ইবনে বতুতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ভারতবর্ষ: সংশোধন
Nasirkhan (আলোচনা | অবদান)
২১ নং লাইন:
}}
 
'''মুহাম্মদ ইবনে বতুতা''' বা '''ইবনে বতুতা''' (ফেব্রুয়ারী ২৫, ১৩০৪ - ১৩৬৮ অথবা ১৩৬৯, {{lang-ar|أبو عبد الله محمد بن عبد الله اللواتي الطنجي بن بطوطة}}, ''{{transl|ar|DIN|ʾAbū ʿAbd al-Lāh Muḥammad ibn ʿAbd al-Lāh l-Lawātī ṭ-Ṭanǧī ibn Baṭūṭah}}'') [[সুন্নি]] মুসলিম পর্যটক, চিন্তাবিদ, বিচারক এবং সুন্নি ইসলামের মালিকি মাজহাবে বিশ্বাসী একজন ধর্মতাত্বিক। তার পূর্ণ নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তিনি ১৭ রজব ৭০৩ হিজরী<ref>http://www.yabeyrouth.com/5142-%D9%85%D8%AD%D9%85%D8%AF-%D8%A8%D9%86-%D8%A8%D8%B7%D9%88%D8%B7%D8%A9</ref> মোতাবেক ১৩০৪ সালের ২৪ ফেব্রুয়ারি রবিবার দিন মরোক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন।<ref>http://www.si.edu/Content/SE/Educator%20Guides/Journey-to-Mecca.pdf</ref> চীন সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি "শামস-উদ-দিন" <ref>Ibn Buttuta, Travels in Asia and Africa 1325-1345, Published by Routledge and Kegan Paul (ISBN O 7100 9568 6)</ref> নামেও পরিচিত। ইবন বতুতা সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়িয়েছেন। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। একুশ বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী ৩০ বছরে তিনি প্রায় ৭৫,০০০ মাইল<ref>http://www.teachislam.com/dmdocuments/scholars_ibn_battuta_the_great_traveller.pdf</ref>(১,২১,০০০কিমি) পথ পরিভ্রমণ করেছেন। তিনিই একমাত্র পরিব্রাজক যিনি তাঁর সময়কার সমগ্র মুসলিম বিশ্বভ্রমণ করেছেন এবং এর সুলতানদের সাথে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ বর্তমান পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে [[মিশর]], [[সৌদি আরব]], [[সিরিয়া]], [[ইরান]], [[ইরাক]], [[কাজাকিস্তান]], [[আফগানিস্তান]], [[পাকিস্তান]], [[মালদ্বীপ]], [[ভারত]], [[বাংলাদেশ]], [[শ্রীলংকা]], [[দক্ষিণ-পূর্ব এশিয়া]] এবং [[চীন]] ভ্রমণ করেছিলেন তিনি। তার কিছুকাল পূর্বে এমন দীর্ঘ ভ্রমণ করে বিখ্যাত হয়েছিলেন [[ভেনিস|ভেনিসের]] ব্যবসায়ী এবং পরিব্রাজক [[মার্কো পোলো]]। কিন্তু ইবন বতুতা মার্কো পোলোর তিনগুণ বেশি পথ সফর করেছিলেন। ভ্রমণকালে তিনি এই উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, সুফি, সুলতান, কাজি এবং আলেমদের সাক্ষাৎ লাভ করেন। ৩০ বছরে প্রায় ৪০ টি দেশ ভ্রমণ করে নিজ দেশ মরোক্কোতে ফেরার পর মরোক্কোর সুলতান আবু ইনান ফারিস তাঁর ভ্রমণকাহিনীর বর্ণনা লিপিবদ্ধ করার জন্য কবি ইবনে যোজাইয়াকে নিয়োগ করেন। এই ভ্রমণকাহিনীর নাম "রিহলা"। এটিকে ১৪শ শতকের পূর্ব, মধ্য এবং দক্ষিণ এশিয়ার মুসলিম সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম দলিল হিসেবে বিবেচনা করা হয়। ১৯৫৮ সালে এ গ্রন্থের ইংরেজি অনুবাদ বের হয়। <ref>http://www.manobkantha.com/2013/01/10/102153.html</ref>
 
== প্রথম জীবন ==