হিউলেট-প্যাকার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সংশোধন
২৭ নং লাইন:
 
== ইতিহাস ==
[[১৯৩৯]] সালের [[জানুয়ারি ১|১লা জানুয়ারি]] তারিখে [[উইলিয়াম হিউলেট]] এবং [[ডেভিড প্যাকার্ড]]'র হাতে হিউলেট-প্যাকার্ড কোম্পানির যাত্রা শুরু হয়। তারা দুজনই [[স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়]] থেকে [[তড়িৎ প্রকৌশল]] বিষয়ে স্নাতক ডিগ্রীপ্রাপ্ত। তারা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক [[ফ্রেডরিক_টারম্যান|ফ্রেডেরিকফ্রেডরিক টারমানটারম্যান]]'র কাছ থেকে অনেক সহযোগিতা পান। কোম্পানিটি সূক্ষ্ম যণ্ত্রপাতি তৈরি করে জনপ্রিয়তা লাভ করে। [[দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি|ওয়াল্ট ডিজনি প্রোডাকশন্‌স]] [[১৯৪০]] সালে হিউলেট-প্যাকার্ডের কাছ থেকে ৮ টি অডিও অসিলেটর কিনে যা দ্বারা নির্মিত হয় [[Fantasia (film)|ফ্যান্টাসিয়া]] নামক বিখ্যাত অ্যানিমেটেড চলচ্চিত্র। এটি ছিল কোম্পানির প্রথম বড় ধরণের বিক্রয়। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]]'র সময় হিউলেট-প্যাকার্ড সামরিক অস্ত্র তৈরি করে সেনাবাহানীর সিগনাল বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ সময় তারা নৌবাহিনীর গবেষণাগারের সাথে কাজ করে কাউন্টার রাডার প্রযুক্তির বিকাশ সাধন করে। [[১৯৫১]] সালে উচ্চ দ্রুতিসম্পন্ন কম্পাঙ্ক মাপক প্রস্তুত করে। যোগাযোগ কমিশন নীতিমালা অনুযায়ী এটি এফ এম বেতার ও টেলিভিশন প্রচারণা কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহ্রত হয়। এ সময় হিউলেট ও প্যাকার্ড তাদের কাজ ভাগ করে নেন। হিউলেট গবেষণা ও উন্নয়নের দিক এবং প্যাকার্ড ব্যবসার দিক দেখার দায়িত্ব নেন। প্রথমত গ্রাফিক্‌স রেকর্ডার প্রস্তুতকারক এফ এল মোসলে কোম্পানিকে কিনে নেয়। পরবর্তীতে [[১৯৬১]] সালে চিকিৎসা-যণ্ত্র প্রস্তুতকারক স্যানবর্ন কোম্পানিকে কিনে নেয়। [[১৯৬৪]] সালে কোমাপানির যণ্ত্রপাতি আন্তর্জাতিক মান লাভ করে। মূলত ''সিসিয়াম বিম এইচপি ৫০৬০এ'' নামক যণ্ত্রের জন্য এটি সম্ভব হয়। [[১৯৬৯]] যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি [[রিচার্ড নিক্সন]] প্যাকার্ডকে প্রতিরক্ষা বিষয়ক '''ডেপুটি সেক্রেটারি''' পদে মনোনয়ন দেন। এ সময় তিনি [[এফ ১৬]] ও [[এ ১০]], এ দুটি যুদ্ধবিমানের উপর সফল সমীক্ষা চালান। [[১৯৭২]] সালে [[সমন্বিত সার্কিট]] তত্তের সাহায্যে পকেট ক্যালকুলেটর প্রস্তুত করে তা বাজারজাত করে। এই সামগ্রীটি অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে।
 
== কম্পিউটার ব্যবসা ==