জন স্নো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফোবক্স
Suvray (আলোচনা | অবদান)
খেলার ধরন - অনুচ্ছেদ সৃষ্টি
৯৪ নং লাইন:
'''জন অগাস্টিন স্নো''' ({{lang-en|John Snow}}; [[জন্ম]]: [[১৩ অক্টোবর]], [[১৯৪১]]) ওরচেস্টারশায়ারের পিপলটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৬০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্স ও ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে ভূমিকা পালন করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন ‘দি অ্যাবোমিনেবল স্নোম্যান’ ডাকনামে পরিচিত '''জন স্নো'''।
 
১৯৭৭ থেকে ১৯৭৯ সালে [[কেরি প্যাকার|কেরি প্যাকারের]] ব্যবস্থাপনায় চলমান বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশ নিয়েছেন জন স্নো।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Players/1/1270/Other_matches.html|title=Cricket Archive: Players|publisher=}}</ref>
দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন তিনি। [[ফ্রেড ট্রুম্যান]] ও [[বব উইলিস|বব উইলিসের]] সাথে তিনিও ইংল্যান্ডের সর্বাপেক্ষা অবিস্মরণীয় ফাস্ট বোলারের মর্যাদা লাভ করেছেন।
 
== খেলার ধরন ==
আক্রমণধর্মী ও খাঁটো প্রকৃতির বোলিং করে মাঠে বেশ কিছু ঘটনায় বিতর্কের সৃষ্টি করে গেছেন। ব্যাটসম্যানেরা তাঁর বোলিং মোকাবেলায় বেশ অস্বস্তিতে ভুগতো। কেমনভাবে ও কিভাবে বোলিং করবেন তা ভেবেই ব্যাটসম্যানেরা বিব্রতবোধ করতো। তবে, সাসেক্স ও ইংল্যান্ডে তিনি বেশ নিয়মানুবর্তীতা মেনে চলতেন। কিন্তু, দর্শকদের কাছে সঠিকমানের ভীতিপ্রদ ফাস্ট বোলারের প্রতিমূর্তি হিসেবে রয়ে যান।<ref>{{cite web|url=http://www.cricinfo.com/ci/content/image/372734.html?object=20282|title=(Photo) John Snow bowls|publisher=}}</ref>
 
দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন তিনি। [[ফ্রেড ট্রুম্যান]] ও [[বব উইলিস|বব উইলিসের]] সাথে তিনিও ইংল্যান্ডের সর্বাপেক্ষা অবিস্মরণীয় ফাস্ট বোলারের মর্যাদা লাভ করেছেন।<ref name="ReferenceA">p231, Swanton, 1986.</ref> উভয়ের সাথেই খেলোয়াড়ী জীবনের শেষদিকে একত্রে [[টেস্ট ক্রিকেট]] খেলেছেন। ১৯৬৭-৬৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও ১৯৭০-৭১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় বোলিং করে দলে বিজয়ে সবিশেষ অবদান রাখেন। ১৯৭৩ সালে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নামাঙ্কিত হন।
 
‘ক্রিকেট রেবেল’ শীর্ষক আত্মজীবনী প্রকাশ করেছেন। এতে সাসেক্স ও লর্ডস কর্তৃপক্ষের সাথে তাঁর মতানৈক্যের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।<ref name=Rebel>{{cite book |title=Cricket Rebel |last=Snow |first=John|year=1976 |publisher=Hamlyn |location= |isbn=0-6003-1932-6 |id= {{ASIN|0600319326|country=uk}} }}</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== বহিঃসংযোগ ==