সাদাও আরাকি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Elin Ranjan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Elin Ranjan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪১ নং লাইন:
আরাকি [[কোমা,টোকিও]] তে জন্মগ্রহণ করেন।তার পিতা [[তোকুগাওয়া পরিবারের]] [[গোসাঙ্কিও |হিতোৎসুবাসি শাখা]]র একজন প্রাক্তন[[সামুরাই]] ছিলেন।আরাকি নভেম্বর ১৮৯৭ এ [[ইম্পেরিয়াল জাপানিজ আর্মি একাডেমী]] থেকে উত্তীর্ণ হন এবং পরবর্তী জুনে সেকেন্ড লেফট্যানান্ট হিসাবে নিযুক্ত হন।
১৯০০ সালে লেফটেন্যান্ট এবং ১৯০৪ এর জুনে ক্যাপ্টেন হবার পর আরাকি [[রুশ-জাপানি যুদ্ধে]] [[ইম্পেরিয়াল গার্ড অব জাপান|১ম ইম্পেরিয়াল রেজিমেন্ট]]এর কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন।
যুদ্ধের পরে আরাকি ফিরে গিয়ে [[আর্মি যুদ্ধ কলেজ (জাপান)|আর্মি স্টাফ কলেজ]] থেকে ক্লাসের সেরা হিসাবে উত্তীর্ণ হন। তিনি এপ্রিল ১৯০৮ এ [[ইম্পেরিয়াল জাপানিজ আর্মি জেনারেল স্টাফ]] হিসাবে এবং রাশিয়াতে নভেম্বর ১৯০৯ থেকে মে ১৯১৩ পর্যন্ত ভাষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁকে সেন্ট পিটার্সবার্গের সামরিক সহদূত নিযুক্ত করা হয়। ১৯০৯ এর নভেম্বরে তিনি মেজর ও ১৯১৫ এর আগস্টে লেফট্যানান্ট কর্নেলে উন্নীত হন। কোয়ান্তাং আর্মি তে এসাইন করা হয় তাঁকে।১৯১৮ এর ২৪ জুলাই কর্নেল হবার পর, আরাকি ভ্লাদিভস্তকে অভিযাত্রী আর্মি সদরদপ্তরে ১৯১৮-১৯ পর্যন্ত স্টাফ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এসময় জাপানিরা বলশেভিক লাল ফৌজের বিরুদ্ধে সাইবেরীয় হস্তক্ষেপ করছিল। আরাকি আইজেএ ২৩তম পদাতিক রেজিমেন্টে সেনাধ্যক্ষ ছিলেন। সাইবেরিয়াতে থাকাকালীন আরাকি রুশ দূর প্রাচ্য এবং বৈকাল হ্রদে একাধিক গুপ্ত অভিযান পরিচালনা করেন।
 
==১৯৪৫ এর পর==