উইকিপিডিয়া:আলাপ পাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rabiulkarimrobi (আলাপ)-এর সম্পাদিত 2739969 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি, বাংলাদেশ।
২৫ নং লাইন:
*'''[[উইকিপিডিয়া:সাক্ষর করুন|আপনাকে অবশ্যই কোনো আলাপ পাতায় বার্তা রাখার পর আপনার সাক্ষর প্রদান করতে হবে]]'''। সাক্ষর প্রদানের জন্য আপনার বার্তার শেষে '''চারটি টিল্ডা চিহ্ন''': <nowiki>(~~~~) যোগ করুন; এর ফলে বার্তার শেষে আপনার ব্যবহারকারী নাম ১৯:৩৫, ১০ জানুয়ারি ২০০৬ (UTC)</nowiki> লেখাগুলো যুক্ত হবে। এ সম্পর্কে আরো জানতে: [[উইকিপিডিয়া:স্বয়ংক্রিয়ভাবে যুক্ত উইকিটেক্সট|স্বয়ংক্রিয়ভাবে যুক্ত উইকিটেক্সট দেখুন]]।
 
মুক্তিযুদ্ধ বাঙ্গালীর কয়েক হাজার বছরের কালজয়ী ও সর্বশ্রেষ্ট ঘটনা। অসীম সাহসীকতা, বীরত্বগাথা আত্মত্যাগ আর অবর্ণনীয় দুঃখকষ্ট উৎরে যাওয়ার এক বড় ক্যানভাস। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসই রচিত হয়েছে কিন্তু এর সূর্য্যসৈনিক যারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের ইতিহাস নেই।কিন্তু তারা বাঙ্গালী জাতীর বীর ও সর্বশ্রেষ্ট সন্তান। আর এই প্রত্যেকটা মুক্তিযোদ্ধারই আছে আলাদা আলাদা অসীম সাহসীকতা, বীরত্বগাথা দিনপঞ্জি ও আত্মত্যাগের ইতিহাস। কালের গহব্বরে অনেকেই আজ বিলিন হয়ে গেছেন , কিছু সংখ্যক এখনও বেঁচে আছেন,তাঁদের আমরা ক‘জনই বা চিনি ও তাদের খোজ রাখতে পারি? এদেরও একদিন আমাদের বিদায় দিতে হবে।“মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তেহলে সেই সব অকুতভয় কালজয়ী বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ অত্যান্ত জরুরী” এবং আগামী প্রজন্মের কাছে এই সব মুক্তিযোদ্ধাদের অসীম সাহসীকতা,বীরত্বগাথা আত্মত্যাগের ইতিহাস পৌছে দেয়া আমাদেরই দায়িত্ব ও কর্তব্য।
== কোনো আলাপ পাতায় প্রবেশ করা ==
কোনো আলাপ পাতায় প্রবেশ করতে ''{{lc:{{MediaWiki:Talkpagelinktext}}}}'', ''{{lc:{{MediaWiki:Talk}}}}'', বা ''{{lc:{{MediaWiki:Talkpage}}}}'' নামাঙ্কিত ট্যাবগুলোতে ক্লিক করুন। এই লিঙ্কগুলো আপনি কোনো পৃষ্ঠার উপরের দিকে বা ক্ষেত্রবিশেষে পাতার বাম পাশে খুঁজে পাবেন।
 
“মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি” স্বউদ্যোগে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যাক্তিগত যুদ্ধের ইতিহাস সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর যুদ্ধের বর্ণনা, মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র ও বীরত্ব গাথা যুদ্ধের ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ওয়েব সাইট (www.mssangsad.com ) ও বই আকারে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।ভুয়া মুক্তিযোদ্ধাদের কোন যুদ্ধের ইতিহাস নেই আর এরা দেশের শত্রু এরা দেশের সম্পদ বিনষ্টকারী ।
আলাপ পাতার সবচেয়ে বেশি প্রদর্শিত ও আদর্শ নামস্থান হচ্ছে '''আলাপ:''' সেই সঙ্গে নিবন্ধের শিরোনাম। উদারহরণস্বরূপ: [[মিশর]] নিবন্ধের আলাপ পাতার নাম [[আলাপ:মিশর]]। নিবন্ধ ছাড়া অন্যান্য প্রকারের নিবন্ধের ক্ষেত্রে "আলাপ:" যুক্ত হয় ঐ পাতার প্রকারের নামের পরবর্তীতে। উদাহরণস্বরূপ: ব্যবহারকারী প্রকারের পাতার আলাপ পাতার ক্ষেত্রে ঐ আলাপ পাতার নাম হয় '''ব্যবহারকারী আলাপ:'''। ব্যবহারকারী আলাপ পাতা কোনো ব্যবহারকারী পাতার সহযোগী পাতা।
 
পরিশেষে সরকার ও স্বাধীনতার স্বপক্ষের প্রত্যেক ব্যক্তিবর্গের কাছে সার্বিক সহযোগীতা কামনা করছি।
যখন আপনি আলাপ পাতায় আছেন, তখন নিবন্ধ পাতায় যেতে, ঐ পাতার উপরের অবস্থিত "নিবন্ধ" বা "Article" ট্যাবে ক্লিক করুন। পাতার প্রকারের ওপর ভিত্তি করে এটি "প্রকল্প পাতা", "Projectpage" ইত্যাদি নামে থাকতে পারে।
ধন্যবাদান্তে
মোঃ মাসুদুল করিম অরিয়ন
সভাপতি ও উদ্যোক্তা
মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি, বাংলাদেশ।
যোগাযোগঃ ০১৭১৫-৪৪৮৪২৮/০১৭০৬-৪৫০৫৩
 
== আপনার জন্য নতুন বার্তাসমূহ ==