ব্যবস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
বানান সংশোধন
৪৪ নং লাইন:
 
ঊনবিংশ শতাব্দীতে [[তাপগতিবিদ্যা]] পড়ুয়া একজন ফ্রেঞ্চ পদার্থবিদ [[নিকোলাস লিওনার্ড সাদি কার্নট]] প্রকৃতি বিজ্ঞানে "পদ্ধতি" ধারণাটির উন্নয়ন সাধিত করেন। ১৮২৪ সালে তিনি বাষ্পীয় ইঞ্জিনে একটি পদ্ধতির চর্চা করেন যার নাম তিনি দিয়েছিলেন ওয়ার্কিং সাবস্টেন্স (মূলত পানির বাষ্পের একটি ব্যাবস্থা)। এটি নির্ভর করে পদ্ধতিটির কাজ করার সক্ষমতার উপর, যখন এতে তাপ প্রয়োগ করা হয়। ওয়ার্কিং সাবস্টেন্সকে রাখা যায়, হয় একটি বয়লারের সাথে বা ঠাণ্ডা জলাধারের(ঠাণ্ডা পানির বাষ্প) সাথে অথবা একটি পিস্টনের সাথে(যাতে ওয়ার্কিং সাবস্টেন্স এটাকে ঠেলে/চাপ দিয়ে কাজ করতে পারে)
১৮৫০ সালে জার্মান পদার্থবিদ [[রুডলফ ক্লসিয়াস]] আশেপাশের পরিবেশের ধারণাটিকে যুক্ত করে চিত্রটিকে সাধারন রূপ দেন এবং "পদ্ধতি" প্রসঙ্গে ওয়ার্কিং বডি নামটির ব্যাবহারব্যবহার শুরু করেন।
 
জীববিজ্ঞানী [[লুডউইগ ভন বার্তালানফি]] (১৯০১-১৯৬৪) [[সাধারণ পদ্ধতি তত্ত্ব]] এর একজন অন্যতম উদ্ভাবক। ১৯৪৫ সালে তিনি উপস্থাপন করেন, পদ্ধতি বা তার উপশ্রেণীগুলো সরলীকরণের মডেল, নীতি ও সূত্র, তাদের একটি বিশেষ প্রকৃতির নিরপেক্ষতা, তাদের গঠনকারী উপাদানের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যকার সম্পর্ক বা বল।<ref name="Bertalanfy1945">1945, ''Zu einer allgemeinen Systemlehre,'' Blätter für deutsche Philosophie, 3/4. (Extract in: Biologia Generalis, 19 (1949), 139–164.</ref>
 
 
[[নরবার্ট উইনার]] (১৮৯৪-১৯৬৪) এবং [[রোজ এ্যাশবি]],যারা পদ্ধতিতে গণিতের ব্যাবহারেরব্যবহারের উদ্ভাবক, পদ্ধতির ধারণাতে গুরুত্বপূর্ণ উন্নয়ন এনেছেন।<ref name="Bertalanfy1945">1945, ''Zu einer allgemeinen Systemlehre,'' Blätter für deutsche Philosophie, 3/4. (Extract in: Biologia Generalis, 19 (1949), 139–164.</ref>