ওয়াল্টার রবিন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
১০ নং লাইন:
| bowling = [[লেগ ব্রেক]]
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 19
| runs1 = 612
২৩ নং লাইন:
| best bowling1 = 6/32
| catches/stumpings1= 12/0
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 379
| runs2 = 13884
৫২ নং লাইন:
 
'''রবার্ট ওয়াল্টার ভিভিয়ান রবিন্স''' ({{lang-en|Walter Robins}}; [[জন্ম]]: [[৩ জুন]], [[১৯০৬]] - [[মৃত্যু]]: [[১২ ডিসেম্বর]], [[১৯৬৮]]) স্টাফোর্ডে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটার]] ও [[ফুটবল|ফুটবলার]] ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[Middlesex County Cricket Club|মিডলসেক্স]],<ref>[http://www.cricketarchive.com/Archive/Teams/0/210/Players.html "Middlesex players". CricketArchive. Retrieved 28 May, 2017.]</ref> [[Cambridge University Cricket Club|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] পক্ষে অংশগ্রহণ করেছেন। দলে তিনি মূলতঃ [[অল-রাউন্ডার]] ছিলেন। ডানহাতে [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিংয়ের]] পাশাপাশি কার্যকরী [[লেগ ব্রেক]] বোলিংশৈলী প্রদর্শন করতেন '''ওয়াল্টার রবিন্স'''।
 
== প্রারম্ভিক জীবন ==
স্টাফোর্ডে জন্মগ্রহণকারী ওয়াল্টার রবিন্স হাইগেট স্কুল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন। হাইগেট স্কুলে অধ্যয়নকালীন চার বছরের মধ্যে তিন বছরই প্রথম একাদশের [[ব্যাটিং গড়|ব্যাটিং]] ও [[বোলিং গড়|বোলিং গড়ে]] শীর্ষস্থানে আরোহণ করেন। শেষ বছরে ১৯২৫ সালে [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পান। আল্ডেনহামের বিপক্ষে ২০৪ [[রান (ক্রিকেট)||রানসহ]] ৭/৫৪ বোলিং পরিসংখ্যান গড়েন। ঐ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] ৬২.৭৬ গড়ে ৮১৬ রান ও ১৫.১৮ গড়ে ৬০ [[উইকেট]] তুলে নেন তিনি। এছাড়াও, হাইগেট ফুটবল একাদশের পক্ষে অধিনায়কত্ব করেছেন। নটিংহাম ফরেস্টের পক্ষে ফুটবল খেলেছেন।
 
১৯২৫ সালে বিদ্যালয় অধ্যয়নকালীন মিডলসেক্সের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। এই দলে তিনি ১৯৫০ সাল পর্যন্ত দলে অনিয়মিতভাবে খেলেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বমোট ১৩,৪৯০ রান তুলেছেন ২৬.৪৫ গড়ে এবং ২৩.৫৯ গড়ে ৯৪৬ উইকেট পান।
প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের পক্ষে খেলেছেন তিনি। ডানহাতে কার্যকারী ব্যাটসম্যান হিসেবে খেলতেন ও লেগ ব্রেক বোলিংয়ে সক্ষমতা দেখাতে পারতেন। কাউন্টি দলের পক্ষে ২৫৮টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২২.২৮ গড়ে ৬৬৯ উইকেট তুলে নেন। তন্মধ্যে, ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান দাঁড় করিয়েছেন ৮/৬৯। ঝুঁকিগ্রহণকারী অধিনায়ক হিসেবে তাঁর সবিশেষ পরিচিতি ছিল। খেলায় ইপ্সিত ফলাফল আনয়ণে এ ঝুঁকিগ্রহণ করতেন তিনি। ১৯৩৫-১৯৩৮, ১৯৪৬-৪৭ ও ১৯৫০ - এ তিন ধাঁপে মিডলসেক্সের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭ সালের [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপের]] শিরোপা বিজয়ে নেতৃত্ব দেন। ব্যবসায়িক দায়বদ্ধতার প্রেক্ষিতে ১৯৪৮ সালে অধিনায়ক থেকে চলে আসেন ও [[ক্রিকেট]] থেকে অবসর নেন। তাস্বত্ত্বেও ১৯৫৮ সাল পর্যন্ত মাঝে-মধ্যে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিতেন ওয়াল্টার রবিন্স।
 
== তথ্যসূত্র ==