সাংবাদিকতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন নিবন্ধ শুরু
 
নতুন অনুচ্ছেদ যোগ
২৮ নং লাইন:
==ভূমিকা==
১৯২০ এর দশকে যখন আধুনিক সাংবাদিকতা রূপ ধারণ করতে শুরু করে লেখক [[ওয়াল্টার লিপম্যান]] এবং মার্কিন দার্শনিক [[জন ডিউয়ি]] গণতন্ত্রে সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিভিন্ন যুক্তি-তর্ক উপস্থাপন করেন। তাদের এই ভিন্ন ভিন্ন দর্শন এখনো সমাজ ও রাষ্ট্রে সাংবাদিকতার ভূমিকা বিষয়ে যুক্তি প্রদর্শনে ব্যবহৃত হয়।
 
==পেশাদারী ও নৈতিক মানদণ্ড==
{{মূল নিবন্ধ|সাংবাদিকতার নৈতিকতা ও মানদণ্ড}}
বিদ্যমান নৈতিক মানদণ্ডে ভিন্নতা রয়েছে, বেশিরভাগই রীতিতে সত্যতা, সূক্ষ্মতা, বিষয়বস্তুর উদ্দেশ্য, পক্ষপাতহীনতা, এবং কৈফিয়ত – এই বিষয়গুলো সাধারণ উপাদান হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই উপাদানসমূহ সংবাদ করার মত তথ্য সংগ্রহ করতে এবং জনগণের কাছে প্রচার করতে ব্যবহৃত হয়।<ref>"Fourth Estate - Core Journalism Principles, Standards and Practices". Fourth Estate Public Benefit Corporation.</ref><ref>"(Society of Professional Journalists) – Code of Ethics". SPJ.</ref>
 
কিছু সাংবাদকিতার নৈতিকতার বিধিতে, বিশেষ করে ইউরোপীয় বিধিতে, সংবাদে [[জাতি]], [[ধর্ম]], লিঙ্গ বিষয়ক, এবং শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে বৈষম্যমূলক সূত্র বিষয়েরও অন্তর্ভুক্তি রয়েছে। আবার কিছু ইউরোপীয় নৈতিকতার বিধিতে, সকল সংবাদপত্র ইনডিপেন্ডেন্ট প্রেস স্ট্যান্ডার্টস অর্গানাইজেশনের বিধি মেনে চলতে বাধ্য এবং তা যুক্তরাজ্যেও প্রচলিত। এই বিধিতে জনগণের গোপনীয়তাকে সম্মান দেওয়া এবং নিখুঁতভাবে কাজ নিশ্চিত করা অন্তর্ভুক্ত।<ref>UK – Press Complaints Commission – Codes of Practice (see item 12, "Discrimination").</ref><ref>"Italy – FNSI's La Carta dei Doveri (The Chart of Duties)". (in Italian). (section "Principi")</ref><ref>Spain – FAPE's Código Deontológico (Deontological Code) (in Spanish) (see Principios Generales, item 7, "a")</ref><ref>"Brazil – FENAJ's Code of Ethics" (PDF). (in Portuguese) (see Article 6, item XIV).</ref>
 
==তথ্যসূত্র==