আরব বিদ্রোহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
১৪ নং লাইন:
| commander2 = {{flagicon|উসমানীয় সাম্রাজ্য}} [[জামাল পাশা]]<br />{{flagicon|উসমানীয় সাম্রাজ্য}} [[ফখরুদ্দিন পাশা]]<br />{{flagicon|উসমানীয় সাম্রাজ্য}} [[মুহিদ্দিন আকুজ|মুহিদ্দিন পাশা]]<br /><hr>{{flagicon|জার্মান সাম্রাজ্য}} [[অটো লিমান ভন সেন্ডার্স]]<br />[[চিত্র:Flag of the Emirate of Ha'il.svg|border|20px]] [[আবদুল আজিজ বিন মিতাব]]
| strength1 = ৩০,০০০ (জুন ১৯১৬)<ref name="Murphy26">David Murphy, (Illustrated by Peter Dennis), ''The Arab Revolt 1916-18: Lawrence Sets Arabia Ablaze'', Osprey Publishing, 2008, p. 26.</ref>
| strength2 = ৬,৫০০-৭,০০০ (১৯১৬)<ref>''Military Intelligence and the Arab Revolt: The first modern intelligence war'', Polly a. Mohs, ISBN {{আইএসবিএন|1-134-19254-1}}, Routledge, page 41.</ref><br />২৩,০০০ (সর্বমোট)<ref name="Murphy26"/>
| casualties1 = অজ্ঞাত
| casualties2 = অজ্ঞাত
৩৮ নং লাইন:
 
== শক্তিসমূহ ==
প্রায় ৫০০০ জন সৈনিক আরব বিদ্রোহে অংশগ্রহণ করে বলে ধারণা করা হয়।<ref name="Murphy, David page 34">Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 34.</ref> তবে এখানে শুধু [[সিনাই ও ফিলিস্তিন অভিযান]] ও [[এডমন্ড এলেনবি|এডমন্ড এলেনবির]] মিশরীয় বাহিনীর সাথে সংশ্লিষ্টদেরকেই হিসাব করা হয়। [[প্রথম ফয়সাল, ইরাক|ফয়সাল]] ও [[টমাস এডওয়ার্ড লরেন্স|লরেন্সের]] সাথে অংশগ্রহণকারী অনিয়মিত বাহিনীর সৈনিকদেরকে বিবেচনায় আনা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে সিরিয়ায় চূড়ান্ত অভিযানের সময় এই সংখ্যা বৃদ্ধি পেত। অনেক আরব বিক্ষিপ্তভাবে বিদ্রোহে অংশ নিত। যখন অভিযানের অগ্রগতি দেখা যেত বা নিজেদের বাসভূমির এলাকায় প্রবেশ করতে তখন তারা এতে যোগ দেয়।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 pages 20-21.</ref> আকাবা অভিযানের সময় প্রথমদিকে আরব বাহিনীতে মাত্র কয়েকশত সৈনিক ছিল। পরবর্তীতে স্থানীয় গোত্রগুলো থেকে এক হাজারের বেশি মানুষ আকাবায় চূড়ান্ত অভিযানের জন্য যোগ দেয়। হুসাইনের সৈন্যসংখ্যার বিভিন্ন বিবরণ পাওয়া যায়। কিন্তু ১৯১৮ সাল নাগাদ তাদের সংখ্যা ৩০,০০০ এর মত ছিল। হাশেমি সৈন্যবাহিনী দুইটি অংশ নিয়ে গঠিত ছিলঃ গোত্রীয় অনিয়মিত সৈন্য যারা উসমানীয়দের বিরুদ্ধে গেরিলা আক্রমণ করত ও উসমানীয় আরব যুদ্ধবন্দীদের মধ্য থেকে সংগৃহিতদের নিয়ে গঠিত [[শরিফি বাহিনী]] যারা নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ করত।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 pages 20–23.</ref> যুদ্ধের প্রাথমিক দিনে [[হুসাইন বিন আলী, মক্কার শেরিফ|হুসাইনের]] বাহিনী মূলত [[বেদুইন]] ও অন্যান্য মরুচারি যাযাবর গোত্রগুলোকে নিয়ে গঠিত হয়েছিল। তারা তার সাথে দুর্বল মিত্রতায় আবদ্ধ ছিল এবং সমগ্র পরিস্থিতির চেয়ে গোত্রীয় আনুগত্য তাদের কাছে বেশী গুরুত্বপূর্ণ ছিল।<ref name="Murphy, David page 21">Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 21.</ref> স্বর্ণমুদ্রায় অগ্রিম বেতন না পাওয়া পর্যন্ত তারা লড়াইয়ে অংশ নিতে চাইত না।<ref>[[Michael Korda]], ''Hero: The Life and Legend of Lawrence of Arabia'' ISBN {{আইএসবিএন|978-0-06-171261-6}}, p. 19</ref> ১৯১৬ এর শেষ নাগাদ ফরাসির ১.২৫ মিলিওন গোল্ড ফ্রা এবং ১৯১৮ সালের সেপ্টেম্বর নাগাদ ব্রিটিশরা প্রতি মাসে ২,২০,০০০ পাউন্ড বিদ্রোহে খরচ করে।<ref name="Murphy, David page 21"/> ফয়সালের ধারণা ছিল যে উসমানীয় সেনাবাহিনীতে কর্মরত আরবদেরকে বিদ্রোহ করতে ও নিজের পক্ষে আনতে পারবেন। কিন্তু উসমানীয় সরকার অধিকাংশ আরব সেনাদেরকে যুদ্ধের প্রথম সারিতে প্রেরণ করে। ফলে এসময় মুষ্টিমেয় কিছু পক্ষত্যাগী সৈনিক আরবদের সাথে যোগ দেয়।<ref name="Murphy, David page 24">Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 24.</ref> হাশেমি বাহিনী এসময় দুর্বলভাবে সজ্জিত ছিল। কিন্তু পরবর্তীতে ব্রিটেন ও ফ্রান্সের কাছ থেকে রাইফেল ও মেশিনগানের মত প্রয়োজনীয় অস্ত্রের সরবরাহ পায়।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 pages 21-22.</ref>
 
১৯১৭ সালে হেজাজে প্রায় ২০,০০০ জন উসমানীয় সৈন্য ছিল।<ref name="Murphy, David page 24"/> ১৯১৬ সালের জুনে বিদ্রোহ শুরু হওয়ার সময় চতুর্থ উসমানীয় আর্মির ৭ম কর্পস লেফটেন্যান্ট কর্নেল আলি নসিব পাশার অধীন ৫৮তম পদাতিক ডিভিশন, জেনারেল মেহমেদ জামাল পাশার অধীন ১ম প্রাদেশিক বাহিনীর সাথে যোগ দেয়ার জন্য হেজাজে অবস্থান করছিল। এই বাহিনীর কাজ ছিল [[হেজাজ রেলওয়ে]] ও জেনারেল [[ফখরুদ্দিন পাশা|ফখরুদ্দিন পাশার]] অধীন হেজাজের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা।<ref name="Murphy, David page 24"/> হেজাজ রেলওয়ের উপর অব্যাহত হামলার কারণে ১৯১৭ সালে ২য় আরেকটি বাহিনী গঠন করা হয়।<ref name="Murphy, David page 24"/> উসমানীয় বাহিনীতে খলিফার প্রতি অণুগত সৈনিক ছিল। তারা মিত্রশক্তির বিরুদ্ধে লড়াই করে।<ref name="Murphy, David page 24"/> আধুনিক জার্মান অস্ত্র সরবরাহ থাকায় প্রথমদিকে উসমানীয়রা হাশেমিদের বিরুদ্ধে সুবিধা লাভ করে।<ref name="Murphy, David page 24"/> অধিকন্তু উসমানীয়দের কাছে নিজেদের বিমানবাহিনী, জার্মান বিমান ও উসমানীয় সৈনিকদের সাহায্য ছিল।<ref name="Murphy, David page 23">Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 23.</ref> সেই সাথে তারা [[জাবাল শামার আমিরাত|হাইল রাজতন্ত্রের]] রাজা [[আল রশিদ|ইবনে রশিদের]] সাহায্য লাভ করে। ইবনে রশিদের গোত্র বর্তমান সৌদি আরবের উত্তর অঞ্চল শাসন করত এবং হাশেমি ও সৌদি এই দুই দলের সাথে সংঘাতে লিপ্ত ছিল।<ref>Murphy, David ''The Arab Revolt 1916-1918'', London: Osprey, 2008 page 15.</ref> সরবরাহ লাইনের শেষপ্রান্তে অবস্থান করাটা উসমানীয়দের দুর্বলতা ছিল। অবস্থানগত দুর্বলতার কারণে তাদেরকে কখনো কখনো প্রতিরক্ষামূলক যুদ্ধ করতে হয়েছে।<ref name="Murphy, David page 24"/> হাশেমিদের বিরুদ্ধে উসমানীয়দের পদক্ষেপ অধিকাংশ সময়ই শত্রুর তৎপরতার চেয়ে সরবরাহের ঘাটতি কারণে বাধাপ্রাপ্ত হয়েছে।<ref name="Murphy, David page 24"/>
১২২ নং লাইন:
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
* Murphy, David ''The Arab Revolt 1916-18 Lawrence sets Arabia Ablaze'', Osprey: London, 2008, ISBN {{আইএসবিএন|978-1-84603-339-1}}.
 
== আরও পড়ুন ==
* Fromkin, David (1989). A Peace to End All Peace. Avon Books.
* [[Michael Korda|Korda, Michael]], ''Hero: The Life and Legend of Lawrence of Arabia''. ISBN {{আইএসবিএন|978-0-06-171261-6}}.
* Lawrence, T. E. (1935). Seven Pillars of Wisdom. Doubleday, Doran, and Co.
* Wallach, Janet (1997) Desert Queen: The Extraordinary Life of Gertrude Bell Adventurer, Adviser to Kings, Ally of Lawrence of Arabia. Phoenix/Orion Books.