এরিক হোলিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ
১ নং লাইন:
{{কাজ চলছে}}
{{Infobox cricketer
| name = এরিক হোলিস
২১ ⟶ ২২ নং লাইন:
| year1 = ১৯৩২–১৯৫৭
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 13
| runs1 = 37
৩৪ ⟶ ৩৫ নং লাইন:
| best bowling1 = 7/50
| catches/stumpings1 = 2/–
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 515
| runs2 = 1,673
৫৩ ⟶ ৫৪ নং লাইন:
 
'''উইলিয়াম এরিক হোলিস''' ({{lang-en|Eric Hollies}}; [[জন্ম]]: [[৫ জুন]], [[১৯১২]] - [[মৃত্যু]]: [[১৬ এপ্রিল]], [[১৯৮১]]) স্টাফোর্ডশায়ারের ওল্ডফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।<ref name="Cap">{{cite book |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page=91 |pages= |url= }}<!--|accessdate=20 April 2011--></ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] ১৯৩২ থেকে ১৯৫৭ সময়কালে [[Warwickshire County Cricket Club|ওয়ারউইকশায়ারের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি লেগস্পিনার ছিলেন। এছাড়াও নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন '''এরিক হোলিস'''।
 
== প্রারম্ভিক জীবন ==
১৯৩২ সালে ওয়ারউইকশায়ারের পক্ষে ইংরেজ কাউন্টি ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। এজবাস্টনের সাধারণ ও সহজ বোলিং উপযোগী পিচে স্বীয় ক্রীড়াশৈলী প্রদর্শনের পর ১৯৩৫ সালে ইংল্যান্ডের পক্ষে টেস্টে অভিষিক্ত হন। অধিকাংশ লেগস্পিনারের ন্যায় হোলিস বলকে স্পিন করাতেন না। তবে নিখুঁতভাবে বোলিং করায় ফলাফল পেতেন। নিরবিচ্ছন্নভাবে কাউন্টির পক্ষে দীর্ঘসময় ধরে বোলিং করারও অভ্যাস ছিল তাঁর। ১৯৪৯ সালে ওরচেস্টারশায়ারের বিপক্ষে এক ইনিংসে একাধারে ৭৩ ওভার বোলিং করেছেন। টপ স্পিন ও গুগলি সহযোগে লেগ ব্রেক বোলিংয়ে ভিন্নতা আনতেন যা ব্যাটসম্যানের পক্ষে সনাক্ত করা বেশ কঠিন ছিল। ফলশ্রুতিতে তিনি অনেকগুলো উইকেট লাভে সক্ষমতা দেখিয়েছেন। তন্মধ্যে ১৯৪৮ সালের অ্যাশেজ সিরিজে ব্র্যাডম্যানেরকে আউট করে বেশ সুনাম কুড়ান।
 
বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধ সরঞ্জাম তৈরিকরণে শ্রমিকের চাহিদা ও সামরিক বাহিনীর সেবা নিরসনকল্পে তিনদিনের ক্রিকেট খেলা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। এ সময়ে তিনি বার্মিংহাম ও জেলা লীগে পশ্চিম ব্রোমিচ ডার্টমাউথ দলে খেলেন। তাঁর অসম্ভব ক্রীড়াশৈলীতে দলটিকে অপরাজেয় করে তোলে। পেশাদারী পর্যায়ে ৪৯৯ উইকেট দখল করেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সময়কালে পশ্চিম ব্রোমিচ ডার্টমাউথ প্রত্যেক বছরই লীগের শিরোপা জয় করে। যুদ্ধকালীন সময়ে দলটি কেবলমাত্র সাত খেলায় পরাজিত হয়েছিল।
 
[[ডোনাল্ড ব্র্যাডম্যান|ডোনাল্ড ব্র্যাডম্যানের]] খেলোয়াড়ী জীবনের চূড়ান্ত টেস্ট ইনিংসে [[duck (cricket)|শূন্য]] রানে আউট করে স্মরণীয় হয়ে রয়েছেন তিনি। তখন ব্র্যাডম্যানের টেস্ট [[ব্যাটিং গড়]] ১০০.০০ হবার জন্য দরকার ছিল কেবলমাত্র চার রানের।