লিওনেল টেনিসন, তৃতীয় ব্যারন টেনিসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
সামরিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৭৪ নং লাইন:
== কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ ==
১৯১৯ থেকে ১৯৩২ সাল পর্যন্ত হ্যাম্পশায়ার ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিওনেল টেনিসন। তন্মধ্যে, ১৯২২ সালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে অনুষ্ঠিত স্মরণীয় খেলাটিতেও দলকে পরিচালনা করেছেন। প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে গুটিয়ে যায় হ্যাম্পশায়ার দল। ফলো-অনের কবলে পরে তারা ৫২১ রান তুলে ও শেষ পর্যন্ত ১৫৫ রানে জয় পায় হ্যাম্পশায়ার।<ref>{{cite web|title=Warwickshire v Hampshire 1922|url=https://cricketarchive.com/Archive/Scorecards/10/10456.html|website=CricketArchive|accessdate=3 July 2017}}</ref>
 
== সামরিক জীবন ==
১৯৩৩ সালে আত্মজীবনীমূলক গ্রন্থ ফ্রম ভার্স ও ওর্স প্রকাশ করেন। যুদ্ধে দ্বিতীয়বারের মতো পশ্চিম রণাঙ্গন থেকে তাঁর ফিরে আসাকে ঘিরে এ গ্রন্থে তুলে ধরেন তিনি।
 
৯ আগস্ট, ১৯৩১ তারিখে লন্ডনের চেলসীভিত্তিক আঞ্চলিক সেনা ইউনিট রয়্যাল আর্টিলারির ৫১তম হেভি এন্টি-এয়ারক্রাফ্ট রেজিমেন্টের সম্মানীয় কর্নেল হিসেবে নিযুক্ত হন তিনি। ১৯৪৭ সাল পর্যন্ত এ পদে নিযুক্ত ছিলেন লিওনেল টেনিসন।<ref>''Monthly Army List'' 1931–39.</ref><ref>''Burke's Peerage''.</ref>
 
ক্লেয়ার টেনান্ট নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। ৬ জুন, ১৯৫১ তারিখে ৬১ বছর বয়সে পূর্ব সাসেক্সের বেক্সহিল-অন-সী এলাকায় তাঁর দেহাবসান ঘটে।
 
== তথ্যসূত্র ==