চিত্রা দেব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরী হচ্ছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
 
জীবনী যোগ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
'''চিত্রা দেব''' (২৪ নভেম্বর, ১৯৪৩ - ১ অক্টোবর, ২০১৭) হলেন বাঙালি সাহিত্যিক ও গবেষিকা।
চিত্রা দদেব হলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক ও গবেষক।
==প্রারম্ভিক জীবিনজীবন==
 
চিত্রা দেদেব জন্মেছিলেন বিহারের পূর্ণিয়ায় ১৯৪৩ সালের ২৪ নভেম্বর।জেলায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
== কর্মজীবন ==
চিত্রা দেব কর্মজীবনেরআনন্দবাজার অধিকাংশপত্রিকায় সময়কাজ আনন্দবাজারকরতেন। পত্রিকারতিনি গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন। এখানআজীবন থেকেইতিনি তাঁরএই মূলপত্রিকা কর্মজীবনদপ্তরে শুরুকাজ হয়।করেছেন। আরগবেষনামূকক এখানরচনার থেকেইপাশাপাশি তিনি অবসর নেন। তিনি অনেকগুলো বই লিখেছেন, অনুবাদ করেছেনসম্পাদনাসম্পাদনাও করেছেন।করেতেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়েরবই মধ্যে‘ঠাকুরবাড়ির আছেঅন্দরমহল’। ‘ঠাকুরবাড়ির অন্দরমহল’,এচগাড়া ‘ঠাকুরবাড়ির বাহির মহল’, ‘অন্তঃপুরের আত্মকথা’, ‘বুদ্ধদেব দেখতে কেমন ছিলেন’ ইত্যাদি।ইত্যাদি বই তিনি রচনা করেন। চিত্রা দেব মুন্সী প্রেম চাঁদের ‘গো দান’ এবং ‘নির্মলা’র হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন। সম্পাদনা করেন ‘সরলা বালা রচনা সমগ্র’। এ ছাড়া তিনি কবি চন্দ্রের মহাভারত, বিষ্ণুপুরী রামায়ণ হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন।
==মৃত্যু==
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।