বৃন্দাবন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
৮৭ নং লাইন:
* মদনমোহন মন্দির - [[মুলতান|মুলতানের]] রাজা কাপুর রাম দাস কালীয়দমন ঘাটের কাছে মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন। এটি বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির। চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই মন্দিরটি ঘনিষ্ঠভাবে যুক্ত। আওরঙ্গজেবের রাজত্বকালে এই মন্দিরের আদি মদনগোপাল বিগ্রহটি নিরাপত্তাজনিত কারণে রাজস্থানের [[কারাউলি|কারাউলিতে]] স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই মন্দিরে মূল বিগ্রহের একটি প্রতিমূর্তি পূজিত হয়।
[[File:Meera bai's old temple in vrindavan.jpg|thumb|বৃন্দাবনে মীরা বাইয়ের মন্দির]]
* [[মীরা বাই মন্দির]] - নিধিবনের কাছে শাহজি মন্দিরের দক্ষিণ দিকে মীরা বাই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি [[মীরা বাই|মীরা বাইয়ের]] মন্দির। কোনো কোনো জীবনীগ্রন্থে বলা হয়েছে, ১৫৪৭ সালে দ্বারকায় মীরা বাই সশরীরে দ্বারকায় কৃষ্ণ বিগ্রহে বিলীন হয়ে যান।<ref>Usha Nilsson (1997), Mira bai, Sahitya Akademi, ISBN {{আইএসবিএন|978-8126004119}}, pages 1-15</ref> তবে গবেষকরা এই কিংবদন্তির ঐতিহাসিকতা স্বীকার করেন না। তবে একথা সত্য যে, মীরা বাই কৃষ্ণ-উপাসনা নিয়েই থাকতেন এবং তাঁর রচিত ভজনগুলি তাঁকে ভক্তি আন্দোলন যুগের অন্যতম শ্রেষ্ঠ সন্ত-কবির স্বীকৃতি এনে দিয়েছিল।<ref>Usha Nilsson (1997), Mira bai, Sahitya Akademi, ISBN {{আইএসবিএন|978-8126004119}}, pages 16-17</ref><ref>John S Hawley (2005), Three Bhakti Voices: Mirabai, Surdas and Kabir in Their Times and Ours, Oxford University Press, ISBN {{আইএসবিএন|978-0195670851}}, pages 128-130</ref>
* [[বাঁকেবিহারী মন্দির]] - [[স্বামী হরিদাস]] নিধিবন থেকে বাঁকেবিহারীর বিগ্রহটি আবিষ্কার করার পর ১৮৬২ সালে বাঁকেবিহারী মন্দির নির্মিত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://www.bihariji.org/may08/index.php?option=com_content&task=view&id=12&Itemid=26|title=Banke-Bihari Temple website}}</ref>
* [[প্রেম মন্দির, বৃন্দাবন|প্রেম মন্দির]] - বৃন্দাবনের উপকণ্ঠে ৫৪ একর জমির উপর প্রেম মন্দিরটি নির্মিত। এটি প্রতিষ্ঠা করেন [[কৃপালু মহারাজ]]।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://zeenews.india.com/entertainment/slideshow/famous-krishna-temples-in-india_297.html/3|title=Prem Mandir}}</ref> মূল মন্দিরটি শ্বেতপাথরে নির্মিত এবং সেখানে কৃষ্ণের বহু মূর্তি খোদিত রয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.aajkikhabar.com/News/Region/Kripaluji-Maharaj-s-Prem-Mandir-will-be-inaugurated-on-17th-February/690284.html|title=Kripaluji Maharaj's Prem Mandir will be inaugurated on 17 February|publisher=Aaj Ki Khabar}}</ref>