ম্যাথু মেনার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কোচিং - নতুন অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ!
৯৫ নং লাইন:
}}
 
'''ম্যাথু পিটার মেনার্ড''' ({{lang-en|Matthew Maynard}}; [[জন্ম]]: [[২১ মার্চ]], [[১৯৬৬]]) ল্যাঙ্কাশায়ারের ওল্ডহাম এলাকায় জন্মগ্রহণকারী সাবেক প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।<ref name="Cap">{{বই উদ্ধৃতি|title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page=117|language=en}}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] ইংরেজ [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[Glamorgan County Cricket Club|গ্ল্যামারগনের]] প্রতিনিধিত্ব করেন। বর্তমানে [[সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব|সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের]] ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছেন '''ম্যাথু মেনার্ড'''। সমগ্র খেলোয়াড়ী জীবনে ইংল্যান্ডের পক্ষে চার [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও চৌদ্দটি [[একদিনের আন্তর্জাতিক]] খেলেছেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
১০৭ নং লাইন:
সেপ্টেম্বর, ২০০৪ সালে ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন। এর পরপরই তিনি খেলোয়াড়ী জীবন থেকে তাঁর অবসরের ঘোষণা দেন। [[কোচ (ক্রীড়া)|আন্তর্জাতিক কোচ]] হিসেবে স্বল্পকালীন দায়িত্বে থাকাকালে কিছু বিতর্কের সৃষ্টি করেন। সাবেক ইংরেজ দলনেতা [[মাইক অ্যাথারটন]] তাঁর দায়িত্বের বিষয়ে সমালোচনা করে বলেন যে, দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত সফরের সাথে জড়িত কাউকে এ দায়িত্বে দেয়া উচিত হয়নি। সাবেক কোচ [[কিথ ফ্লেচার|কিথ ফ্লেচারের]] কাছ থেকেও তিনি সমালোচিত হন। মদ্যপান ও আড্ডারত কাউকে তরুণ আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে কিছু শিখতে পারবে না বলে জানান। এর পাল্টা জবাবে তিনি ফ্লেচারের ব্যবস্থাপনার দক্ষতার বিষয়ে প্রশ্ন তুলেন। মেনার্ড কোচের দায়িত্ব চালিয়ে যেতে থাকেন ও একপর্যায়ে ইংরেজ দলের জন্য পেশাদারী পর্যায়ের উপযোগী গানের সুর তৈরী করতে থাকেন।
 
[[২০০৭ ক্রিকেট বিশ্বকাপ|২০০৭]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপের]] পর ডানকান ফ্লেচারের পদত্যাগের পর মে, ২০০৭ সালে [[অ্যান্ডি ফ্লাওয়ার]] মেনার্ডের স্থলাভিষিক্ত হন। এ ঘোষণার পর এক স্বাক্ষাৎকারের মেনার্ড বলেন যে, ইন্ডিয়ান ক্রিকেট একাডেমি থেকে তাঁর নিযুক্তির বিষয়ে প্রস্তাবনা এসেছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি| url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/other_international/6632391.stm | work=BBC News | title=Maynard offered role with India | date=7 May 2007|language=en}}</ref> এরপূর্বে তিনি দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ছয়টি দলের অন্যতম [[Nashua Titans|নশুয়া টাইটান্সকে]] পরিচালনা করেন। প্রথম মৌসুমে ব্যাপক অর্থেই সফলতা পান তিনি। ঘরোয়া চারদিনের প্রতিযোগিতা সুপারস্পোর্ট সিরিজের শিরোপা জিতে তাঁর দল ও মিওয়ে টি২০ চ্যালেঞ্জ টি২০ প্রতিযোগিতার ট্রফিও পায় দলটি। ২০১৪ মৌসুম শেষে [[David Nosworthy|ডেভিড নসওয়ার্থির]] প্রত্যাবর্তনের পর মেনার্ড সমারসেট দলের ক্রিকেট পরিচালকরূপে যোগ দেন।<ref>{{cite news |url=http://www.bbc.co.uk/sport/0/cricket/29425687 |title=Matthew Maynard: Somerset appoint ex-Glamorgan coach |publisher=BBC Sport |date=30 September 2014 |accessdate=30 September 2014 |language=en}}</ref>
 
১৯৯৮ সালে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.cricketarchive.com/Archive/Players/Overall/Wisden_Cricketers_of_the_Year.html |title=Wisden Cricketers of the Year |accessdate=2009-02-21 |publisher=CricketArchive|language=en}}</ref> ১৮ জুন, ২০১২ তারিখে তাঁর সন্তান [[Tom Maynard|টম মেনার্ডকে]] মৃত অবস্থায় পাওয়া যায়।
 
১৮ জুন, ২০১২ তারিখে তাঁর সন্তান [[Tom Maynard|টম মেনার্ডকে]] মৃত অবস্থায় পাওয়া যায়।
 
== তথ্যসূত্র ==
১২৪ ⟶ ১২২ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{প্রবেশদ্বার|ক্রিকেট}}
*{{ক্রিকইনফো}}
*{{ক্রিকেটআর্কাইভ}}
১৩৪ ⟶ ১৩৩ নং লাইন:
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ ক্রিকেট কোচ]]
[[বিষয়শ্রেণী:ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ ক্রিকেট কোচ]]
[[বিষয়শ্রেণী:উইজডেন বর্ষসেরা ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ওতাগোর ক্রিকেটার]]