ককেশাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shuaib Anik (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Shuaib Anik (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৯৫ নং লাইন:
 
== রাজনৈতিক ভূগোল ==
[[উত্তর ককেশাস]] অঞ্চলটি মূলত ''সিসককেশাস'' নামে পরিচিত। অপরদিকে দক্ষিণ ককেশাস অঞ্চল ''[[ট্রান্সককেশাস]]'' নামে পরিচিত।
[[File:Caucasus-political en.svg|thumb|right|320px|ককেশাস অঞ্চলের রাজনৈতিক মানচিত্র (২০০৮)]]
 
সিসককেশাসের মধ্যে মূলত বৃহত্তর ককেশাসের পার্বত্য অঞ্চলগুলো অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে উত্তর ককেশীয় স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রসমূহ সহ [[রাশিয়া|রাশিয়ার]] দক্ষিণাংশ, [[জর্জিয়া (রাষ্ট্র)|জর্জিয়ার]] উত্তরাংশ এবং [[আজারবাইজান]]। সিসককেশাসের পশ্চিমে [[কৃষ্ণ সাগর]], পূর্বে [[কাস্পিয়ান সাগর]] এবং উত্তর সীমানায় রাশিয়ার দক্ষিণের ফেডারেল জেলা সমূহ অবস্থিত। উত্তর প্রান্তে রাশিয়ার এই ফেডারেল জেলা দুটি সম্মিলিতভাবে দক্ষিণ রাশিয়া নামে পরিচিত।
 
ট্রান্সককেশীয়া বৃহত্তর ককেশীয়ার সীমানাকে চিনহিত করে। এর উত্তর সীমান্তে রয়েছে রাশিয়ার দক্ষিণাংশ, পশ্চিমে রয়েছে কৃষ্ণ সাগর ও [[তুরস্ক]], পূর্বে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে [[ইরান]]। লেসার ককেশীয় পর্বতশ্রেণী এবং তাঁকে ঘিরে থাকা নিম্নভূমিসমূহ এর অন্তর্ভুক্ত। সম্পূর্ণ [[আর্মেনিয়া]], আজারবাইজান (সর্ব উত্তরের অংশ বাদে) এবং জর্জিয়া (সর্ব উত্তরের অংশ বাদে) দক্ষিণ ককেশাসের অন্তর্ভুক্ত।
 
বৃহত্তর ককেশাসের সংলগ্ন জলবিভাজিকা [[ইউরোপ]] ও পশ্চিম এশিয়ার মধ্যবর্তী দীমাবেখা হিসেবে কাজ করে। ককেশাস অঞ্চলের সর্বোচ্চশৃঙ্গ [[এলব্রুস পর্বত]] পশ্চিম ককেশাসে অবস্থিত এবং একে ইউরোপের সর্বোচ্চচূড়া হিসেবে বিবেচনা করা হয়।
 
ককেশাস অঞ্চল তার ভাষা ও সাংস্কৃতিক দিক বিবেচনায় পৃথিবীর সর্বোচ্চ বৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলোর একটি।{{citation needed|date=May 2017}} ককেশাসের অন্তর্ভুক্ত [[জাতিরাষ্ট্র|জাতিরাষ্ট্রগুলোর]] মধ্যে রয়েছে [[সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র]] জর্জিয়া (আদজারা অন্তর্ভুক্ত), আজারবাইজান (নাখচিভান অন্তর্ভুক্ত), আর্মেনিয়া এবং [[রাশিয়ান ফেডারেশন]]। ককেশাসের অন্তর্ভুক্ত রাশিয়ার বিভাগগুলো হলো [[দাগেস্তান]], [[চেচনিয়া|চেচনিয়া]], [[ইঙ্গুশেতিয়া|ইঙ্গুশেটিয়া]], [[উত্তর ওশেতিয়া-আলানিয়া|উত্তর ওশেতিয়া-আলানিয়া]], কাবারদিনো-বাল্কারিয়া, কারাচে-চেরকেসিয়া, আদিজিয়া, ক্রাস্নোদার ক্রাই এবং স্তাভ্রোপোল ক্রাই।
 
এই অঞ্চলের তিনটি এলাকা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে, কিন্তু তারা জাতিসংঘের দ্বারা স্বীকৃত নয়। এলাকা তিনটি হলো আর্টসাখ প্রজাতন্ত্র, [[আবখাজিয়া]] এবং [[দক্ষিণ ওসেটিয়ায় অবস্থিত কূটনৈতিক মিশনের তালিকা|দক্ষিণ ওশেতিয়া]]। অধিকাংশ দেশ আবখাজিয়া ও দক্ষিণ ওটেশিয়াকে জর্জিয়ার অংশ এবং আর্টসাখকে আজারবাইজানের অংশ বলে মনে করে।
<gallery mode=packed heights=130>
Grozny-City Towers Facade Clocks.jpg|[[চেচনিয়া|চেচনিয়ার]] রাজধানী [[গ্রোজনি]]
Yerevan at night.jpg|[[আর্মেনিয়া|আর্মেনিয়ার]] রাজধানী [[ইয়েরেভান]]
Tbilisi sunset-6.jpg|[[জর্জিয়া (রাষ্ট্র)|জর্জিয়ার]] রাজধানী [[তিবিলিসি]]
Bakü gece görünüşü.jpg|[[আজারবাইজান|আজারবাইজানের]] রাজধানী [[বাকু]]
</gallery>
 
== জনসংখ্যা উপাত্ত ==