মুরারিচাঁদ কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2A03:2880:1010:6FE7:FACE:B00C:0:8000 (আলাপ)-এর সম্পাদিত 2788213 নম্বর সংশোধনটি ব...
Imonreza (আলোচনা | অবদান)
৫১ নং লাইন:
১৮৯২ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত রাজা গিরিশচন্দ্র রায় নিজেই কলেজটির সকল খরচ বহন করেন। ১৯০৮ সালে রাজা মারা গেলে কলেজটি সরকারী সহায়তা চায়। তখন থেকে কলেজটি সরকারী সহায়তায় পরিচালিত হতে থাকে। এরপর ১৯১২ সালে কলেজটি পূর্ণাঙ্গ সরকারি কলেজ রুপে আত্মপ্রকাশ করে। একই বছর তৎকালীন আসামের চিফ কমিশনার স্যার আর্চডেল আর্ল কলেজটিকে ২য় শ্রেণীর কলেজ থেকে ১ম শ্রেণীর কলেজে উন্নীত করেন । ১৯১৩ সালে কলেজে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ক্লাস চালু হয়। পরবর্তীতে জননেতা আব্দুল মজিদ (কাপ্তান মিয়া) সহ আরো অনেকে মিলে ১৮০০০ টাকা অনুদান দিলে কলেজটিতে স্নাতক শ্রেণী চালু হয়।
 
১ম বিশ্বযুদ্ধ ও অন্যান্য নানা সমস্যার কারনে কলেজের ক্যাম্পাস পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। তখন কলেজ থেকে ৩ কি. মি. দুরে থ্যাকারে টিলায় (বর্তমান টিলাগড়) ১২৪ একর ভুমি নিয়ে বিশাল ক্যাম্পাসে কলেজ স্থানান্তর করা হয়। সে সময় কলেজের ছাত্র স্ংখাছাত্রসংখ্যা ছিল ৫৬৮ জন। ১৯২১ সালে তৎকালীন আসামের গভর্ণর স্যার উইলিয়াম মরিস কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯২৫ সালে ভবন নির্মাণ সম্পন্ন হলে তা উদ্বোধন করেন তৎকালীন আসামের গভর্ণর স্যার উইলিয়াম রীড।
 
১৯৪৭ এর [[দেশ বিভাগ|দেশ বিভাগের]] পূর্ব পর্যন্ত কলেজটি [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] অধিভুক্ত ছিল। দেশ বিভাগের পর এটি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] অধীনে আসে। পরবর্তীতে [[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়]] প্রতিষ্ঠিত হলে ১৯৬৮ সালে কলেজটি [[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের]] অধিভুক্ত হয়, এবং সর্বশেষ ১৯৯২ সালে [[বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়]] প্রতিষ্ঠার পর দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ এর মত মুরারিচাঁদ কলেজটিকেও [[বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়]] এর অধিভুক্ত করা হয় এবং অধ্যাবধি রয়েছে।
 
== ক্যাম্পাস ==
৮৪ নং লাইন:
== একাডেমিক সুযোগ সুবিধা ==
=== একাডেমিক ভবন ===
বর্তমানে কলেজে ৯ টি৯টি একাডেমিক ভবন রয়েছে। এ ভবনগুলো প্রধানত শ্রেণীকক্ষ, লাইব্রেরী ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। বেশিরভাগ বিভাগেরই নিজস্ব ভবন রয়েছে।
 
=== লাইব্রেরী ===
১১২ নং লাইন:
 
* রোভার স্কাউট - [[বাংলাদেশ স্কাউটস]] এর [[রোভার অঞ্চল]] এ [[সিলেট জেলা রোভার স্কাউটস]] এর অধীনে ৩টি রোভার ইউনিট ও একটি গার্ল ইন-রোভার ইউনিট রয়েছে।
* বি. এন. সি. সি. - কলেজের [[বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর]] এর ময়নামতি ব্যাটলিয়ন এর অধীন একটি প্লাটুন রয়েছে ।
* মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রেসক্লাব - বাংলাদেশ সপ্তম প্রাচীন বিদ্যাপীট মুরারিচাঁদ (এমসি) কলেজ ১৮৯২ সালে প্রতিষ্টা লাভের পরে ২০১৭ এর ১৩ সেপ্টেম্বর ১২৫ বছরের বর্ণমালা যাত্রা নতুন পালক যোগ করেছে। ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের প্রথম সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করে মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রেসক্লাব।
* ডিবেটিং ক্লাব
* ম্যাথ ক্লাব