নিকারাগুয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
স্থানাঙ্ক
১০২ নং লাইন:
=== অভিবাসী ===
অভিবাসীদের সংখ্যা নিকারাগুয়ায় সে'দেশের জনসংখ্যার তুলনায় যথেষ্টই বেশি। তবে তা কখনই ১৯৯৫ সাল পর্যন্ত জনসংখ্যার ১ শতাংশকে খুব বেশি অতিক্রম করেনি। ২০০৫ সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বিদেশে জন্মেছে এ'রকম জনসংখ্যা নিকারাগুয়ার মোট জনসংখ্যার ১.২ শতাংশ।<ref name = censos2005/><br />
[[ঊনবিংশ শতাব্দী|ঊনবিংশ শতাব্দীতে]] ইঊরোপের নানা দেশ, যেমন [[জার্মানি]], [[ইতালি]], [[স্পেন]], [[ফ্রান্স]], [[বেলজিয়াম]] থেকে বহু পরিবার নিকারাগুয়ায় এসে বসবাস শুরু করে। মূলত প্রশান্ত মহাসাগরীয় নিম্নভূমি ও মধ্যভাগের উচ্চভূমি অঞ্চলেই এরা বসতি স্থাপন করে। পরবর্তীকালে [[মধ্যপ্রাচ্য]] ও [[আরব উপদ্বীপ]] থেকেও বহু মানুষ নিকারাগুয়ায় এসে বসবাস শুরু করে। এরা মূলত [[সিরিয়া]], [[আর্মেনিয়া]], [[প্যালেস্তাইন]] ও [[লেবানন]] থেকে আসা মানুষ। সংখ্যায় এরা আজ প্রায় ৩০ হাজার। এছাড়াও ২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী নিকারাগুয়ায় চিনাচীনা অভিবাসীর সংখ্যাও প্রায় ১২ হাজার।<ref name = censos2005/> এদের মধ্যে এক মানাগুয়া শহরেই প্রায় ৮০০০ জনের বাস। ঊনবিংশ শতাব্দীতেই এই চিনারাচীনারা এ'দেশে আসতে শুরু করে। কিন্তু ১৯২০ সালের আগে স্থায়ীভাবে কোনও চিনাচীনা বসতির উল্লেখ পাওয়া যায় না।
 
=== ভাষা ===