মাইকেল আই. ওয়াগ্নার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

মার্কিন লেখক
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pronob.kuet (আলোচনা | অবদান)
"Michael I. Wagner" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
(কোনও পার্থক্য নেই)

২৩:৪৫, ২৮ এপ্রিল ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

মাইকেল ওয়াগ্নার    (জন্ম-সেপ্টেম্বর ৩০, ১৯৪৭ এবং মৃত্যু- এপ্রিল ২৩,১৯৯২) একজন আমেরিকান টেলিভিশন চিত্র লেখক এবং পরিচালক ছিলেন যিনি ১৯৭৫ থেকে ১৯৯২ সালের মাঝে বেশ কিছু টেলিভিশন শো তে কাজ করেন এবং ১৯৮২ সালে তার অসাধারন নাটক সিরিজ হিল স্ট্রিট ব্লুজ  লেখার জন্য এম্ম্য এ্যাওয়ার্ড পান। তিনি এবিসি এর  প্রব সিরিজ এর সহ স্রষ্টা , পরিচালক এবং কয়েকটি এপিসোড লিখেছিলেন।  

== মাইকেল আই. ওয়াগ্নার ==
জন্ম
= ওহাইও =
মৃত্যু২৩ এপ্রিল ১৯৯২(1992-04-23) (বয়স ৪৪)
পেশাচিত্র লেখক এবং পরিচালক
কর্মজীবন১৯৭৫-১৯৯২

কর্ম জীবন

ওয়াগ্নার একজন সৈনিকের সন্তান ছিলেন। তিনি ওহাইও তে জন্ম নিলেও বেড়ে উঠেছিলেন নিউইয়ার্ক, ইল্লিনিওস, জাপান, জার্মানি, নেব্রাস্কা এবং টেক্সাসের বিমান ঘাটিতে। তিনি টেক্সাসের  রান্দলফ উচ্চ বিদ্যালয়, রান্দলফ বিমান ঘাটি  থেকে শিক্ষা নেন।  [তথ্যসূত্র প্রয়োজন] তিনি মিসোউরি বিশ্ববিদ্যালয় এ থাকাকালীন ক্যালিফোর্নিয়ায় চলে আসেন এবং লস এঞ্জেলস এ থাকাকালীন বিভিন্ন চাকুরি করার পাশাপাশি তার লেখা স্ক্রিপ্ট আর আকা চিত্র বিক্রি করতেন। .

তিনি ১৯৭৫ সালে তার প্রথম টেলিভিশন স্ক্রিপ্ট দ্যা ব্লু নাইট নামক খুন ভিত্তিক নাটক সিরিজ জোসেফ ওয়াম্বাউঘ এর উপন্যাস  লেখা একই নামে রুপান্তর করেন সিবিএস এর জন্য। তিনি দ্রুত প্রতিষ্ঠা লাভ করেন চিত্রলেখক হিসেবে- জিগসাও জন, দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান, ম্যান ফ্রম আটলান্টিস, স্টারস্ক্য ও হুটছ এবং দ্যা রকফর্ড ফাইলস এ স্ক্রিপ্ট লিখে ।

তার লিখা " দ্যা ওয়ার্ল্ড এক্রডিং টু ফ্রিদম" টিভি সিরিজ  হিল স্ট্রিট ব্লুস   ১৯৮২ সালে লিখা এবং প্রকাশ হবার নিয়মিত লেখক হিসিবে সেই সিরিজের জন্য নিযুক্ত হন। তার গল্পে " ক্যাপ্টেন ফ্রিডম" নামে এক রাস্তার ভবঘুরে চরিত্রের পরিচয় করায়। তার বিখ্যাত সহ লেখায় " ফ্রিডম লাস্ট স্ট্যান্ড " এর জন্য ১৯৮২ সালে এম্মি এ্যাওয়ার্ড পান ওই নাটকের জন্য। [১] অবশ্য সেই সিজনের ৩ টি সহলেখার জন্য একই ক্যাটাগরিতে তিনি মনোনীত হন। তিনি ৩৫ টি এপিসোডে সহকারি লেখক হিসেবে হিল স্ট্রিট ব্লু তে আগামী দুবছর কাজ করেন এবং দীর্ঘ সময় এর জন্য স্টিভেন বচ্চছ এবং তার প্রজেক্টে কাজ করেন ।

ওয়াগ্নার ১৯৮৭ সালে এ বি সি থেকে নতুন সায়েন্স ফিকশন প্রব  লিখতে ও ডেভলপ করতে বলা হয়, যা পরিচয় করায় একজন উজ্জ্বল হৃদয়ের বৈজ্ঞানিক ক্রাইম ফাইটার অস্টিন জেমস কে । বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আইজাক আসিমভ , যার আইডিয়া থেকে সৃষ্টি হইছিল একজন তরুন যে সায়েন্টিফিক আইডিয়া, জ্ঞান থেকে টম সুইফট অথবা  রিক ব্রান্ট এর মতন। ওয়াগ্নার লিখেছিলেন দুই ঘণ্টার একটি চিত্র পট  " কম্পিউটার লজিক" যার কারনে তিনি বিশেষ পরিচালক হন ওই সিরিজের যা এক সিজন চলে । পার্কার স্ট্রিভসন  যিনি ওই সিরিজে মুল চরিত্রে কাজ করেন তার এক ইন্টারভিউ থেকে জানা যায়  তিনি শুধু ওয়াগ্নার এর শারীরিক এবং ম্যানার বিহেভিয়ার এর অনুসরন করেন :২৭২  সিরিজটি ১৯৮৮ সালের প্রতি বৃহস্পতিবার চলত বসন্ত কালে যখন একই সময়ে এনবিসি দ্যা কসবি শো  চালাত এবং কম্পিটিশন ছাড়াই তারা যথেষ্ট  দর্শক পেয়েছিল সেই সিজনের জন্য । 

এরপর ওয়াগ্নার তিনটি স্ক্রিপ্ট লিখেন জিনি রড্ডেনবেরি  সিরিজ, স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন (Star Trek: The Next Generation),:৪৩০ এবং বিশেষ পরিচালক হিসেবে সিরিজে কাজ করেন। তিনি  স্টিফেন বচ্চছ  এর  হুপারম্যান   এ  জন রিট্রার  হিসেবে অভিনয় করেন। ওয়াগ্নার বচ্চছ এর অ্যানিমেটেড সিরিজ  ক্যাপিটাল ক্রিট্টারস  লিখতে এবং উন্নত করতে সাহায্য করেন ,একই সাথে এনবিসি  এর জন্য  ম্যান ও মেশিন  লিখতে ও বানাতে পরিচালক হিসেবে ছিলেন। 

তিনি ১৯৯২ সালে ব্রেন ক্যান্সারে  আগউরা হিলস, ক্যালিফোর্নিয়াতে মারা যান। 

References

  1. "Total Television" (1996) Alex McNeil, Penguin Books, p.1084.

External links

টেমপ্লেট:Memory Alpha