ফিল এডমন্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলার ধরন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৯৫ নং লাইন:
'''ফিলিপ-হেনরি এডমন্ডস''' ({{lang-en|Phil Edmonds}}; [[জন্ম]]: [[৮ মার্চ]], [[১৯৫১]]) উত্তর রোডেশিয়ার লুসাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭৫ থেকে ১৯৮৭ সময়কালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, [[ব্যাটিং অর্ডার|নিচেরসারিতে]] ডানহাতে ব্যাটিংয়ে দক্ষতা প্রদর্শন করেছেন '''ফিল এডমন্ডস'''।
 
== প্রারম্ভিক জীবন ==
লুসাকায় জন্মগ্রহণকারী ফিল এডমন্ডসের বাবা ব্রিটিশ ব্যবসায়ী ও মাতা বেলজীয় ছিলেন।<ref name=Allegations/><ref name=march8>{{cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/149300.html|accessdate=12 August 2017|title=March 8 down the years|publisher=''espncricinfo''}}</ref> লুসাকায় অবস্থানকালে গিলবার্ট রেনি হাই স্কুলে অধ্যয়ন করেছেন। স্বীয় আত্মজীবনীতে বিদ্যালয়ের উন্নত শিক্ষাব্যবস্থা ও ক্রীড়া সুবিধাদির বিষয়টি তুলে ধরেছেন।<ref>Barnes, 1986, p. 6</ref> ১৯৬৬ সালে ইংল্যান্ডে স্থানান্তরিত হন ও কেন্টের ক্রানব্রুক স্কুলে মাধ্যমিক শিক্ষা সমাপণ ঘটান। এরপর ভূমি অর্থনীতি বিষয়ে কেমব্রিজের ফিৎজউইলিয়াম কলেজে ভর্তি হন।
 
২৪ এপ্রিল, ১৯৭১ তারিখে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষেক ঘটে ফিল এডমন্ডসের। [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলক্লাব|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] সদস্যরূপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে এ অভিষেক কার্য সম্পন্ন হয় তাঁর। খেলায় তিনি ব্যাটিং উদ্বোধনে নেমেছিলেন। ১০ ও ৩ রান তুলেন। বল হাতে কোন [[উইকেট]] লাভে ব্যর্থ হন। খেলায় তাঁর দল ১০৯ রানে পরাজিত হয়েছিল।<ref>https://cricketarchive.com/Archive/Scorecards/31/31510.html</ref> তবে সফলতা লাভের জন্য তাঁকে খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। পরের খেলায় লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম [[ইনিংস|ইনিংসে]] প্রথমবারের মতো ৫-উইকেট লাভে সক্ষমতা দেখান। ৫/৫০ লাভের পর দ্বিতীয় ইনিংসে ৪/৪৮ বোলিং পরিসংখ্যান গড়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দলকে সাত উইকেটের বিজয়ে প্রভূতঃ ভূমিকা রাখেন। <ref>https://cricketarchive.com/Archive/Scorecards/31/31517.html</ref>
 
[[The University Match (cricket)|বিশ্ববিদ্যালয় খেলায়]] অংশগ্রহণের সৌভাগ্য হয় তাঁর। [[Oxford University Cricket Club|অক্সফোর্ডের]] বিপক্ষে প্রথম ইনিংসে ৭/৫৬ লাভ করেন ও পরবর্তীতে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর খেলায় ১০-উইকেট লাভ করেন।<ref>{{Cite web|url=http://static.espncricinfo.com/db/ARCHIVE/1970S/1971/ENG_LOCAL/UNIV/OX-UNIV_CAMB-UNIV_UNIV_10-13JUL1971.html|title=Oxford University v Cambridge University at Lord's, 10-13 Jul 1971|work=espncricinfo|accessdate=12 August 2017}}</ref>
 
৪ আগস্ট মিডলসেক্সের পক্ষে অভিষেক পর্ব সম্পন্ন করেন। লর্ডসে [[এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব|এসেক্সের]] বিপক্ষে রোমাঞ্চকর খেলায় তিনি ২/৫১ ও ৩/৪২ লাভ করেন। এরপর শেষ [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] হিসেবে মাঠে নামেন। তখন মিডলসেক্স দলকে শেষ দুই ওভারে জয়ের জন্য ১৬ রানের দরকার ছিল। চূড়ান্ত বল মোকাবেলা করে খেলাটিকে ড্রয়ের দিকে নিয়ে যান।
 
১৪ আগস্ট, ১৯৭৫ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ফিল এডমন্ডসের।