মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tosikul bd (আলোচনা | অবদান)
Tosikul bd (আলোচনা | অবদান)
Tag correction
৫২ নং লাইন:
 
==স্বাধীনতার পথে==
[[থমাস পাইন|থমাস পাইনের]] পুস্তিকা "<nowiki>[[কমন সেন্স(পুস্তিকা)|কমন সেন্স]]</nowiki>" ১৭৭৬ সালের জানুয়ারীতে প্রকাশিত হয়, যখন এটা পরিষ্কার হয়ে যায় যে রাজা মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করতে অনিচ্ছুক<ref>Rakove, ''Beginnings of National Politics'', পৃ: ৮৮-৯০।</ref>। পাইন তখন সাম্রতিক ইংল্যান্ড থেকে উপনিবেশতে এসেছেন। তিনি উপনিবেশর স্বাধীনতার পক্ষে কথা বলেন। রাজতন্ত্র ও পুরুষানুক্রমিক শাসনের বিকল্প হিসেবে তিনি প্রজাতন্ত্রনীতি সমর্থন করেন<ref>Christie and Labaree, ''Empire or Independence'', ২৭০; Maier, ''American Scripture'', ৩১-৩২।</ref>। "কমন সেন্স" নতুন কোন ধারণা দেয় নি<ref>Jensen, ''Founding'', পৃ: ৬৬৭।</ref> এবং কংগ্রেসের স্বাধীনতা বিষয়ে চিন্তাভাবনার উপর সম্ভবত খুব কম প্রভাব ফেলেছিল। এর গুরুত্ব ছিল এমন একটি বিষয়ে জনবিতর্ক তুঙ্গে দেয়াতে যা পূর্বে খুব কম লোকই খোলাখুলি আলোচনার সাহস করত<ref>Rakove, ''Beginnings of National Politics'', পৃ: ৮৯; Maier, ''American Scripture'', পৃ: ৩৩।</ref>। পাইনের ব্যাপকভাবে জনপ্রিয় পুস্তিকা প্রকাশের পর গ্রেট ব্রিটেন থেকে পৃথকীকরণের জন্য জনসমর্থন ক্রমে বৃদ্ধি পায়<ref>Maier, ''American Scripture'', পৃ: ৩৩-৩৪।</ref>।
[[Image:Independence Hall Assembly Room.jpg|thumb|left|ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলের সমাবেশ কক্ষ যেখানে ২য় কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে]]
কিছু ঔপনিবেশিক তখনো সমঝোতার আশা করত কিন্তু ১৭৭৬ সালের প্রথম দিকের ঘটনাপ্রবাহ স্বাধীনতার পক্ষে জনসমর্থনকে আরো শক্তিশালী করে। ১৭৭৬ সালের ফেব্রুয়ারীতে উপনিবেশিকরা পার্লামেন্ট কর্তৃক প্রহিবিটরি অ্যাক্ট(নিষেধমূলক আইন) পাসের কথা জানতে পারে যার মাধ্যমে আমেরিকার বন্দরগুলোতে অবরোধ এবং আমেরিকার জাহাজকে শত্রু নৌযিন হিসেবে ঘোষণা করা হয়। [[জন অ্যাডামস]] যিনি স্বাধীনতার কট্টোর সমর্থক ছিলেন, বিশ্বাস করতেন যে কংগ্রেসের পূর্বেই পার্লামেন্ট কার্যত আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে। অ্যাডামস প্রহিবিটরি অ্যাক্টকে "ব্রিটিশ সাম্রাজ্যের সম্পূর্ণ বিভাজন" উল্লেখ করে, "ইনডিপেনডেন্সী অ্যাক্ট(স্বাধীনতার আইন)" হিসেবে অভিহিত করেন<ref>Hazelton, ''Declaration History'', ২০৯; Maier, ''American Scripture'', ২৫-২৭।</ref>। স্বাধীনতা ঘোষণার পক্ষে সমর্থন আরো বেড়ে যায় যখন এটা সুনিশ্চিত হয় যে রাজা জর্জ তার মার্কিন প্রজাদের বিরুদ্ধে জার্মানির সৈন্যদের ভাড়া করেন<ref>Friedenwald, ''Interpretation'', ৬৭।</ref>।