কাঁঠালিয়ার পুতুল, মুর্শিদাবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পাতা
 
সংশোধন, সম্প্রসারণ, বানান সংশোধন
১ নং লাইন:
'''কাঁঠালিয়ার পুতুল''' [[মুর্শিদাবাদ]] জেলার বিখ্যাত পুতুল। এই জেলার বিশেষ এক কুম্ভকার সম্প্রদায় এই ধরনের পুতুল তৈরী করেন। এই বিশেষ ধরনের পুতুল আজ প্রায় বিলুপ্ত। তবে এই পুতুল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাহায্যে পুনরায় হৃত গরিমা ফিরে পেয়েছে। পুতুলের গায়ে লাল কালো দোর কাটা দাগ এই পুতুলের সনাক্তকরি চিহ্ন। বর্তমানে সাধন পাল ও তার পরিবারের লোকেরা এই ধরনে পুতুল তৈরী করেন।
 
==ইতিহাস==
==উপজীব্য==
এখানকার পুতুল সাধারণ জন জীবনেরজনজীবনের নানা ঘটনা কে প্রতিভাত করে। জাতা পেশাই রত মহিলা সহ ধান্ভান্গার সময়ের বা দুজন মহিলার চুল বেঁধে দেবার মত নানা নিত্য নৈমিত্তিক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে।হয়।
এখানকার পুলিশ বা দারোগা অপুতুল খুব বিখ্যাত। ব্রিটিশ আমলের নানা দারোগাদের এখনো এই পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়। চন্দ্র শেখর, বৈদ্যনাথ, যাদবচন্দ্রএর মত দারোগার পুতুল এখানে বানানো হয়।
এখান কার পুলিশ বা দারোগা অপুতুল খুব বিখ্যাত।
==প্রস্তুত প্রণালী==
এখান কার পুতুলগুলোকে প্রথমে চাকায় করে নিয়ে পরে হাতে সুষম সঠিক আকার দেওয়া হয়। অভ্র মেশানো রং এই পুতুল কে অভাবনীয় সুন্দর করে তুলেছে। পুতুলের গায়ে দোর কাটা দাগ কাঠালিয়ার বিশেষ চিহ্ন।