রুকইয়াহ শারইয়াহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আপনি চাইলেই নিজে নিজে পন্ডিতি করে, রুকাইয়া করাতে পারবেননা। আর একটা কথা, লক্ষন দেখে নিজের রোগ নিজে নির্ণয় করাও সম্ভাব না। যদি এটাই হতো তাহলে, দুনিয়াতে কোন প্রকার, রোগ নির্ণয়ের জন্য যন্ত্রের দরকার ছিলনা, সবাই বই পড়ে পড়েই, লক্ষন মিলাইয়া ডাক্তারি করতো, একটা কথা মনে রাখবেন এটাও কিন্তু ঔষাধ, আর ভুল ঔষাধ খেলে কি হয় তা আমার চেয়ে আপনিই ভাল বুঝে
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Sajib Babu (আলোচনা | অবদান)
মুহসিন মোল্লা (আলাপ)-এর সম্পাদিত 3035995 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে, রচনাশৈলী, পরিষ্কারকরণ
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
২৯ নং লাইন:
* মেহনত (অনেক কষ্ট হলেও, সুস্থ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে রুকইয়া চালিয়ে যাওয়া)
'''লক্ষণীয়ঃ''' রুকইয়া থেকে পুর্ণ ফায়দা পাওয়ার জন্য দৈনন্দিনের ফরজ ইবাদাত অবশ্যই পালন করতে হবে, পাশাপাশি সুন্নাতের প্রতিও যত্নবান হতে হবে। (যেমনঃ প্রতিদিনের নামাজ, মেয়েদের পর্দার বিধান) যথাসম্ভব গুনাহ থেকে বাঁচতে হবে। ঘরে কোনো প্রাণীর ছবি / ভাস্কর্য রাখা যাবেনা। আর সুরক্ষার জন্য সকাল-সন্ধ্যার মাসনুন আমলগুলো<ref name=":1">{{ওয়েব উদ্ধৃতি|url=https://facebook.com/thealmahmud/posts/1441685929254266|title=[প্রবন্ধ] জিন এবং যাদুর ক্ষতি থেকে বাচার উপায়|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref> অবশ্যই করতে হবে। আর ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে, সেটা রিকোভার করার জন্য রুকইয়ার পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যেতে হবে।
 
 আপনি চাইলেই নিজে নিজে পন্ডিতি করে, রুকাইয়া করাতে পারবেননা। আর একটা কথা, লক্ষন দেখে নিজের রোগ নিজে নির্ণয় করাও সম্ভাব না। যদি এটাই হতো তাহলে,  দুনিয়াতে কোন প্রকার, রোগ নির্ণয়ের জন্য যন্ত্রের দরকার ছিলনা,  সবাই বই পড়ে পড়েই,  লক্ষন মিলাইয়া ডাক্তারি করতো,
 
একটা কথা মনে রাখবেন এটাও কিন্তু ঔষাধ, আর ভুল ঔষাধ খেলে কি হয় তা আমার চেয়ে আপনিই ভাল বুঝেন।
 
== বদনজর এর জন্য রুকইয়াহ ==