কাজ (পদার্থবিজ্ঞান): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
5465
203.78.144.25 (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
৪ নং লাইন:
'''কাজ''' হলো এমন একটি সম্পাদন যাতে [[বল]] প্রয়োগের ফলে কোনো বস্তুর [[সরণ]] হয়। পদার্থবিজ্ঞানে কাজ পরিমাপের একক হলো [[জুল]]। এক [[নিউটন]] পরিমাণ বল প্রয়োগে যদি এক কিলোগ্রাম বস্তুর এক মিটার সরণ হয় তবে সম্পাদিত কাজের পরিমাণ ১ জুল।
 
== কাজের সাধারণ ধারণা ==
দৈনন্দিন জীবনে '''কাজ''' সম্পর্কে আমাদের যে ধারণা, তার সাথে [[পদার্থবিজ্ঞান]]<nowiki/>গত ধারণার বেশ পার্থক্য রয়েছে। যেমন কোনো​ বস্তুকে দুহাতে আঁকড়ে উপরে তুলে আবার যেখান থেকে তোলা হলো সেখানে নামিয়ে রাখলে [[পদার্থবিজ্ঞান]] এর দৃষ্টিকোণ থেকে কাজের পরিমাণ হবে [[শূন্য]], অথচ নিত্যদিনকার ধারণামতে আমরা এটাকেও হয়তো কাজ বলব কারণ এর মাধ্যমে উত্তোলনকারী ক্লান্ত এবং ঘর্মাক্ত হয়ে পড়তে পারেন। [[পদার্থবিজ্ঞান|পদার্থবিজ্ঞানের]] [[ভাষা]]<nowiki/>য়, [[বল]] এবং বলের দিকে [[সরণ]]-এর [[উপাংশ]]-এর [[গুণফল]] হলো কাজ।