প্লুটো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
৫৮ নং লাইন:
}}
 
'''প্লুটো ''' আবিস্কৃত হয় [[১৯৩০]] খ্রিস্টাব্দে। বিজ্ঞানী [[ক্লাইড ডব্লিউ টমবাউ]] এটি আবিস্কারআবিষ্কার করেন। [[সূর্য|সূর্যকে]] প্রদক্ষিণ করতে এর সময় লাগে [পৃথিবীর হিসাবে] ২৪৮ বছর। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ৬০০ কোটি কিলোমিটার। কক্ষপথে প্লুটোর গতি মাত্র ৪.৭ কিলোমিটার। এর [[ব্যাস]] প্রায় ৩০০০ কিলোমিটার। এর পাঁচটি [[উপগ্রহ]] রয়েছে। প্লুটোতে প্রচুর পরিমাণে [[মিথেন|মিথেন গ্যাস]] রয়েছে। প্লুটো সৌরজগতের কোনও গ্রহ না নেপচুনের কক্ষচ্যুত কোন উপগ্রহ সে বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত নেই। বিজ্ঞানী হয়েল মনে করেন প্লুটো একদা নেপচুনের উপগ্রহ ছিল। কয়েক বছর একে [[গ্রহ]] এর তালিকায় রাখা হলেও একে ২০০৯ সাল থেকে [[বামন গ্রহ]] ধরা হয়ে থাকে।
 
একে গ্রহের মর্যাদা দেওয়ার দাবিতে অনেক দেশে আন্দোলনও হয়েছে!হয়েছে।
 
== আবিষ্কার ==
ক্লাইড টমবাউ [[১৯৩০]] খ্রিস্টাব্দের [[জানুয়ারি ২৩|২৩ জানুয়ারি]] [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[এরিজোনা|এরিযোনা]] অঙ্গরাজ্যের ফ্ল্যাগস্টাফে অবস্থিত [[লওয়েল অবযারভেটরি|লওয়েল অবযারভেটরিতে]]অবজারভেটরিতে যোগদান করেন। সেখানে ১৩" পলক তুলক<ref name="nishachor">http://nishachor.com/pluto-whats-latest</ref> [[দূরবিক্ষণদূরবীক্ষণ যন্ত্র]] ব্যবহার করে [[জানুয়ারি]] মাসে [[মিখুন নক্ষত্রপুঞ্জ|মিথুন নক্ষত্রপুঞ্জের]] তোলা দুটো ছবি তুলনা করেন [[ফেব্রুয়ারি ১৮|ফেব্রুয়ারির ১৮]] তারিখ বিকেল চারটায়। [[মার্চ ১৩|মার্চের ১৩]] তারিখে তিনি নিশ্চিত<ref name="nishachor"/> করেন "ওটা একটি গ্রহ"।
 
== নামকরণ ==