নাজমুন মুনিরা ন্যান্সি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
দৈনিক প্রথম আলোর ইউআরএল সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
উদ্ধৃতি টেমপ্লেটের তারিখ সংশোধন
৩১ নং লাইন:
ন্যান্সির বাড়ি নেত্রকোনার সাতপাইতে।
==পারিবারিক জীবন==
২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন নাজমুন মুনিরা ন্যান্সি।<ref name="দাম্পত্যে ইতি">{{সংবাদ উদ্ধৃতি |first=মনজুর |last=কাদের |title=দাম্পত্যে ইতি টানলেন ন্যান্সি |url=http://archive.prothom-alo.com/detail/date/2012-05-24/news/260427|publisher=[[দৈনিক প্রথম আলো]] |date=২৪-০৫-২০১২ |accessdate=১১ ফেব্রুয়ারি, ২০১৭}}</ref> তাদের একমাত্র মেয়ে রোদেলা। তিনি পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেছেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।<ref name="নাজমুন মুনিরা ন্যান্সি">{{ওয়েব উদ্ধৃতি |url=http://www.priyo.com/people/10535 | title= নাজমুন মুনিরা ন্যান্সি|work= priyo.com profiles |accessdate=২০১৪-০৯-৩}}</ref>
 
== সঙ্গীত জীবন ==
৩৮ নং লাইন:
 
===২০১১-২০১৫===
২০১১ সালে ''[[প্রজাপতি (চলচ্চিত্র)|প্রজাপতি]]'' চলচ্চিত্রে "স্পর্শ" ও "দু দিকে বসবাস" গানে কণ্ঠ দেন। এই চলচ্চিত্রের গানের জন্য তিনি প্রথমবারের মত [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |last=তারেক |first=তানভীর |title=জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ন্যান্সি |url=http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMTdfMTNfMV82XzFfMTE4ODU=|publisher=[[দৈনিক ইত্তেফাক]] |date=১৭ জানুয়ারি ২০১৩ |accessdate=১১ ফেব্রুয়ারি, ২০১৭}}</ref> এছাড়া ''[[কে আপন কে পর]]'' চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ২০১২ সালে ন্যান্সির দ্বিতীয় অ্যালবাম ''রঙ'' মুক্তি পায়। এবছর ''[[ভালোবাসার রঙ]]'' চলচ্চিত্রের "গভীরে আরো গভীরে" ও "ভালোবাসার একটু বেশি" গানে কণ্ঠ দেন। ২০১৩ সালে মুক্তি পায় তার তৃতীয় একক অ্যালবাম ''মায়াবি আকাশ নীল'' এবং [[আসিফ আকবর]]-এর সাথে দ্বৈত অ্যালবাম ''ঝগড়ার গান''। এই বছর ''[[পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী]]'' চলচ্চিত্রের "আকাশ হতে আমি চাই" গানে কণ্ঠ দেন। এই গানের জন্য তিনি টানা পঞ্চমবারের মত তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে [[মেরিল-প্রথম আলো পুরস্কার]] লাভ করেন।
 
===২০১৬-বর্তমান===
২০১৬ সালে তিনি ''[[সুইটহার্ট]]'' ও ''নিয়তি'' চলচ্চিত্রে কণ্ঠ দেন। এছাড়া সাউন্ডটেকের ব্যানারে তার চতুর্থ একক অ্যালবাম ''ভালোবাসো বলে'' বের হয়। এই অ্যালবামের গীত রচনা করেছেন আহমেদ রিজভী এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন [[শফিক তুহিন]]।<ref>{{সংবাদ উদ্ধৃতি |last=রাব্বিকীন |first=ফয়সাল |title=উৎসবমুখর ন্যান্‌সি|url=http://mzamin.com/article.php?mzamin=10068|publisher=[[দৈনিক মানবজমিন]] |date=১৭ এপ্রিল ২০১৬|accessdate=১১ ফেব্রুয়ারি, ২০১৭}}</ref>
 
==রাজনৈতিক জীবন==
২০১৪ সালের ১১ই সেপ্টেম্বর ন্যান্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংষ্কৃতিক সংস্থা (জাসাস)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতিত্ব গ্রহণ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=রাজনীতির মাঠে ন্যান্সি|url=http://www.prothomalo.com/entertainment/article/316702/রাজনীতির-মাঠে-ন্যান্সি|publisher=[[দৈনিক প্রথম আলো]]|accessdate=১১ ফেব্রুয়ারি, ২০১৭}}</ref>
 
==বিজ্ঞাপনের জিঙ্গেলে ন্যান্সি==