণপ্রকল্পের কার্যনির্বাহী বাস্তুকার। এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানীমহলের অভিমত হল, কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরে মলিনতার ছোঁয়া লাগছে। এই দূষণ থেকে শতাব্দীপ্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি; কেননা, ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত!
 
{{commonscat}}
== চিত্রাবলি ==
<gallery>
Image:victoriamemorial.jpg|ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সম্মুখভাগ
Image:Victoria_memorial_hall.jpg|ভিক্টোরিয়া স্মৃতিসৌধের পার্শ্বচিত্র
File:Statue of lion outside Victoria Memorial.jpg|ভিক্টোরিয়া স্মৃতিসৌধের বাইরে সিংহের প্রতিকৃতি
Image:Victoriya.jpg|ভিক্টোরিয়া স্মৃতিসৌধের পুরোনো চিত্র
Image:Victoria_memorial_kolkata.jpg|ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সম্পূর্ণ চিত্র
Image:Victoria by nabarun.jpg|ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সান্ধ্য আলোকসজ্জা
Image:Victoria Memoria Calcutta.jpg|thumb|ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, কলকাতা
</gallery>
 
== পাদটীকা ==