ব্রান্ডেনবুর্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen ব্যবহারকারী ব্র্যান্ডেনবুর্গ পাতাটিকে ব্রান্ডেনবুর্গ শিরোনামে স্থানান্তর করেছেন: সঠি...
Zaheen (আলোচনা | অবদান)
ব্র্যান্ডেনবুর্গ --> ব্রান্ডেনবুর্গ
১ নং লাইন:
{{Infobox German state
|Name = ব্রান্ডেনবুর্গ
|Name = ব্র্যান্ডেনবুর্গ
|German_name =
|state_coa = Brandenburg Wappen.svg
৩০ নং লাইন:
|date=September 2010
}}
'''ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ''' ({{lang-de|Brandenburg}}, {{অডিও|De-Brandenburg.ogg|<small>listen</small>}}; {{lang-pl|Brandenburgia}}) জার্মানির ১৬টি রাজ্যের অন্যতম। এই রাজ্যের রাজধানী পোট্সডাম। ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ জার্মানি পূর্বাঞ্চলে অবস্থিত। এটি ১৯৯০ সালে পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রীকরণের দ্বারা দ্বিতীয়বারের মত রাজ্যের মর্যাদা লাভ করে। ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের গা ঘেষে জার্মানির রাজধানী ও অন্যতম রাজ্য [[বার্লিন]] অবস্থিত। ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের উদ্ভব ঘটে মধ্যযুগে। পরবর্তিতে এটি [[প্রুশিয়া|প্রুশিয়ার]] রাজধানী হয়।
 
== ইতিহাস ==
মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক সভ্যতার শুরুতে ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ [[পুণ্য রোমান সাম্রাজ্য|পুণ্য রোমান সারমাজ্যের]] এবং [[প্রুশিয়া|প্রুশিয়ার]] অন্যতম রাজ্য ছিল। ১৪১৫ সাল থেকে হোহেনজুলার্ন এর শাসক ছিলেন। ব্র্যান্ডেনবুর্গেইব্রান্ডেনবুর্গেই ভবিষ্যৎ জার্মানির রাজধানী বার্লিন অবস্থিত ছিল। ১৬১৮ সালে ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ মার্গাভ্রিয়েট এবং প্রুশিয়া ডুচি সমন্বয়ে ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ-প্রুশিয়া গঠিত হয়। ১৭০১ সালে ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ-প্রুশিয়াকে উন্নীত করে কিংডম অফ প্রুশিয়া বা প্রুশিয়া রাজ্য গঠন করা হয়।
 
১৫৩৯ সালে ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ প্রোটেসট্যান্ট সংস্কারের কারণে প্রোটেসট্যান্টিজম ভাবাপন্ন রাজ্যে পরিণত হয়। ষষ্ঠদশ শতাব্দীতে এলবে, হ্যাফেল এবং স্প্রি নদী দিয়ে এসব অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটে। হোহেনজুলার্নরা এসময় [[রিনেল্যান্ড]], [[ভেস্টফালিয়া]] ইত্যাদি অধিকারের মাধ্যমে তাদের রাজ্য বিস্তৃত করে। ফলে ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ-প্রুশিয়া নামের একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠিত হয়। স্বতন্ত্র দেশ হলেও ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ-প্রুশিয়া [[ত্রিশ বছরের যুদ্ধ|ত্রিশ বছরের যুদ্ধে]] নিজেকে শত্রুর সাথে মোকাবেলা করার মত শক্তিশালী ছিল না।
ত্রিশ বছরের যুদ্ধের শেষে ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের শাসকগণ রাজ্যের সীমানা অনেকদূর পর্যন্ত বিস্তৃত করে। সেইসাথে তাদের ক্ষমতাও বৃদ্ধি পায়। এদের মধ্যে ফ্রেডরিখ উইলিয়াম তাঁর একান্ত চেষ্টায় এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি রাজ্য প্রাসাদকে পোটসডামে স্থানান্তর করেন।
 
১৯৫২ সালে পূর্ব জার্মান সরকার ব্র্যান্ডেনবুর্গকেব্রান্ডেনবুর্গকে ডিসট্রিক্টে ভাগ করে। ব্র্যেন্ডেনবুর্গের বেশির ভাগ অংশ পোটসডাম, ফ্রাঙ্কফুর্ট বা কোটবুস-এ পড়ে। কিন্তু ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের সাবেক প্রদেশগুলো শ্ভেরিন, নয়ব্র্যান্ডেনবুর্গনয়ব্রান্ডেনবুর্গ এবং মেগডিবুর্গে পড়ে। পূর্ব জার্মানি জ্বালানির উৎস হিসেবে লিগনাইটের উপর নির্ভর করত। এই লিগনাইটের অনেক খনি ছিল দক্ষিণ-পূর্ব ব্র্যান্ডেনবুর্গে।ব্রান্ডেনবুর্গে। তাই বার্লিনকে ঘিরে ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের এই অংশে গড়ে উঠা শিল্পাঞ্চল ছিল পূর্ব জার্মানির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। অপরদিকে ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের গ্রামাঞ্চল শিল্প-কারখানা তেমন গড়ে উঠেনি, এই জায়গাগুলো প্রধানত কৃষিনির্ভর।
 
== ধর্ম ==
ব্র্যান্ডেনবুর্গেরব্রান্ডেনবুর্গের ১৭.১% মানুষ জার্মানির এভ্যাঞ্জেলিকাল চার্চ অনুসরণ করে। ৩.১% মানুষ রোমান ক্যাথলিক।<ref name="Jahrbuch">[http://www.statistik-berlin-brandenburg.de/produkte/KleineStatistik/AP_KleineStatistik_DE_2011_BB.pdf ''Die kleine Brandenburg–Statistik 2011'']. Amt für Statistik Berlin-Brandenburg.</ref> অবশিষত ৭৯.৮% মানুষের মধ্যে অধিকাংশ খ্রিস্টান ব্যতীত অন্যান্য ধর্ম পালন করে বা কোন ধর্মেই বিশ্বাসী না। বার্লিন বা জার্মানির অন্যান্য জায়গার তুলনায় এখানে মুসলমান অধিবাসীড় সংখ্যা কম।
 
== তথ্যসূত্র ==
৪৭ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* {{commonscat-inline|Brandenburg|ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ}}
* [http://www.brandenburg.de/ সরকারি ওয়েবসাইট] {{de icon}}
* [http://www.brandenburg-tourism.com/ ব্র্যান্ডেনবুর্গব্রান্ডেনবুর্গ পর্যটন বোর্ড]
* {{Osmrelation-inline|62504}}