হিদেতোশি নাকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
পেরুগিয়া -> পেরুজা
আফতাব বট (আলোচনা | অবদান)
জাতীয়তাসূচক বিশেষণ সংশোধন: ই(তা|টা)(লি|লী)য়ান → "ইতালীয়"
৬৬ নং লাইন:
|nationalgoals4=১১}}
 
'''হিদেতোশি নাকাতা''' ([[জাপানি ভাষা|জাপানি ভাষায়ঃ]] 中田 英寿, জন্মঃ [[২২ জানুয়ারি]], [[১৯৭৭]]) জাপানের অবসরপ্রাপ্ত ফুটবল খেলোয়াড়। তার সময়কালে তিনি এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ছিলেন। ১৯৯৫ সালে তিনি পেশাদারী পর্যায়ে ফুটবল খেলা শুরু করেন। পরপর দু'বার এশিয়ান ফুটবল সংস্থা তাঁকে এশিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত করে। জাপান জাতীয় ফুটবল দলের পক্ষ হয়ে তিনবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি ইতালির অন্যতম সর্বোচ্চ সম্মাননা [[নাইট]] পদবী হিসেবে [[অর্ডার অব দ্য স্টার অব ইটালিয়ানইতালীয়]] লাভ করেন।<ref name="nakata_knight">{{সংবাদ উদ্ধৃতি|title=Arise, Sir Nak!|url=http://archive.thisislancashire.co.uk/2005/10/14/872606.html|publisher=This Is Lancashire|date=October 14, 2005|accessdate=July 3, 2006}}</ref> এছাড়াও, নাকাতা [[ফ্যাশন]] জগতের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি নিয়মিতভাবে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাপড় পরিধান করে [[ফ্যাশন শো|ফ্যাশন শোতে]] অংশ নিয়ে থাকেন।
 
২৯ বছর বয়সে ৩ জুলাই, ২০০৬ সালে নাকাতা আনুষ্ঠানিকভাবে তাঁর [[অবসর|অবসরের]] কথা ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি দশ বছরের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি টানেন। তন্মধ্যে, ইতালির [[সিরি এ]] এবং ইংলিশ [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগে]] সাত বছর খেলেন। মার্চ, ২০০৪ সালে [[পেলে]] বর্তমানে জীবিত বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা [[ফিফা ১০০|ফিফা ১০০-তে]] নাকাতা'র নাম ঘোষণা করেন।
৭৪ নং লাইন:
১৯৯৫ সালে আঠারো বছর বয়সে [[জে. লীগ|জে. লীগে]] [[বেলমেয়ার হিরাতসুকা]] (বর্তমানে [[শোন্যান বেলমেয়ার]]) দলে যোগদানের মাধ্যমে পেশাদারী ফুটবলে [[অভিষেক]] ঘটান নাকাতা। ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত [[১৯৯৮ ফিফা বিশ্বকাপ|বিশ্বকাপের]] পর তিনি চার মিলিয়ন ডলারের চুক্তিতে ইতালির সিরি এ দল এ.সি. পেরুজাতে যোগ দেন।<ref>Source: http://www.guardian.co.uk/football/2001/jul/24/newsstory.sport1</ref> এরফলে তিনি [[কাজুওসি মিউরা|কাজু মিউরা'র]] চার বছর পর দ্বিতীয় [[জাপান|জাপানী]] খেলোয়াড় হিসেবে ইতালির সর্বোচ্চ আসরে [[জেনোয়া সি.এফ.সি|জেনোয়া'র]] পক্ষে অংশগ্রহণ করেন। প্রথম মৌসুমেই ১০টি [[গোল (ফুটবল)|গোল]] করেন যা অবস্থানকালীন সময়ের মধ্যে সর্বোচ্চ।
 
জানুয়ারি, ২০০০ সালে দেড় বছর পেরুজাতে কাটানোর পর তিনি [[এ.এস. রোমা|রোমা'য়]] ৪২ বিলিয়ন [[ইতালিয়ানইতালীয় লিরা|লিরা]] বা ২৯ মিলিয়ন [[ডলার|ডলারের]] বিনিময়ে স্থানান্তরিত হন। <ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.borsaitaliana.it/mediasource/borsa/db/pdf/1094.pdf|title=BILANCIO D’ESERCIZIO E CONSOLIDATO DI GRUPPO AL 30 GIUGNO 2000|accessdate=2010-04-02|work=AS Roma|publisher=Borsa Italiana Archive|language=Italian}}</ref> তাঁর নৈপুণ্যে [[স্কুদেতো]] বা [[ইতালিয়ানইতালীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ]] জয় করে দলটি। ৬ মে, ২০০১ সালে [[সিরি এ]] ম্যাচে [[স্ট্যাডিও ডেলা আল্পি|স্ট্যাডিও ডেলা আল্পিতে]] [[জুভেন্টাস এফ.সি|জুভেন্টাসে]] সেরা নৈপুণ্য প্রদর্শন করেন তিনি।
 
২০০১ সালের গ্রীষ্ম মৌসুমে নাকাতা [[পারমা এফ.সি|পারমায়]] আড়াই বছর অবস্থান করেন। ২০০৩-০৪ মৌসুমে [[এসিএফ ফিওরেন্টিনা|ফিওরেন্টিনায়]] অবস্থান করে জানুয়ারি, ২০০৪ সালে [[বোলোগনা এফ.সি ১৯০৯|বোলোগনায়]] খেলেন। আগস্ট, ২০০৫ সালে এফএ প্রিমিয়ার লীগে [[বোল্টন ওয়ান্ডেরার্স এফ.সি.|ওয়ান্ডেরার্সে]] খেলেন। সেখানে তাঁর পেশাদার খেলোয়াড়ী জীবনে লীগের শেষ খেলায় ওয়েস্ট ব্রোমিচ অ্যালবিয়নের বিপক্ষে ২-০ গোলে জয়ী হয় ও একটি গোল করেছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=Bolton 2-0 West Brom|url=http://news.bbc.co.uk/sport1/hi/football/eng_prem/4344558.stm