ফ্রাঙ্ক ওরেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
চিত্র সংযোগ
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
৫৩ নং লাইন:
| catches/stumpings2 = 139/–
| source = http://www.cricketarchive.co.uk/Archive/Players/0/821/821.html ক্রিকেটআর্কাইভ
| date = ২৮ জুলাইআগস্ট
| year = ২০১৭
}}
৬৩ নং লাইন:
 
== অধিনায়কত্ব ==
তিনি সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৯৬০-৬৩ মেয়াদকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৬০-এর দশকের শুরু থেকে [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেট]] অঙ্গনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ওরেল, [[এভারটন উইকস|এভারটন ডি. উইকস]] ও [[ক্লাইড ওয়ালকট|ক্লাইড ডি. ওয়ালকটকে]] একত্রে ''থ্রি ডব্লিউ'' নামে অভিহিত করা হতো। ক্রিকেটে [[ইনিংস|ইনিংসের]] মাঝামাঝি সময়ে সেরা জুটি হিসেবে তাঁরা বিবেচিত হতেন।
 
ত্রিনিদাদের দ্য নেশন পত্রিকার সম্পাদক [[C. L. R. Jame|সি. এল. আর. জেমসের]] [[Development of the Test captaincy of West Indies|ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্বের উন্নয়ন]] শীর্ষক সফল প্রচারণার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ দলে শ্বেতাঙ্গদের টেস্টে অধিনায়কত্ব প্রাপ্তির বিষয়টি শেষ হয়ে যায়। এরফলে ব্যতিক্রমধর্মী [[অল-রাউন্ডার]] ওরেল প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররূপে ওয়েস্ট ইন্ডিজ দলকে পুরো সিরিজে নেতৃত্ব দেবার মর্যাদা লাভ করেন। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট থেকে কৃষ্ণবর্ণের অধিনায়কত্ব হবার নিষিদ্ধতা বিষয়টি দূরীভূত হয়।<ref>[http://www.english-heritage.org.uk/server/show/ConWebDoc.4574 Potted biography of James, including his part in getting Worrell made captain]</ref> [[West Indian cricket team in Australia in 1960-61|১৯৬০-৬১]] মৌসুমে তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর করে ওয়েস্ট ইন্ডিজ দল। ওরেল ও তাঁর প্রতিপক্ষীয় [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] অধিনায়ক [[রিচি বেনো]] উভয় দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করেছিলেন। প্রথম টেস্টটি নাটকীয়ভাবে [[Tied test#The Tied Test, 1960|টাই]] হয়। কিন্তু ঐ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
 
৩ ফেব্রুয়ারি, ১৯৬২ তারিখে সফরকারী [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতীয় ক্রিকেট দলের]] অধিনায়ক [[Nari Contractor|নরি কন্ট্রাক্টর]] আহত হন। ওয়েস্ট ইন্ডিজের [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলার]] [[চার্লি গ্রিফিথ|চার্লি গ্রিফিথের]] বাউন্সারে তিনি গুরুতর আঘাত পান। এরফলে মাথায় আঘাতপ্রাপ্ত কন্ট্রাক্টরের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।<ref name=ParsiKhabar>[http://parsikhabar.net/individuals/nari-contractor-i-dont-mind-living-it-all-over-again/1443/ Contractor has said: "It was as Griffith was to deliver the fourth ball of his second over that somebody opened a window in the pavilion. There were no sight screen at that time and my 100 per cent concentration wasn’t on that delivery. I saw it just inches away before it hit me. But it isn’t true that I ducked.” Quoted in Arzan Sam Wadia, "Nari Contractor: ‘I don’t mind living it all over again’",] ''Parsi Khabar'', 7 March 2009.</ref> উভয় দলের মধ্য থেকে প্রথম খেলোয়াড়রূপে ওরেল আহত কন্ট্রাক্টরের জীবন বাঁচাতে রক্ত দান করেন।<ref>[http://www.sundayobserver.lk/2010/01/03/spo36.asp A. C. de Silva, "Frank Worrell donated blood to save Indian Nari Contractor's life",] ''Sunday Observer'' (Sri Lanka), 3 January 2010.</ref> জুন-আগস্ট, ১৯৬৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] অংশগ্রহণ করে। সেখানেও দলটি জনপ্রিয়তা পায়। দলটি ৩-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়লাভ করেছিল।<ref>[http://content-uk.cricinfo.com/wisdenalmanack/content/story/155246.html ''Wisden Cricketers' Almanack'', 1962 edition, "West Indies in Australia, 1960–61"]</ref><ref>[http://content-uk.cricinfo.com/wisdenalmanack/content/story/152799.html ''Wisden Cricketers' Almanack'', 1964 edition, "West Indies in England, 1963"]</ref> এ সিরিজ শেষেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন ফাঙ্ক ওরেল।
 
== সম্মাননা ==