ভারতীয় জনতা পার্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪০ নং লাইন:
বিজেপির উৎস ১৯৫১ সালে [[শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়]] কর্তৃক প্রতিষ্ঠিত [[ভারতীয় জনসংঘ]] দলটি। ১৯৭৭ সালে [[ভারতে জরুরি অবস্থা|জরুরি অবস্থার]] পর জনসংঘ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিশে [[জনতা পার্টি]] গঠন করে। [[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৭৭|১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে]] জনতা পার্টি ক্ষমতাসীন ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠন করে। ১৯৮০ সালে জনতা পার্টি অবলুপ্ত হলে জনসংঘের প্রাক্তন সদস্যরা বিজেপি গঠন করেন। প্রথম দিকে বিজেপি রাজনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। [[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৮৪|১৯৮৪ সালের সাধারণ নির্বাচনে]] বিজেপি মাত্র দুটি আসনে জয় লাভ করেছিল। কিন্তু [[রাম জন্মভূমি]] আন্দোলনের সময় আবার এই দলের শক্তি বৃদ্ধিপায়। একাধিক রাজ্য নির্বাচনে জয় লাভ এবং জাতীয় স্তরের নির্বাচনে ভাল ফল করার পর অবশেষে ১৯৯৬ সালে বিজেপি সংসদে বৃহত্তম দলে পরিণত হয়। যদিও সংসদের নিম্নকক্ষ [[লোকসভা|লোকসভায়]] সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই দলের সরকার মাত্র ১৩ দিন স্থায়ী হয়েছিল।
 
[[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৮৮|১৯৮৮১৯৯৮ সালের সাধারণ নির্বাচনের]] পর বিজেপি-নেতৃত্বাধীন [[জাতীয় গণতান্ত্রিক জোট]] বা এনডিএ এক বছরের জন্য [[অটলবিহারী বাজপেয়ী|অটলবিহারী বাজপেয়ীর]] প্রধানমন্ত্রীত্বে সরকার গঠন করে। পরবর্তী নির্বাচনে এনডিএ আবার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বেই সরকার গঠন করেছিল। এই সরকার পূর্ণ সময়ের জন্য স্থায়ী হয়। এটিই ছিল ভারতের প্রথম পূর্ণ সময়ের অ-কংগ্রেসি সরকার। [[ভারতের সাধারণ নির্বাচন, ২০০৪|২০০৪ সালের সাধারণ নির্বাচনে]] এনডিএ অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়। এরপর দশ বছর বিজেপি ছিল ভারতের প্রধান বিরোধী দল। [[ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪|২০১৪ সালের সাধারণ নির্বাচনে]] [[গুজরাত|গুজরাতের]] দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী [[নরেন্দ্র মোদী|নরেন্দ্র মোদীর]] নেতৃত্বে বিজেপি পুনরায় বিপুল ভোটে জয়ী হয়। সেই থেকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে এনডিএ সরকার ভারতে ক্ষমতাসীন রয়েছে। ২০১৫ সালের মার্চ মাসের হিসেব অনুসারে, ভারতের ১৩টি রাজ্যে এনডিএ-নেতৃত্বাধীন সরকার রয়েছে।
 
বিজেপির ঘোষিত আদর্শ হলো ‘[[একাত্ম মানবতাবাদ (ভারত)|একাত্ম মানবতাবাদ]]’। ১৯৬৫ সালে [[দীনদয়াল উপাধ্যায়]] এই মত প্রচার করেছিলেন। বিজেপি [[হিন্দুত্ব|হিন্দুত্বের]] আদর্শের প্রতি আনুগত্য দেখিয়ে থাকে এবং এই দলের নীতি ঐতিহাসিকভাবে [[হিন্দু জাতীয়তাবাদ|হিন্দু জাতীয়তাবাদী]] অবস্থানের প্রতিফলন ঘটায়। বিজেপি [[সামাজিক রক্ষণশীলতা|সামাজিক রক্ষণশীলতার]] প্রবক্তা এবং এই দলের বিদেশনীতিও জাতীয়াবাদী আদর্শ-কেন্দ্রিক। বিজেপির প্রধান রাজনৈতিক ইস্যু হলো [[ধারা ৩৭০|জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার]] বিলোপ, [[অযোধ্যা|অযোধ্যায়]] [[রাম মন্দির]] গঠন এবং [[ভারতে অভিন্ন দেওয়ানি বিধি|অভিন্ন দেওয়ানি বিধি]] প্রবর্তন। যদিও ১৯৯৮-২০০৪ সালের এনডিএ সরকার এই বিতর্কিত ইস্যুগুলি কার্যকর করেনি। বরং বিশ্বায়ন ও সামাজিক কল্যাণের জন্য অর্থনৈতিক বৃদ্ধির স্বার্থে নব্য-উদারপন্থী অর্থনৈতিক নীতি গ্রহণ করেছিল।