প্রেরিত পিতর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sgsinha (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Sgsinha (আলোচনা | অবদান)
অনুবাদ
৯৩ নং লাইন:
যীশুর অন্তিম সান্ধ্যভোজে তিনি যখন তাঁর শিষ্যদের পা ধুয়ে দিতে চাইলেন, পিটার আপত্তি জানিয়েছিলেন। তবে যীশুর কথাই তাঁকে মানতে হয়েছিল। আজও বেশ কিছু খ্রীস্টধর্মাবলম্বি মন্ডি থার্সডে-র দিন এই পা ধোয়ার অনুষ্ঠান পালন করে থাকে।
 
তিনটি প্রধান সুসমাচারেই উল্লেখ আছে যে, যীশুকে যখন বন্দি করা হয়, তাঁর এক সঙ্গী প্রধান যাজকের এক ভৃত্যের ডান কান কেটে ফেলে। যোহনের সুসমাচার বলে যে পিটার ছিল সেই ঘাতক ও সেই ভৃত্যের নাম ছিল ম্যাল্কাস। লুক আরও উল্লেখ করে যে যীশু সেই কাটা কান সারিয়ে তোলেন এবং এটাই হয় তাঁর ৩৭ অলৌকিক ঘটনার অন্তিম চমৎকার। সুসমাচার অনুযায়ী এরপর পিটার তিনবার যীশুকে প্রত্যাখ্যান করেন। তবে যীশুর পুনরুত্থানে যীশুর প্রশ্নে তিনি তিনবার তাঁর প্রতি ভালোবাসা স্বীকার করেন।
 
মথির সুসমাচারে যীশু আত্মপরিচয় জানতে চাইলে পিটারই একমাত্র স্বীকার করেন যে তিনি মানবপুত্র হয়েও মশীহ, জীবন্ত ঈশ্বরের একমাত্র সন্তান। তখন যীশু পিটারকে <nowiki>''</nowiki> '''''মণ্ডলীর প্রস্তর''''' <nowiki>''</nowiki> বলে আখ্যান করেছিলেন এবং তাঁর হাতে স্বর্গের চাবিকাঠি তুলে দেবার কথা বলেছিলেন।
 
রোমীয় শাসনে তাঁকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়।