ডোমেইন (গণিত): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nrain (আলোচনা | অবদান)
অভিজ্ঞ কেউ বা কোন গণিতজ্ঞ দেখে দিলে একটু নিশ্চিত হওয়া যায়।
(কোনও পার্থক্য নেই)

২২:৩২, ২৬ এপ্রিল ২০০৮ তারিখে সংশোধিত সংস্করণ

সাধারণ ভাবে যেকোন বস্তু বা বিষয়ের সুসংহত এবং সন্নিবদ্ধ সংগ্রহ কে একত্রিত ভাবে যেই নাম বা পরিসর দ্বারা বুঝানো হয় তাকে ডোমেইন বলে। আর গণিতের ভাষায় ঐ সংগ্রহ পরিসীমাকে রেন্জ বলে।

গাণিতিক ব্যখ্যায় ডোমেইন: গণিতের ভাষায়, ডোমেইন হলো একটি ফাংশানকে সংজ্ঞায়িত করতে পারে এমন সদস্যের সেট। অন্যভাবে বলা যায়, কোন একটি নির্দিষ্ট শর্তকে পূরণ করতে পারে এমন উপাদানের সম্মিলিত সংগ্রহই একটি ফাংশন এর ডোমেইন।

উদাহরণ: কার্টেসিয়ান সমতলে এক্স অক্ষকে ডোমেইন বলা হয়।