তুর্কি–ইতালীয় যুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
→‎পটভূমি: তথ্য সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৬ নং লাইন:
 
== পটভূমি ==
 
[[রুশ–তুর্কি যুদ্ধ (১৮৭৭–১৮৭৮)|১৮৭৭–১৮৭৮ সালের যুদ্ধে]] [[রুশ সাম্রাজ্য|রাশিয়া]]র নিকট [[অটোমান সাম্রাজ্য|তুরস্কের]] পরাজয়ের পর ১৮৭৮ সালে অনুষ্ঠিত [[বার্লিন কংগ্রেস|বার্লিন কংগ্রেসে]] [[ইতালি]] অটোমান-নিয়ন্ত্রিত [[লিবিয়া]]র ওপর কর্তৃত্ব দাবি করে। এসময় [[যুক্তরাজ্য]] ও [[ফ্রান্স]] যথাক্রমে অটোমান-নিয়ন্ত্রিত [[তিউনিসিয়া]] ও [[সাইপ্রাস]] দখল করে নিলে ইতালীয় কূটনীতিকরা সম্মেলনে এ ব্যাপারে তাঁদের সরকারের আপত্তির প্রতি ইঙ্গিত করেন। ফরাসিরা জবাব দেয় যে, অটোমান-নিয়ন্ত্রিত [[ত্রিপোলি]]র ওপর ইতালির কর্তৃত্ব মেনে নিতে তারা প্রস্তুত। ১৯০২ সালে ইতালি ও ফ্রান্স একটি গোটন চুক্তিতে স্বাক্ষর করর এবং চুক্তির মাধ্যমে একে অপরকে [[ত্রিপোলিতানিয়া]] ও [[মরক্কো]]য় ইচ্ছেমতো হস্তক্ষেপ করার স্বাধীনতা প্রদান করে<ref>{{cite web|url=http://www.thecorner.org/hist/wwi/alliance.htm|title=Alliance System / System of alliances|accessdate=2007-04-03|work=thecorner.org}}</ref>। কিন্তু ইতালীয় সরকার এ সুযোগের সদ্ব্যবহার করতে গড়িমসি করে এবং পরবর্তী বছরগুলোতে লিবিয়ার ভূগোল ও সম্পদ সম্পর্কে তাদের জ্ঞান সীমিতই থেকে যায়।
 
ইতালীয় প্রচারমাধ্যম ১৯১১ সালের মার্চের শেষদিকে লিবিয়া আক্রমণের সমর্থনে একটি বড় ধরনের প্রচারাভিযান আরম্ভ করে। তারা কল্পিতভাবে লিবিয়াকে খনিজসম্পদে সমৃদ্ধ, পানিসমৃদ্ধ এবং মাত্র ৪,০০০ অটোমান সৈন্য দ্বারা সুরক্ষিত বলে বর্ণনা করে। তারা লিবিয়ার জনসাধারণ [[অটোমান সাম্রাজ্য|অটোমান]]দের প্রতি শত্রুভাবাপন্ন ও ইতালীয়দের প্রতি বন্ধুসুলভ বলেও প্রচারণা চালায়। সম্ভাব্য আক্রমণাভিযানটি কেবল "সামরিক কুচকাওয়াজে"র চেয়ে একটু বেশি হবে বলে তারা মত প্রকাশ করে।
 
== সামরিক অভিযান ==