আলেক্সান্দ্‌র নেভ্‌স্কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন নিবন্ধ শুরু
 
পরিচ্ছেদ যোগ
১ নং লাইন:
{{অন্য ব্যবহার}}
{{তথ্যছক সাধু
{{Infobox saint
| name = সন্ত আলেক্সান্দ্‌র নেভ্‌স্কি
| native_name = Святой Александр Невский
৩৪ নং লাইন:
}}
 
'''সন্ত আলেক্সান্দ্‌র ইয়ারোস্লাভিচ নেভ্‌স্কি''' ({{lang-ru|Алекса́ндр Яросла́вич Не́вский}}; {{IPA-ru|ɐlʲɪˈksandr jɪrɐˈsɫavʲɪtɕ ˈnʲɛfskʲɪj|pron|Ru-Alexander Nevsky.ogg}}; ১২ মে ১২২১<ref name="rozhdenia"/> &ndash; ১৪ নভেম্বর ১২৬৩) ছিলেন নভগোরদের যুবরাজ (১২৩৬-৫২), কিয়েভের মহা যুবরাজ (১২৩৬-৫২) এবং ভ্লাদিমিরের মহা যুবরাজ (১২৫২-৬৩)। তিনি কিয়েভান রুস ইতিহাসের সবচেয়ে কঠিনবিপর্যস্ত সময়ের শাসক ছিলেন।
 
সন্ত আলেক্সান্দ্‌র ছিলেন ভসেভলদের পৌত্র এবং মধ্যযুগীয় রুস ধর্মের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। জার্মান ও সুইডিশ আক্রমণকারীদের বিরুদ্ধে তার সেনাবাহিনীর বিজয়ের ফলে তিনি কিংবদন্তি পর্যায়ে চলে যান। তিনি ১৫৪৭ সালে মেত্রোপলিত মাকারিয়াস কর্তৃক রুশ গোঁড়বাদী গির্জার সন্ত হিসেবে সিদ্ধপ্রাপ্ত হন।<ref>[{{ওয়েব উদ্ধৃতি |url=http://www.abc-people.com/data/nevskiy/dat13.htm "|title=The Faithful Saint Prince Alexandr Nevsky"] {{ru|publisher=abc-people icon}},|language=রুশ article|accessdate=২০ readনভেম্বর on 4.11.2010২০১৭}}</ref>
 
==শৈশব ও যৌবন==
নেভ্‌স্কি ১২২১ সালের ১২ মে রাশিয়ার [[প্রেরস্লাভ্লপেরেস্লাভ্ল-জালেস্‌স্কি]]তে জন্মগ্রহণ করেন। তিনি যুবরাজ ইয়ারোস্লাভ ভসেভলদভিচ ও রস্তিস্লাভা মস্তিস্লাভ্‌নার দ্বিতীয় পুত্র। তার মাতা মস্তিস্লাভ্‌না যুবরাজ মস্তিস্লাভ মস্তিস্লাভিচের কন্যা। আলেক্সান্দ্‌রের ভ্লাদিমিরের সিংহাসন দাবী করার কোন সুযোগ ছিল না। ১২৩৬ সালে নভগরদের বাসিন্দারা তাকে নভগরদের যুবরাজ হওয়ার জন্য ডেকে পাঠায়, এবং সুইডিশ ও জার্মান আক্রমণকারীদের থেকে উত্তরপশ্চিম অঞ্চলকে রক্ষার জন্য সেনাবাহিনীর প্রধান হওয়ার আমন্ত্রণ জানায়।
 
==রাজনৈতিক জীবন==
[[চিত্র:Alexander Nevskiy receiving papal legates by Siemiradzki (litography).jpg|thumb|নেভ্‌স্কি রোমান পোপের দূতকে স্বাগত জানাচ্ছেন।]]
 
লিভোনিয়ার আক্রমণের পর নেভ্‌স্কি রাশিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে শক্তিশালী করতে শুরু করেন। তিনি নরওয়েতে তার দূত প্রেরন করেন এবং ১২৫১ সালে রাশিয়া ও নরওয়ের মধ্যে প্রথম শান্তি চুক্তি সাক্ষরিত হয়। নেভ্‌স্কি তার সৈন্য নিয়ে ফিনল্যান্ডে যান এবং সুইডিশদের তাড়াতে সফল হন। সুইডিশরা পরে ১২৫৬ সালে [[বাল্টিক সাগর|বাল্টিক সাগরে]] আরেকটি প্রতিরোধের প্রচেষ্টা করেছিল।<ref>{{বই উদ্ধৃতি |url=https://books.google.com/books?id=piIJAAAAIAAJ&q=1256+narova&dq=1256+narova&pgis=1 |title=The Chronicle of Novgorod, 1016-1471 |language=ইংরেজি |publisher=Books.google.com |date=2004-11-28 |accessdate=২০ নভেম্বর ২০১৭}}</ref>
নেভ্‌স্কি সতর্ক ও দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রমাণ করেন। তিনি রাশিয়া ও গোল্ডেন হোর্ডের মধ্যে যুদ্ধের লক্ষ্যে রোমান কুরিয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেন কারণ তিনি বুঝতে পারেন তারা যেহেতু তখন শক্তিশালী, [[তাতার]]দের সাথে এই যুদ্ধ কোন ফল বয়ে আনবে না। ইতিহাসবেত্তাগণ [[মঙ্গোল]]দের সাথে নেভ্‌স্কির আচরণের ব্যাপারে নিশ্চিত নয়। তিনি হয়ত ভেবেছিলেন [[ক্যাথলিক চার্চ|ক্যাথলিকবাদ]] [[খান]]দের প্রতি শ্রদ্ধা জানানোর চেয়েও বড় হুমকি, যেখানে স্লাভ ধর্ম ও সংস্কৃতিতে খানদের কম আগ্রহ রয়েছে। বিতর্ক রয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবেই উত্তর স্লাভ পৌরসভা ও শহর রাজ্যসমূহ মঙ্গোলদের অধীনে মিত্ররাজ্য করে রেখেছিলেন যাতে তিনি তার আত্মমর্যাদা অক্ষুণ্ন রাখতে পারেন এবং হোর্ডদের বন্ধু ভেবে তাকে কেউ আক্রমণ করবে না। নেভ্‌স্কি তার কর্তৃত্ব জোরদার করার চেষ্টা করেন এবং একই সাথে দেশে মঙ্গোল বিরোধী বিপ্লব দমন করেন।
 
==ভ্লাদিমিরের মহা যুবরাজ==
সারতাক খানের সাথে তার বন্ধুত্বের ফলে ১২৫২ সালে নেভ্‌স্কিকে ভ্লাদিমিরের মহা যুবরাজ করা হয়। এক দশক পরে নেভ্‌স্কি গোল্ডেন হোর্ডের রাজধানী সারাই থেকে ফিরার পথে [[ভোলগা নদী]]র তীরবর্তী গরোদেৎস শহরে মারা যান। মৃত্যুর পূর্বে তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন এবং তার ধর্মীয় নাম রাখা হয় আলেক্সেই।<ref>Begunov, K., translator, Second Pskovian Chronicle, ("Isbornik", Moscow, 1955) pp.11–15.</ref>
 
==বিবাহ ও সন্তানাদি==
নভগোরদ প্রথম কালক্রম অনুসারে, আলেক্সান্দ্‌র ১২৩৯ সালে পোলাৎস্ক ও ভিতেব্‌স্কের যুবরাজ ব্রিয়াচেস্লাভ ভাসিকোভিচের কন্যাকে বিয়ে করেন। এই বইতে তার নাম উল্লেখ করা হয় নি। বংশ সংক্রান্ত নামের তালিকা থেকে জানা যায় তার নাম পারস্কেভিয়া বা আলেক্সান্দ্রা (সম্ভবত প্রথমটি জন্মনাম ও দ্বিতীয়টি বিবাহোত্তর নাম)। তাদের পাঁচ সন্তান ছিল।
* ভাসিলি আলেক্সান্দ্রোভ্‌না, নভগোরদের যুবরাজ (আনু. ১২৩৯-১২৭১)। ১২৫১ সালে যুবরাজ্ঞী ক্রিস্তিনার সাথে তার বাগদান হয়। কিন্তু পরে তা ভেঙ্গে যায়। ক্রিস্তিনা কাস্তিলের তৃতীয় ফার্দিনান্দ ও এলিসাবেথের পুত্র ফেলিপেকে বিয়ে করে।
* ইউদজিয়া আলেক্সান্দ্রভ্‌না, স্মোলেন্‌স্কের যুবরাজ কনস্তান্তিন রস্তিস্লাভিচের সাথে বিবাহ হয়।
* পেরস্লাভ্লের দিমিত্র (আনু. ১২৫০-১২৯৪)
* গরোদৎসের আন্দ্রেই (আনু. ১২৫৫ - ২৭ জুলাই ১৩০৪)
* মস্কোর দানিয়েল (১২৬১ - ৪/৫ মার্চ ১৩০৩)
 
নেভ্‌স্কি তার মৃত্যুর কিছুদিন পূর্বে ভাসিলিসা বা ভাসাকে বিয়ে করেন।<ref>''Н. М. Карамзин.'' [http://magister.msk.ru/library/history/karamzin/kar04_02.htm История государства Российского. Том 4. Глава 2] Существование второй жены Александра у историков вызывает сомнения. Некоторые полагают, что Васса — монашеское имя Александры Брячиславовны. Подробнее по этому вопросу см. А. Карпов, Александр Невский (ЖЗЛ), М.: Молодая гвардия, 2010. С. 89
{{ISBN|978-5-235-03312-2}}</ref> তাদের কোন সন্তান ছিল না।
 
==তথ্যসূত্র==