জুয়েল আইচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
added Ref
2600:1700:8E50:2F10:618E:19DD:C12E:76E4-এর সম্পাদিত সংস্করণ হতে AftabBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১৫ নং লাইন:
}}
 
'''জুয়েল আইচ''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশী বাদক ও চিত্রশিল্পী। তিনি একজন মুক্তিযোদ্ধা। বাড়ি [[বরিশাল জেলা|বরিশাল জেলার]] সমুদয়কাঠি। ভালো তবলা ও বাঁশি বাদন ছাড়াও তিনি অসাধারণ বাজি বানাতে পারেন। দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি [[ইউনিসেফ|ইউনিসেফের]] অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।<ref>[http://archive.prothom-alo.com/detail/news/178859 ''‘ইউনিসেফ অ্যাডভোকেট’ হলেন জুয়েল আইচ ও মৌসুমী'', নিজস্ব প্রতিবেদক; ১৭ আগস্ট ২০১১ তারিখে দৈনিক প্রথম আলো, ঢাকা থেকে প্রকাশিত।]</ref>
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
জুয়েল আইচের পৈত্রিক নাম গৌরাঙ্গ লাল আইচ<ref> [http://www.shaptahik.com/v2/print_publication/index.php?DetailsId=4145 অপ্রকাশিত পত্রাবলী] শিবনারায়ণ রায়ের একগুচ্ছ পত্র ]</ref>। তার বাবা বি. কে. আইচ ও মা সরযু আইচ।আইচের পুত্র জুয়েল আইচের জন্ম [[এপ্রিল ১০|১০ এপ্রিল]] [[বরিশাল জেলা|বরিশালে]] হলেও ছেলেবেলা কেটেছে [[পিরোজপুর জেলা|পিরোজপুরের]] স্বরূপকাঠি উপজেলার সমদেকাঠির গ্রামের বাড়িতে। সেই সুবাদে সমদেকাঠি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণ সম্পন্ন হয়। পরে তিনি পিরোজপুর শহরে চলে আসেন। সেখানকার সরকারি হাইস্কুল থেকে এসএসসি এবং স্থানীয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে [[ঢাকা|ঢাকার]] জগন্নাথ কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও শিক্ষকতার সুবাদে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিএড কোর্স সমাপ্ত করেন। তাঁর স্ত্রীর নাম বিপাশা আইচ<ref>[http://www.samakal.com.bd/print_news.php?news_id=38113&pub_no= দৈনিক সমকাল]</ref> (বিয়ে হয় ১৩ জুলাই) এবং একমাত্র কন্যার নাম খেয়া আইচ।
 
== কর্মজীবন ==