পরিবহন প্রকৌশল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Chayan Islam (আলোচনা | অবদান)
"Transportation engineering" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
Chayan Islam (আলোচনা | অবদান)
৩৩ নং লাইন:
 
== বিমানবন্দর প্রকৌশল ==
বিমানবন্দর প্রকৌশলীরা বিমানবন্দরের নকশা প্রণয়ন ও নির্মাণ করে থাকেন। উড়োযানের ঘাতবল এবং উড়োযানের বাৎসরিক চাহিদার পরিমাণ মাথায় রেখে বছরে কয়টি উড়োযান নির্মিতব্য বিমানবন্দর থেকে উড্ডয়ন ও অবতরণ করবে- এ সব হিসাব মাথায় রেখে নকশা প্রণয়ন করেন। বিমানবন্দরের রানওয়ের অভিমুখ নির্বাচনের জন্য বিমানবন্দর প্রকৌশলীকে বায়ুপ্রবাহের অভিমুখ বিশ্লেষণ করতে হয়। পাশাপাশি রানওয়ের চওড়া, নিরাপত্তানিারাপত্তা এলাকা, উড়োজাহাজের এক পাখনার প্রান্ত থেকে অপর পাখনার প্রান্ত পর্যন্ত দূরত্ব ইত্যাদি হিসেব রাখতে হয়।
 
আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা, বাংলাদেশ (ICAB) বাংলাদেশে বিমান বন্দর সংকান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে।
 
== অনুশীলন ও প্রকৌশল ডিগ্রি ==
পরিবহণ প্রকৌশলী হতে হলে চার বছর মেয়াদী পুরকৌশলে স্নাতক সম্পন্ন করতে হবে। সমাপনী বর্ষে পুরকৌশলের এই পরিবহণ প্রকৌশল বিভাগে বিশেষায়িত অধ্যয়ন করতে হবে এবং গবেষণামূলক অভিসন্দর্ভপত্র প্রকাশ করতে হবে। পরবর্তীতে, স্নাতকোত্তরও করা যায় এ বিভাগে। বিশ্বের প্রায় সব প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পাঠক্রম অন্তর্ভুক্ত আছে। বাংলাদেশে বুয়েট সহ রুয়েট, কুয়েট, চুয়েট, আই.ইউ.টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায় এ বিষয়ে পাঠদান করা হয়।
 
== পাঠ্যসূচী ==
পরিবহণ প্রকৌশলে সাধারণ পুর-প্রকৌশলের অন্যান্য শাস্ত্রের পাশাপাশি নিম্নলিখিত শাস্ত্রগুলোর উপর পাঠদান করা হয়ঃ
 
'''১। সড়ক পরিবহণ'''
 
''ক) সড়কের উপাদান''
 
''খ) সুপার এলিভেশন''
 
''গ) রাস্তার ব্যাংকিং''
 
''ঘ) বুদ্ধিবৃত্তিক পরিবহণ ব্যবস্থা''
 
''ঙ) যান বাহনের চাহিদা''
 
''চ) রাস্তার ধারণ ক্ষমতা''
 
''ছ) পার্কিং এর নকশা''
 
''জ) জ্যামিতিক নকশায়ন''
 
'''২। বিমান পরিবহণ'''
 
'''৩। রেলপথ পরিবহণ'''
 
'''৪। জলপথ পরিবহণ'''
 
'''৫। জরিপ (সার্ভে)'''
 
'''৬। ব্যবহারিক জরিপ'''
 
== আরো দেখুন ==